হোমগার্ড নিয়োগ:- রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। কালী ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্যে একাধিক হোমগার্ড পদে নিয়োগ হতে চলেছে। যেখানে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
(হোমগার্ড নিয়োগ) চলুন জেনে নিই, কবে নাগাদ নিয়োগ হবে? কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতাই বা কি লাগবে? A to Z সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি, আজকের এই আর্টিকেলে ।
নিয়োগকারী সংস্থা | West Bengal Police |
পদের নাম | অস্থায়ী হোমগার্ড নিয়োগ |
শুন্যপদ | Total 1250 |
লাস্ট ডেট | — |
আবেদন পদ্ধতি | অফলাইনে |
পদের বিবরন (হোমগার্ড নিয়োগ)
পদের নাম- এখানে যেই পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল – অস্থায়ী হোমগার্ড ।
শুন্যপদ- এখানে মোট ১২৫০ জনকে নিয়োগ করা হচ্ছে ।
বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, প্রতিদিন ৫৮৭/- টাকা করে মাইনে পাবেন। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স (হোমগার্ড নিয়োগ)
এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৩৫ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।