Tuesday, October 3, 2023
Home Blog

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা: ৭টি সুবিধা জেনে নিন

PM Vishwakarma Yojana Benefits: বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা হস্তশিল্পীদের জন্য সুবিধার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। সমস্ত দেশবাসী, যাঁরা চিরাচরিত নানা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পটিতে খুব সামান্য পরিমাণ সুদে তিন লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ পাবেন এই শিল্পীরা। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্পের ৭ টি গুরুত্বপূর্ণ সুবিধা তুলে ধরব।

 

কারা পাবেন টাকা? 

এই প্রকল্পের আওতায় মূলত দেশের যেসমস্ত দিনমজুর এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষ তারাই সুবিধা লাভ করতে পারবেন। যেমন স্বর্ণকার, কর্মকার, নাপিত, ধোপা ইত্যাদি শ্রেণীর মানুষদের জন্যই এই প্রকল্পের সূচনা। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এই সকল অনগ্রসর শিল্পীদের কল্যাণের উদ্দেশ্যে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যে সমস্ত মানুষেরা কোন কলোনি, কুঁড়েঘর, বস্তি বা ভাড়াবাড়ি ইত্যাদিতে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। সব মিলিয়ে নতুন এই বিশ্বকর্মা যোজনা প্রকল্পের জন্য প্রায় ১৩ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর কারণ একটাই যাতে সেই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষেরা কোনভাবে পিছিয়ে না থাকে।

 

আবেদন প্রক্রিয়া ও লাস্ট ডেট

এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া বা আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কথামতো খুব শীঘ্রই সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে।

 

এই প্রকল্পের ৭ টি সুবিধা

এই প্রকল্পের ৭ টি সুবিধা হল- 

১) প্রথমে নাম নথিভুক্ত কারীদের একটি স্কিল ট্রেনিং দেওয়া হবে।

২) ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে শিক্ষার্থীদের।

৩) এছাড়াও অগ্রিম যন্ত্রপাতি কেনার জন্য ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যে দেওয়া হবে সরকার।

৪) ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে এই প্রকল্পের দ্বারা।

৫) ঋণ পাওয়া যাবে সহজ কিস্তিতে দুটি আলাদা বছরে। প্রথম পর্বে দেওয়া হবে প্রথম ১ লক্ষ টাকা যা শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ১৮ মাস।

৬) আর দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে বাকি ১ লক্ষ টাকা, যেটি শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ৩০ মাস পর্যন্ত।

৭) এছাড়া লোনের টাকা রি-পেমেন্ট করার সময় প্রতি লেনদেন মারফত ১ টাকা করে ক্যাশব্যাক প্রদান করবে সরকার কর্তৃপক্ষ।

আধার কার্ডের সাথে, কোন কোন ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক আছে, চেক করুন

Chakrir Khobor 24/7: নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কি করে আধার কার্ড লিঙ্ক করবেন, অনলাইনে। বর্তমানে আপনার আধার কার্ডের সাথে, কোন কোন ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক আছে, সেটা কি করে চেক করবেন? এবং যেই Bank Account Link আছে সেটা কি করে আপনি চেঞ্জ করতে পারবেন সেটাই পোস্টের মাধ্যমে আপনাদের বলবো।

 

আজকে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো

1. আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক কোন লিংক আছে কিভাবে চেক করবেন?
2. Bank Account পরিবর্তন করতে চাইলে কি করবেন?
3. কত দিনের মধ্যে Bank Account চেঞ্জ হয়ে যাবে?

 

1. আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক কোন লিংক আছে কিভাবে চেক করবেন?

• প্রথমে আধার কার্ডের অফিসের ওয়েবসাইটে ভিজিট করবেন –https://uidai.gov.in

• এখানে চলে আসার পর ‘Chack Aadhaar/Bank Linking Status‘ অপশনে ক্লিক করবেন,

• এরপর আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন,

• তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইলে OTP যাবে সেটা বসিয়ে Submit করবেন,

• এরপর আপনার সামনে আধার কার্ডের সঙ্গে কোন Bank Account Link আছে আপনার সামনের Show হয়ে যাবে ।

 

2. Bank Account পরিবর্তন করতে চাইলে কি করবেন?

• বর্তমানে আধার কার্ডের সঙ্গে যেই Bank Account Link আছে সেটা যদি পরিবর্তন করতে চান, তাহলে যেই নতুন ব্যাংক লিঙ্ক করতে চান, সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন ।

• অথবা Google এ সার্চ করবেন (Bank Name) এবং NPCI Link

• সার্চ করার সঙ্গে সঙ্গে ব্যাংকের আধার লিংক এর অপশন Open হয়ে যাবে ।

কতগুলি Online-এ আধার লিঙ্ক করার জন্য ব্যাংকের নাম 

Panjab Natinal Bank Click Here
Bank Of Boroda Click Here
Indian BankClick Here 

উপরে দেওয়া তিনটি ব্যাংক একাউন্ট ছাড়া, আর যত ব্যাংক আছে, সবগুলি অনলাইনে লিঙ্ক করতে পারবেন না, সেগুলি অফলাইনে লিঙ্ক করতে হবে ।

  • সেই জন্য এই PDF প্রথমে ডাউনলোড করবেন – Click Here
  • SBI KYC From – Download

এই PDF দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে যেই ব্যাংকটি লিঙ্ক করতে চান, সেই ব্যাংকে গিয়ে এই ফর্মটা জমা করে দিয়ে আসতে হবে। এবং সঙ্গে আধার কার্ডের জেরক্স Attached করে জমা করে আসলেই 7 থেকে 15 দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে এই নতুন Bank Account Link হয়ে যাবে ।

 

3. কত দিনের মধ্যে নতুন ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক/চেঞ্জ হয়ে যাবে?

লিঙ্ক করার পর 7 থেকে 15 দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে Bank Account লিঙ্ক হয়ে যাবে । আশা করি বুঝতে পেরেছেন, যে কিভাবে আধার কার্ডের সঙ্গে নতুন ব্যাংক লিঙ্ক করবেন, এবং কিভাবে বুঝবেন যে বর্তমানে আধার কার্ডের সঙ্গে কোন Bank Account যুক্ত আছে ।

উচ্চমাধ্যমিক পাশে, স্টেনোগ্রাফার পদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

Chakrir Khobor 24/7: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্স- থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন জেনে নিই, কিভাবে আবেদন করবেন? কোন কোন পদে নিয়োগ চলছে? শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি সম্পর্কে।

 

পদের বিবরন

বিজ্ঞপ্তি নম্বর- A.12022/1/2023-Estt.

১) পদের নাম– STENOGRAPHER

মোট শুন্যপদ- ৭টি, 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং স্টেনোগ্রাফির যোগ্যতা থাকা চাই। 

 

২) পদের নাম– JUNIOR ASSISTANT

মোট শুন্যপদ- ২৪টি, 

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটার নলেজ থাকা চাই। 

এছাড়াও, উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় এই সমস্ত পদে নিয়োগ চলছে- DEPUTY DIRECTOR (MEDICAL), LAW OFFICER, JUNIOR PROGRAMMER, JUNIOR ACCOUNTANT .

 

বয়স- প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।

বয়সের ছাড়- সরকারি নিয়মানুসারে SC/ST কাস্টের আবেদনকারীরা ৫ বছর এবং OBC কাস্টের আবেদনকারীরা ৩ বছর, বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

 

প্রার্থী বাছাই পদ্ধতি

Stage-I– Computer Based Test (CBT) ২০০টি প্রশ্ন, ২০০ নম্বর পরীক্ষা হবে। ১৮০ মিনিট সময় পাবেন। নেগেটিভ মার্ক-0.25।
Stage-II– Computer Knowledge/Skill Test১০০ নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ৭৫ মিনিট।

 

সিলেবাস

SubjectMarks per itemNo. of items
General Intelligence & Reasoning150
General Awareness150
Quantitative Aptitude 150
English Comprehension150
Total 4200

 

আবেদন পদ্ধতি

১/ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে,

২/ প্রথমে, নীচের লিঙ্কে ক্লিক করে, অফিশিয়াল ওয়েবসাইট যাবেন,

৩/ এরপরে, নিজের নামন ব্যাক্তিগত তথ্য, ইমেল আইডি, ফোন নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করবেন,

৪/ ফর্ম ফিলাপ করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন এবং আবেদন ফি পেমেন্ত করবেন,

৫/ ফর্ম ফিলাপ হয়ে গেলে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন।

 

আবেদন ফি- UR/OBC কাস্টের শুধুমাত্র ছেলেদের জন্য ১৫০০/- টাকা + 18% GST আবেদন ফি ধার্য্য করা হয়েছে, SC/ST/PwBD/Women প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশ২১-০৯-২০২৩
আবেদন শুরু৩০-০৯-২০২৩
আবেদন শেষ২০-১০-২০২৩

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌐 Apply LinkClick Here

স্টেট ব্যাঙ্কে ৫ হাজার শুন্যপদে, ‘ক্লার্ক’ নিয়োগ, শিক্ষাগত যোগ্যত, বেতন বয়স?

SBI Clerk Recruitment: কিছুদিনের মধ্যেই ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) তরফ থেকে এক বিরাট শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলছে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরব। 

 

SBI Clerk Recruitment:

  • Post Name
  • Notification
  • Vacancy
  • Qualification
  • Age limit
  • Selection Process
  • Exam Pattern
  • Cut of
  • Salary

 

Post Name:

SBI Clerk

 

Notification Out:

1st week October, 2023

 

Vacancy:

Total 5000+

 

Educational Qualification:

Graduation Pass

 

Age limit:

  • General- 20 to 28 years
  • OBC- 20 to 31 years
  • SC/ST- 20 to 33 years
  • PWBD- Extra 10 years (UR), Extra 13 years (OBC), Extra 15 years (SC/ST)

 

Selection Process:

  • Preliminary Exam
  • Mains Exam
  • Interview
  • Document Verification 

 

Exam Pattern:

1) Preliminary Exam Pattern:

SubjectNo of questionNo of marksDuration
English language303020 min
Numerical Ability353520 min
Reasoning Ability353520 min
Total1001001 hour

 

Note: The exam language is English and negative marking is 0.25

 

2) Mains Exam Pattern:

SubjectNo of questionNo of marksDuration
General/ Financial Awareness505035 min
General English404035 min
Quantitative Aptitudes505045 min
Reasoning Ability & Computer Aptitudes506045 min
Total1902002 hr 40 min

 

Note: The exam language is English and negative marking is 0.25

 

Previous Year Cut off:

StateYearGenOBCSCSTEWS
WB202179.757664.756179.75
WB202278.572.257160.7571.5

 

Salary:

  • Basic Pay- 19,900/-
  • DA- 10,122/-
  • HRA- 2091/-
  • TA- 600/-
  • SA- 3263/-
  • SPN- 500/-
  • Gross Salary- 36,476/-
  • Pension Fund Deduction- 2890/-
  • In Hand Salary- 33,586/-

কোচিন শিপয়ার্ডে বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে স্টাইপেন্ড

Chakrir Khobor 24/7: মাধ্যমিক শিক্ষাপ্রাপ্ত বিদ্যার্থীদের জন্য সুখবর! সম্প্রতি, কোচিন শিপয়ার্ড লিমিটেড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে প্রায় ৩০০ টি শূন্যপদে I.T.I Apprentice নিয়োগ করতে চলেছে এই প্রতিষ্ঠানটি। এই সংস্থা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত করার সুযোগ দিচ্ছে। এই সুযোগের জন্য আবেদন করতে, আপনার শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আজকের প্রতিবেদনে।

 

পদের বিবরন

বিজ্ঞপ্তি নম্বর- P&A/6(140/21

পদের নাম– ITI Trade Apprentice, Technician (Vocational) Apprentice

যে সমস্ত ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে সেগুলি হল- ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, ম্যাকিনিস্ট, ইলেকট্রনিক ম্যাকিনিস্ট, ইনস্ট্রুমেন্ট ম্যাকিনিস্ট, ড্রাফটসম্যান, পেইন্টার, প্লাম্বার ইত্যাদি।

মোট শূন্যপদ- ৩০০ টি আইটিআই অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ আছে, এবং ভোকেশনাল অ্যাপ্রেন্টিসের মোট শূন্যপদ ৮ টি আছে। সরকারি নিয়ম অনুযায়ী শ্রেণীতে চাকরিপ্রার্থীদের সংরক্ষণের ব্যবস্থা আছে।

শিক্ষাগত যোগ্যতা- প্রশিক্ষণের জন্য আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সাথে, সংশ্লিষ্ট ট্রেডগুলির মধ্যে একটিতে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রদান করা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ভোকেশনাল প্রশিক্ষণের জন্য ভোকেশনাল বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়স সীমা- ৪ অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী, প্রত্যেক আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

মাসিক স্টাইপেন্ড- আইটিআই অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক ৮০০০/- টাকা এবং ভোকেশনাল অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক ৯০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।

 

আবেদন পদ্ধতি 

ইচ্ছুক এবং যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। এই সাথে, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.cochinshipyard.com ভিজিট করতে হবে। তারপর নির্দিষ্ট উইন্ডো থেকে নির্দেশ অনুযায়ী স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ২০ সেপ্টেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখ৪ অক্টোবর, ২০২৩

 

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌐 Official WebsiteApply Now

রাজ্যের স্কুলে ‘এডুকেশন সুপারভাইজার’ নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

Chakrir Khobor 24/7- ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্স কর্পোরেশন (WBMDFC) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে রাজ্যের স্কুল এডুকেশন সুপারভাইজার পদে চাকরির সুযোগ আছে। এই পদে মোট ৬ টি শূন্যপদ আছে। এই পোস্টের জন্য আবেদন করতে সম্পূর্ণ ভারতীয় নাগরিকদের সুযোগ আছে, যেহেতু সেটি পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে।

 

পদের বিবরন

বিজ্ঞপ্তি নম্বর- 4055/1-MDC/Reco/Eng/ES-15

পদের নাম- এডুকেশন সুপারভাইজার

মোট শূন্যপদ- ৬ টি

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস এবং কম্পিউটার কাজে অভিজ্ঞতা সহ, চাকরিপ্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, আবেদনকারীদের এই পদের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট মাইনোরিটি কমিউনিটির সদস্য হতে হবে।

বয়স সীমা- ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুয়ায়ী আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে।

 

আবেদন পদ্ধতি

 চাকরিপ্রার্থীদের কোন আলাদা আবেদন পত্র জমা দিতে হবে না। চাকরিপ্রার্থীদের তাদের স্বয়ংক্রিয়ভাবে ইন্টারভিউ দিতে হবে, যেখানে তাদের সাম্প্রতিক বয়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রমাণপত্র, বয়স সংক্রান্ত প্রমাণপত্র, এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল নিয়ে আসতে হবে।

 

ইন্টারভিউ ডিটেইলস

ইন্টারভিউ ঠিকানা- ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট এবং ফাইন্যান্স কর্পোরেশনের কার্যালয়, AMBER, DD-27/E সেক্টর- 1, সল্ট লেক, কোলকাতা-700064

ইন্টারভিউ তারিখ– ৪ এবং ৫ অক্টোবর, ২০২৩।

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌐 Official WebsiteClick Here

নিজের গ্রাম পঞ্চায়েতে ‘ট্যাক্স কালেক্টর’ নিয়োগ, মাধ্যমিক পাশে

Chakrir Khobor 24/7: আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? সরকারি চাকরি খুজছেন? তাহলে, আপনার জন্য রয়েছে দারুন সুখবর। গ্রাম পঞ্চায়েতে ০১ (এক) জন কর আদায়কারী (Tax Collector) নিয়োগ করা হচ্ছে। আজকের এই আর্টিকেলে এই পোষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব।

 

বিজ্ঞপ্তি নম্বর /Deb/2023, Dated: 27.09.2023

এতদ্বারা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীবৃন্দকে জানানো যাইতেছে যে, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ০১ (এক) জন কর আদায়কারী (Tax Collector) নেওয়া হইবে। আদেশনামা No. 2070/pn/0/111/2a-78/04, Date:27/05/2005 অনুযায়ী। দেবানন্দপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়া মহকুমার চুঁচুড়া মগরা সিডি ব্লকের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত।

 

উক্ত কর আদায়কারী পদে কাজ করিতে ইচ্ছুক ব্যক্তিগনের নিকট হইতে নিম্নলিখিত শর্তপূরনের মাধ্যমে আবেদন করিবার জন্য জানানো হইল। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, কর আদায়কারী পদটি কোন স্থায়ী পদ নয়। সরকার নির্ধারিত ভাতা ও আদায়কৃত করের কমিশন বাবদ কর আদায়কারী পারিশ্রমিক পাইয়া থাকে এবং প্রতি ০২ (দুই) বৎসর অন্তর চুক্তিপত্র নবীকরন হয়।

 

আবেদনের শর্ত:

১) আবেদনকারীকে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়তের স্থায়ী বাসিন্দা হইতে হইবে।

২) আবেদনকারীকে সাইকেল চালাতে জানতে হইবে।

৩) ০১.০১.২০২৩-তে আবেদনকারীর বয়স ২৫ বৎসর এর উর্দ্ধে হইতে হইবে।

৪) আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হইতে হইবে।

৫) আবেদনকারীর গ্রাম পঞ্চায়েতে No work No Pay কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হইবে।

৬) আবেদনপত্র আগামী ইং-27/09/23 হইতে 06/10/23 তারিখ পর্যন্ত জমা নেওয়া হইবে। (ছুটির দিন বাতীত) সময়- সকাল ১১.০০ হইতে বিকেল ৩.০০ পর্যন্ত।

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ27/09/23
আবেদনের শেষ তারিখ06/10/23

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload

 

কেন্দ্র সরকারের ১৫ লক্ষ শুন্যপদে চাকরির ট্রেনিং, প্রতিমাসে স্টাইপেন্ড

Chakrir Khobor 24/7: কেন্দ্র সরকার বেকার ছেলেমেয়েদের এপ্রেন্টিস ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে । যেকোন শিক্ষাগত যোগ্যতায় আপনি এখানে ট্রেনিং নিয়ে এবং কাজ শিখে চাকরি পেতে পারেন, এমনকি নিজের ব্যবসাও করতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। 

 

পদের বিবরন

পদের নাম- এপ্রেন্টিস ।

শিক্ষাগত যোগ্যতা- পদ অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা । যেমন ITI ট্রেডে এপ্রেন্টিস ট্রেনিং নেবার জন্য আপনাকে ITI পাশ করতে হবে । তেমনই নন-টেকনিক্যাল পদগুলিতে আপনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন । আবেদন করার সময় কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা দেখে নিয়ে আবেদন করবেন ।

বয়স- নূন্যতম ১৫ বছর বয়স হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন ।

ট্রেনিং এর মেয়াদ- ১২ মাস ১৫ মাস ও ২৪ মাসের ট্রেনিং এখানে দেওয়া হয় ।

স্টাইপেন্ড- এপ্রেন্টিস ট্রেনিং এর নিয়মানুসারে আপনি স্টাইপেন্ড পাবেন । মাসে ৭,০০০/- টাকা থেকে ১২,০০০/- টাকার মধ্যে পদ হিসেবে স্টাইপেন্ড পাবেন ।

 

কি কি পদে ট্রেনিং দেওয়া হচ্ছে?

এখানে বিভিন্ন পদে ট্রেনিং দেওয়া হয় । বর্তমানে এখানে নীচের এই সমস্ত পদে সারা ভারতে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমন- 

  1. Domestic Data Entry Operator V 2.0
  2. Computer Operator And Programming Assistant
  3. Electrician
  4. Wireman
  5. Fitter
  6. Pick And Place Assembly Operator
  7. Assistant Lab Technician – Food And Agricultural Commodities
  8. Machinist
  9. Cnc Operator/machining Technician L3
  10. Rubber – Pneumatic Tyre Moulding Technician
  11. Retail Sales Associate – V2
  12. Mechanical Fitter
  13. Automotive Quality Control Inspector

 

বর্তমানে পশ্চিমবঙ্গে কি কি পদে ট্রেনিং দেওয়া হচ্ছে?

  1. Fitter – Mechanical Assembly
  2. Fitter
  3. Sewing Machine Operator – Knits (Amh/q0305)
  4. Store Assistant-life Sciences
  5. Telesales Executive-life Sciences
  6. Packer
  7. Computer And Peripherals Hardware Repair And Maintenance Mechanic
  8. Office Operations Executive (Back Office)
  9. Mechanic Electrical Instruments
  10. Crm Domestic Voice V2
  11. Mechanic Refrigeration And Air Conditioning
  12. Retail Trainee Associate
  13. Welder (Gas & Electric)
  14. Apprentice Food And Beverage Service (Stewardship)

এছাড়াও আরও বিভিন্ন পদ রয়েছে । আপনি ওয়েবসাইট থেকে দেখে নেবেন ।

 

চাকরি

এপ্রেন্টিস ট্রেনিং করার পরে আপনাকে ১০০% চাকরি দেবে এমন কোন গ্যারান্টি নেই । ট্রেনিং কমপ্লিট হবার পর আপনি সার্টিফিকেট পাবেন, এবং ট্রেনিং সংস্থা জব ক্যাম্পেনিং এর ব্যবস্থা করবে। এছাড়াও বিভিন্ন প্রাইভেট কোম্পানির সাথে টাই-আপ করে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবে । কিন্তু আপনি চাকরি পাবেন কিনা, সেটা নির্ভর করে আপনার ইন্টারভিউ এবং যোগ্যতার উপর ।

 

আবেদন পদ্ধতি

আপনাকে এখানে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে আপনাকে লোকেশন বেছে নিতে হবে (যদি আপনি পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেনিং নিতে চান, তাহলে আপনাকে West Bengal স্টেট বেছে নিতে হবে ) এবং তারপর আপনি দেখতে পাবেন আপনার বেছে নেওয়া লোকেশন বর্তমানে কোন কোন পদে ট্রেনিং দেওয়া হচ্ছে । সেই লিস্ট থেকে আপনি আপনার পছন্দের ট্রেনিং নেয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ।


Important Links

🌐 Official WebsiteClick Here
🌐 Apply NowClick Here

 

অক্টোবর মাসের প্রথম সপ্তায় কোন কোন সরকারি চাকরির আবেদন চলছে?

October Month Govt Job: আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব অক্টোবর মাসের প্রথম সপ্তায় কি কি সরকারি চাকরির আবেদন চলছে। এর সঙ্গে জানিয়ে দেব চাকরিগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, সিলেকশন প্রসেস ইত্যাদি বিষয়গুলি। সবকিছু জানতে প্রতিবেদনটি শেষ অবধি পরুন। 

 

1) WBPSC Fishary Field Assistant Recruitment:

Post Name: Fishary Field Assistant

Vacancy: Total 50

Educational Qualification: 3 years Bachelor’s degree in Science with Industrial Fish and Fisheries as a major or vocational subject from a recognized University.

Age limit: Not more than 39 years

Salary: 27,000 to 69,800 

Selection Process:

  • Written Examination
  • Interview

 Application Process: 

          Onlinehttps://wbpsc.gov.in/

Fees: 160/- only for general & OBC 

Last date: 1 november, 2023

 

2) WBPSC Medical Officer Recruitment:

Post Name: General Duty Medical Officer

Vacancy: Total 300

Educational Qualification:

  • Minimum MBBS Degree
  • Simple Knowledge in bengali

Age limit:

  • MBBS Graduate- 18 to 36 years, OBC- over 3 years & SC/ST- over 5 years
  • Post Graduate- 18 to 40 years, , OBC- over 3 years & SC/ST- over 5 years

Salary: 22,700 to 58,500 per month

Selection process:

  • Written Examination
  • Interview

Application Process:

         Online- https://wbpsc.gov.in

Fees: 220/- only for general & OBC 

Last date: 12 october, 2023

 

3) WBPSC Assistant Translator Recruitment:

Post Name: Assistant Translator bengali/nepali/santhali

Vacancy: Total 14

Educational Qualification: Graduation honors degree in english/nepali/bengali/santhali

Age limit: Maximum age limit 39 years

Salary: 32.100 to 82,900 per month

Selection process:

  • Written Examination
  • Interview

Application Process:

         Online- https://wbpsc.gov.in

Fees: 160/- only for general & OBC 

Last date: 24 october, 2023

 

4) SBI Specialist Officer Recruitment:

Post Name: Specialist Cadre Officer

Vacancy: Total 439

Educational Qualification: B.E/ B.Tech, MCA. M.Tech/M.Sc in relevant displine 

Age limit: Maximum age limit 32 years

Salary: Various depend on post

Application Process:

         Online- https://www.sbi.co.in

Fees: 750/- only for general & OBC 

Last date: 06 october, 2023

 

5) WB Primary TET Recruitment:

Post Name: WB Primary Teacher TET Exam

Vacancy: NA

Educational Qualification: 

  • HS Pass with 50% marks
  • Two years of diploma in elementary education (D.El.Ed)/ four years of bachelor of elementary education (B.El.Ed)/ Diploma in education (Special education), recognised by the (RCI)

Age limit: NA

Salary: NA

Application Process: Online

Fees:

  • General- 500/-
  • OBC-A/OBC-B- 400/-
  • SC/ST/EWS- 250/-

Last date: 04 october, 2023

 

6) RBI Assistant Recruitment:

Post Name: Assistant

Vacancy: Total 450

Educational Qualification: Graduation Pass

Age limit: 20 to 28 years

Salary: 50,000/- per month

Application Process:

         Online- https://www.rbi.org.in

Fees: 

  • UR/OBC/EWS- 450/-
  • SC/ST/PWD- 50/-

Last date: 04 october, 2023

 

7) Malda Dictrict Court Stenographer Recruitment:

Post Name: 

  • English Stenographer Grade- II
  • English Stenographer Grade- III

Vacancy: Total 6

Educational Qualification: 

  • English Stenographer Grade II- Graduation Pass
  • English Stenographer Grade III- Madhyamik Pass

Age limit: 18 to 39 years

Salary: 

  • English Stenographer Grade II- 37,100 to 95,500/-
  • English Stenographer Grade III- 32,100 to 82,900/-

Application Process:

         Online- https://www.malda.gov.in

Fees: 

  • UR/OBC/- 800/-
  • SC/ST/PWD- 600/-

Last date: 12 october, 2023

 

8) Civilian Defence Group C Recruitment:

Post Name: 

  • MTS- Messenger (Malti Tasking Staff)
  • MTS- Daftary (Malti Tasking Staff)
  • MTS- Gardener (Malti Tasking Staff)
  • Cook
  • Washerman
  • Mazdoor

Vacancy: 

  • MTS- Messenger- 13
  • MTS- Daftary- 03
  • MTS- Gardener- 01
  • Cook- 02
  • Washerman- 02
  • Mazdoor- 03

Educational Qualification: 

  • Madhyamik pass 
  • 1 year experience in relevant field.
  • For Cook post- must have knowledge of Indian cooking

Age limit: 

  • General- 18 to 25 years
  • OBC- 18 to 28 years
  • SC/ST- 18 to 30 years

Salary: 

  • For all post- Level 1- Rs 18000- 56900/-
  • For Cook post- Level 2- Rs 19900- 63200/-

Selection process: 

  • Written Examination
  • Skill test

Application Process:

         Online- https://www.hqscrecruitment.in/

Fees: Free

Last date: 08 october, 2023

 

9) Railway Apprentice Recruitment:

Post Name: Apprentices

Vacancy: Total 3115

Educational Qualification: 

  • Madhyamik pass with 50% marks
  • ITI Pass

Age limit: 

  • General- 15 to 24 years
  • OBC- 15 to 27 years
  • SC/ST- 15 to 29 years

Salary: Monthly stipend due training  

Selection process: 

  • Academic qualification
  • Document verification
  • Medical test

Application Process:

         Online- https://rrcrecruit.co.in/

Fees: 

  • General/OBC/EWS- 100/-
  • SC/ST/Women- Free

Last date: 26 october, 2023

স্টেট ব্যাঙ্কে প্রচুর স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশে 2023

Chakrir Khobor 24/7: সরকারি চাকরি উপাভোক্তাদের জন্য একটি সুখবর! SBI ব্যাংক প্রতিষ্ঠান সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা সহজে আবেদন করতে পারবে।

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন পূর্ণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার আধিকারিক বিজ্ঞপ্তি অবশ্যই ডাউনলোড করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব বিবরণ পরীক্ষা করুন, তাতে নিজের দায়িত্বে আবেদন করুন।

নিয়োগকারী সংস্থাState Bank of India (SBI)
পদের নাম CONTROL ROOM OPERATORS, ARMOURERS
মোট শূন্যপদ১০৭টি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শেষ তারিখ05-10-2023

 

পদের বিবরন

১/ পদের নাম- CONTROL ROOM OPERATORS

শিক্ষাগত যোগ্যতা – এই SBI নতুন নিয়োগ 2023 পদে আবেদন করতে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং পাশের নাম্বারে সর্বনিম্ন ৫০% মার্কস অথবা স্নাতক ডিগ্রি পাস হলেও এখানে আবেদন করা যাবে। এছাড়া, শারীরিকভাবে স্বাস্থ্যবল্য হতে হবে প্রার্থীদের, তাহলে এখানে আবেদন করা যাবে।

মাসিক বেতন – আপনি SBI নতুন নিয়োগ 2023 পদে আবেদন করলে এবং নির্বাচিত হলে, আপনার বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। এই বেতন স্কেল হলো: 17900- 1000/3 – 20900 – 1230/3- 24590- 1490/4- 30550- 1730/7- 42600- 3270/1- 45930- 1990/1- 47920।

শূন্যপদ – এই পদে মোট ৮৯ জন কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করার সময় আবশ্যক তারিখ হলো ০১.০৮.২০২৩, এই তারিখের মধ্যে বয়স নির্ধারণ করতে হবে।

 

২/ পদের নাম – ARMOURERS

শিক্ষাগত যোগ্যতা – এই নিয়োগে যেসব আবেদনকারীরা যাতে আবেদন করতে পারে, তাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া, শারীরিকভাবে স্বাস্থ্যবল্য হতে হবে আবেদনকারীদের, তাদের SBI নতুন নিয়োগ 2023 পদে আবেদন করার জন্য।

মাসিক বেতন – এই পদে আবেদন করলে এবং নির্বাচিত হলে, আপনাদের বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে, যা হলো: ১৭,৯০০- ১,০০০/৩ – ২০,৯০০ – ১,২৩০/৩- ২৪,৫৯০- ১,৪৯০/৪- ৩০,৫৫০- ১,৭৩০/৭- ৪২,৬০০- ৩,২৭০/১- ৪৫,৯৩০- ১,৯৯০/১- ৪৭,৯২০।

শূন্যপদ – এই নিয়োগে মোট ১৮ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য বয়সের সীমা ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করার সময় অবশ্যই ০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করতে হবে।

 

নিয়োগ পদ্ধতি

এখানে নিয়োগ পদ্ধতি দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমটি, অনলাইন পরীক্ষা এবং দ্বিতীয়টি, যে সঠিক এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য ইন্টারভিউ এর মাধ্যমে সঞ্চয় হবে।

 

আবেদন মূল্য

এখানে আবেদন করতে কোন ধরনের আবেদন মূল্য প্রয়োজন হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

 

কীভাবে আবেদন করতে হবে?

১) এখানে আবেদন করতে প্রথমে অনলাইনে সাইটে যাওয়া হবে।

২) তারপরে, সরবরাহের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।

৩) এরপর, নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে।

৪) তারপরে, আপনার দরপত্র ডকুমেন্টগুলি সাইজ মেলানো হলে তা আপলোড করতে হবে।

৫) সর্বশেষতঃ, নির্দিষ্ট তারিখ এবং সময় মধ্যে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৬) অধিক জানতে, সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করুন এবং নিজের দায়িত্বে আবেদন করুন।

 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত 06-09-2023
আবেদন শুরু 06-09-2023
আবেদন শেষ 05-10-2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটsbi.co.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
🌐 Apply OnlineClick Here