PM Vishwakarma Yojana Benefits: বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকা হস্তশিল্পীদের জন্য সুবিধার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। সমস্ত দেশবাসী, যাঁরা চিরাচরিত নানা শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পটিতে খুব সামান্য পরিমাণ সুদে তিন লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ পাবেন এই শিল্পীরা। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্পের ৭ টি গুরুত্বপূর্ণ সুবিধা তুলে ধরব।
কারা পাবেন টাকা?
এই প্রকল্পের আওতায় মূলত দেশের যেসমস্ত দিনমজুর এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষ তারাই সুবিধা লাভ করতে পারবেন। যেমন স্বর্ণকার, কর্মকার, নাপিত, ধোপা ইত্যাদি শ্রেণীর মানুষদের জন্যই এই প্রকল্পের সূচনা। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এই সকল অনগ্রসর শিল্পীদের কল্যাণের উদ্দেশ্যে ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে সমস্ত মানুষেরা কোন কলোনি, কুঁড়েঘর, বস্তি বা ভাড়াবাড়ি ইত্যাদিতে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। সব মিলিয়ে নতুন এই বিশ্বকর্মা যোজনা প্রকল্পের জন্য প্রায় ১৩ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর কারণ একটাই যাতে সেই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষেরা কোনভাবে পিছিয়ে না থাকে।
আবেদন প্রক্রিয়া ও লাস্ট ডেট
এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া বা আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কথামতো খুব শীঘ্রই সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে সমস্ত তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে।
এই প্রকল্পের ৭ টি সুবিধা
এই প্রকল্পের ৭ টি সুবিধা হল-
১) প্রথমে নাম নথিভুক্ত কারীদের একটি স্কিল ট্রেনিং দেওয়া হবে।
২) ট্রেনিং চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে শিক্ষার্থীদের।
৩) এছাড়াও অগ্রিম যন্ত্রপাতি কেনার জন্য ১৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যে দেওয়া হবে সরকার।
৪) ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে এই প্রকল্পের দ্বারা।
৫) ঋণ পাওয়া যাবে সহজ কিস্তিতে দুটি আলাদা বছরে। প্রথম পর্বে দেওয়া হবে প্রথম ১ লক্ষ টাকা যা শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ১৮ মাস।
৬) আর দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে বাকি ১ লক্ষ টাকা, যেটি শোধ করার মেয়াদ থাকবে সর্বাধিক ৩০ মাস পর্যন্ত।
৭) এছাড়া লোনের টাকা রি-পেমেন্ট করার সময় প্রতি লেনদেন মারফত ১ টাকা করে ক্যাশব্যাক প্রদান করবে সরকার কর্তৃপক্ষ।