Thursday, June 1, 2023

রাজ্য সরকারের ফ্রি ট্রেনিং করে চাকরি, অনলাইনে আবেদন চলছে, WBBCDEV Training

WBBCDEV Training: তুমি কি বেকার? চাকরি খুজছো, কিন্তু সঠিক চাকরি পাচ্ছো না? আর চিন্তা নেই, তোমার জন্য নিয়ে আসলাম দারুন সুযোগ। ফ্রিতে ৩৭টি চাকরিমুখী কোর্সে বিনামূল্যে ট্রেনিং করে চাকরি পেতে পারো। কিভাবে? চলো জেনে নিই… বিস্তারিত।

 

ট্রেনিং প্রদানকারী সংস্থা

পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম

পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা

CF 217/A/1, Salt Lake, Kolkata – 700064

 

কি কি ট্রেনিং দেওয়া হচ্ছে?

  1. Assistant Construction Painter and Decorator
  2. Assistant Decorative Painter
  3. Assistant Electrician
  4. Automotive Service Technician
  5. Auto Service Technician
  6. Beauty Therapist
  7. Bridal, Fashion and Photographic Makeup Artist
  8. Broadband Technician
  9. Commercial Vehicle Driver Level 4
  10. CRM Domestic Non Voice
  11. Customer Care Executive Call Centre
  12. Domestic Data Entry Operator
  13. Field Technician Computing and Peripherals
  14. Field Technician Other Home Appliances
  15. Food and Beverage Service Steward
  16. General Duty Assistant – Advanced
  17. Guest Service Associate (Front Office)
  18. Guest Service Executive
  19. Handheld Devices (Handset & Tablet) Technician
  20. Handset Repair Engineer- II
  21. Home Delivery Boy
  22. Housekeeping Trainee
  23. Jute Handloom Weaver
  24. Multi-Cuisine Cook
  25. Office Assistant
  26. Phlebotomy Technician
  27. Plumber General
  28. Retail Sales Associate
  29. Retail Team Leader
  30. Sampling Tailor
  31. Security Guard
  32. Self Employed Tailor
  33. Sewing Machine Operator
  34. Stitching Operator – Footwear
  35. Stitching Operator – Goods and Garments
  36. Taxi Driver
  37. Two Wheeler Service Technician

 

যোগ্যতা (WBBCDEV)

প্রথমেই বলে রাখি, শুধুমাত্র তপশিলী জাতি/SC কাস্টের ছেলেমেয়েরাই এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবেন, অন্য কাস্টের প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

শিক্ষাগত যোগ্যতা- পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো পদে মাধ্যমিক পাশ যোগ্যতা, আবার কোনো পদে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা চাওয়া হয়েছে। অফিশিয়াল নোটিশ থেকে দেখে নেবেন, কোন পদে কি যোগ্যতা লাগবে, সেই মতো আবেদন করবেন।

বয়স- ট্রেনিং নিতে ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হওয়া চাই।

পারিবারিক বার্ষিক আয়- সব মিলিয়ে পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।

আরও পড়ুন- ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ৫০হাজার/- টাকা 

WBBCDEV ট্রেনিং সেন্টার কোথায় আছে?

পশ্চিমবঙ্গের সবকটি বড় বড় শহরে ট্রেনিং দেওয়া হচ্ছে। তোমাকে https://www.wbbcdev.gov.in/ এই ওয়েবসাইট থেকে, নিজের জেলা ও শহরের নাম দিয়ে, ট্রেনিং সেন্টার খুজে নিতে হবে।

 

কিভাবে এডমিশন নেবেন? (WBBCDEV)

প্রথমে তোমার লোকেশন অনুযায়ী ট্রেনিং সেন্টার খুজে নিন। সেখানে অফিসের ফোন নম্বর এবং ঠিকানা দেওয়া আছে, আপনি কল করে বা সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারেন।

WBBCDEV

এছাড়া, অনলাইনে আবেদন করতে পারেন। ট্রেনিং সেন্টার এবং পোষ্ট বাছাই করে, নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরন দিয়ে ফর্ম ফিলাপ করুন।

 

Note (WBBCDEV)

এই ট্রেনিং সম্পূর্ণ ফ্রি, কোন অবস্থাতেই কাউকে কোনো টাকা/পয়সা দেবেন না।

এই ট্রেনিং করে আপনি একটি সার্টিফিকেট পাবেন।

এই ট্রেনিং করার পর চাকরি দেবার গ্যারান্টি ট্রেনিং সংস্থা নেয় না।

এটি সম্পূর্ণ অনাবাসিক ট্রেনিং, বাড়ি থেকে যাতায়াত করে ট্রেনিং করতে হবে।

আরও পড়ুন- থাকা-খাওয়া সহ, কেন্দ্র সরকারের ফ্রি ট্রেনিং, স্টাইপেন্ড ও চাকরি

এই ট্রেনিং করে কি সুবিধা?

প্রথমত, আপনি এখানে কাজ শিখতে পারবেন, প্রাইভেট কোম্পানিতে কিভাবে কাজ হয়, সেটা শিখতে পারবেন।

এখান থেকে ট্রেনিং করে, যে সার্টিফিকেট পাবে তা দিয়ে যেকোন চাকরির জন্য এপ্লাই করতে পারবে, কোর্স টি সম্পূর্ণ করার জন্য তোমার বায়োডাটা-তে একটা এক্সট্রা স্কিল যুক্ত হবে, যেটা তোমাকে কাজ পেতে সাহায্য করবে।

এখান থেকে কাজ শিখে তুমি নিজের ব্যবসা খুলতে পারবে, নিজের লোকালিটিতে ছোটাখাটো দোকান খুলে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবে।

 

Important Links

WBBCDEV Website Apply Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular