Wednesday, May 31, 2023

রাজ্যের প্রতিটি জেলায় একাধিক ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি। লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ।

জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত প্রকল্পে একাধিক ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কমিশন। সংশ্লিষ্ট শূন্যপদে রাজ্যের যেকোনো জেলায় বসবাসকারী চাকরিপ্রার্থীরা নিজেদের জেলাতেই চাকরির আবেদন জানাতে পারবেন। নীচে জায়গা/জেলার নামসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তির সারমর্ম সুবিধাজনক আকারে আলোচনা করা হলো।

 

নিয়োগকারী সংস্থা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।

 

পদের বিবরণী

পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর।

মোট শূন্যপদ : ৩৪ টি।

 

স্থান অনুযায়ী শূন্যপদ :

জায়গা/জেলার নাম শূন্যপদের সংখ্যা
1. State HQ 6 টি।
2. Alipurduar 1 টি।
3. Bankura 1 টি।
4. Basirhhat HD 1 টি।
5. Birbhum 1 টি।
6. Bishnupur 1 টি।
7. Dakshin Dinajpur 1 টি।
8. Darjeeling GTA 1 টি।
9. Darjeeling SMP 1 টি।
10. Diamond Harbour 1 টি।
11. Hooghly 1 টি।
12. Howrah 1 টি।
13. Jalpaiguri 1 টি।
14. Jhargram 1 টি।
15. Kalimpong 1 টি।
16. Cooch Behar 1 টি।
17. Malda 1 টি।
18. Murshidabad 1 টি।
19. North 24 Pgns 1 টি।
20. Nodia 1 টি।
21. Nandigram HD 1 টি।
22. Purba Bardhaman 1 টি।
23. Purba Medinipur 1 টি।
24. Purulia 1 টি।
25. Rampurhat HD 1 টি।
26. South 24 Pgns 1 টি।
27. Uttar Dinajpur 1 টি।
28. Paschim Bardhaman 1 টি।
29. Paschim Medinipur 1 টি।

 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শাখায় স্নাতক এবং সেইসাথে এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদনযোগ্য।

অন্যান্য যোগ্যতা : ০১.০১.২০২৩ অনুসারে চাকরিপ্রার্থী ডেটা এন্ট্রি অপারেটর পদে কোনো সংস্থায় অন্তত এক বছর কাজ করে থাকলে, আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।

আবেদন ফি : শূন্য।

মাসিক বেতন : ১৫০০০ টাকা।

চাকরির মেয়াদকাল : চাকরিপ্রার্থীকে শুরুতে ১ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

প্রার্থী বাছাই পদ্ধতি : আবেদন জানানোর পর প্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট এবং ইন্টারিভউ নেওয়া হবে তারপর ফাইনাল মেরিট প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://apply.wbmsclrecruitment.in/signup) এ অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর sign up করে যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। সেইসাথে যাবতীয় ডকুমেন্টস এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।

আবেদন শেষের তারিখ : 16-05-2023

 

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Apply Now
Official Notification Download Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

 

Related Article

দুয়ারে সরকারে ১০ হাজার চাকরি বিজ্ঞপ্তি। আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 চাকরির খবর ২৪৭ঃ শুধু বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে ‘দুয়ারে সরকার’ক্যাম্পের কাজ - এতদিন আমরা এটাই জানতাম। কিন্তু এবার থেকে এই ক্যাম্পেই চাকরি দেবে রাজ্য...

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...
- Advertisment -

Most Popular