WBPSC Food SI Recruitment 2023
(WBPSC) ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন Food SI পদে চাকরির বিজ্ঞপ্তির একটি শর্ট নোটিশ প্রকাশ করেছে। যে নোটিশ দেখে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই Food SI পদে অফিশিয়াল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। WBPSC Food SI Recruitment 2023 এর লক্ষ্য হল খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে গ্রেড-3 এর প্রার্থীদের নিয়োগ করা।
WBPSC Food SI Recruitment 2023 Overview
নিয়োগকারী সংস্থা | WBPSC |
পদের নাম | Food Sub-Inspector (SI) |
আবেদন পদ্ধতি | অনলাইন |
প্রার্থী বাছাই পদ্ধতি | লিখিত পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
Short Notice Releasing Date | 10/05/2023 |
পদের বিবরন
পদের নাম- Food Sub-Inspector (SI)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের উর্ধসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন- প্রতিমাসে ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা সাথে অন্যান্য সুবিধা।
সিলেকশন প্রসেস- MCQটাইপের লিখিত পরিক্ষা হবে ১০০ নম্বরের, যারা এই পরীক্ষায় পাশ করবেন তাদের ২০ নম্বরের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। WBPSC এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এরপরে ফোটো, সিগনেচার আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ করবেন।
আবেদন ফি- UR/ OBC প্রার্থীদের জন্য ১১০/- টাকা এবং SC/ST প্রার্থীদের কোনপ্রকার ফি দিতে হবে না।
Important Links
Short Notice | Download |
Official Website | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |