Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরিরাজ্যে হোমগার্ড নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে - WB Homeguard Niyog 2023

রাজ্যে হোমগার্ড নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে – WB Homeguard Niyog 2023

হোমগার্ড নিয়োগ:- রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। কালী ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্যে একাধিক হোমগার্ড পদে নিয়োগ হতে চলেছে। যেখানে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন।

(হোমগার্ড নিয়োগ) চলুন জেনে নিই, কবে নাগাদ নিয়োগ হবে? কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতাই বা কি লাগবে? A to Z সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি, আজকের এই আর্টিকেলে ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

নিয়োগকারী সংস্থা West Bengal Police
পদের নাম অস্থায়ী হোমগার্ড নিয়োগ
শুন্যপদ Total 1250
লাস্ট ডেট
আবেদন পদ্ধতি অফলাইনে

 

পদের বিবরন (হোমগার্ড নিয়োগ)

পদের নাম- এখানে যেই পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল – অস্থায়ী হোমগার্ড ।

শুন্যপদ- এখানে মোট ১২৫০ জনকে নিয়োগ করা হচ্ছে ।

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, প্রতিদিন ৫৮৭/- টাকা করে মাইনে পাবেন। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

 

শিক্ষাগত যোগ্যতা ও বয়স (হোমগার্ড নিয়োগ)

এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

সেরা খবর-  কেন্দ্রীয় কৃষি দপ্তরে ক্লার্ক, MTS নিয়োগ, মাধ্যমিক পাশে - CAU Imphal Recruitment 2023

বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

 

কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?

কালী আর জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে অস্থায়ী হোমগার্ড নিয়োগের ঘোষণা মমতার । অস্থায়ী হোমগার্ডে পদে নেওয়া হবে ১২৫০ জনকে। প্রত্যেকদিন ৫৮২ টাকা করে পাবেন তাঁরা। নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দফতর। কালীপুজো বিসর্জন এবার ৩ দিন। ১৩,১৪ ও ১৫ নভেম্বর।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ফের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। দীপাবলি উৎসবের মরশুমেই সারা হবে এই নিয়োগ কর্মসূচি। সম্প্রতি এমনই ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মায়ের পুজোয় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।” এরপরই নয়া নিয়োগ কর্মসূচির ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাজারেরও বেশি শূন্যপদে অস্থায়ী হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সেরা খবর-  কৃষি দপ্তরে অদক্ষ স্টাফ নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে - Soil Testing Laboratory Recruitment 2023

কিভাবে আবেদন করবেন?

আপনাকে আপনার নির্দিষ্ট থানায় গিয়ে যোগাযোগ করতে হবে। যেহেতু এই নিয়োগ শুধুমাত্র কালী আর জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলানোর জন্য, তাই আপনার এলাকার থানার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এর সাথে এও মনে রাখবেন এই চাকরি সম্পূর্ণরূপে অস্থায়ী, পুজো মিটলে আপনার চাকরিও আর থাকবে না।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -