জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত প্রকল্পে একাধিক ডেটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কমিশন। সংশ্লিষ্ট শূন্যপদে রাজ্যের যেকোনো জেলায় বসবাসকারী চাকরিপ্রার্থীরা নিজেদের জেলাতেই চাকরির আবেদন জানাতে পারবেন। নীচে জায়গা/জেলার নামসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তির সারমর্ম সুবিধাজনক আকারে আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
পদের বিবরণী
পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ : ৩৪ টি।
স্থান অনুযায়ী শূন্যপদ :
জায়গা/জেলার নাম | শূন্যপদের সংখ্যা |
1. State HQ | 6 টি। |
2. Alipurduar | 1 টি। |
3. Bankura | 1 টি। |
4. Basirhhat HD | 1 টি। |
5. Birbhum | 1 টি। |
6. Bishnupur | 1 টি। |
7. Dakshin Dinajpur | 1 টি। |
8. Darjeeling GTA | 1 টি। |
9. Darjeeling SMP | 1 টি। |
10. Diamond Harbour | 1 টি। |
11. Hooghly | 1 টি। |
12. Howrah | 1 টি। |
13. Jalpaiguri | 1 টি। |
14. Jhargram | 1 টি। |
15. Kalimpong | 1 টি। |
16. Cooch Behar | 1 টি। |
17. Malda | 1 টি। |
18. Murshidabad | 1 টি। |
19. North 24 Pgns | 1 টি। |
20. Nodia | 1 টি। |
21. Nandigram HD | 1 টি। |
22. Purba Bardhaman | 1 টি। |
23. Purba Medinipur | 1 টি। |
24. Purulia | 1 টি। |
25. Rampurhat HD | 1 টি। |
26. South 24 Pgns | 1 টি। |
27. Uttar Dinajpur | 1 টি। |
28. Paschim Bardhaman | 1 টি। |
29. Paschim Medinipur | 1 টি। |
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো শাখায় স্নাতক এবং সেইসাথে এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদনযোগ্য।
অন্যান্য যোগ্যতা : ০১.০১.২০২৩ অনুসারে চাকরিপ্রার্থী ডেটা এন্ট্রি অপারেটর পদে কোনো সংস্থায় অন্তত এক বছর কাজ করে থাকলে, আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা : ০১.০১.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।
আবেদন ফি : শূন্য।
মাসিক বেতন : ১৫০০০ টাকা।
চাকরির মেয়াদকাল : চাকরিপ্রার্থীকে শুরুতে ১ বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : আবেদন জানানোর পর প্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট এবং ইন্টারিভউ নেওয়া হবে তারপর ফাইনাল মেরিট প্রকাশ করা হবে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://apply.wbmsclrecruitment.in/signup) এ অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর sign up করে যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। সেইসাথে যাবতীয় ডকুমেন্টস এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।
আবেদন শেষের তারিখ : 16-05-2023
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Apply Now |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now