Thursday, June 1, 2023

রাজ্যের হাসপাতালে প্রচুর স্টাফ নার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। অনলাইনে করুন আবেদন।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং পশ্চিম বর্ধমান CMOH এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রচুর স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা ঘোষণা করেছে। এতে রাজ্যের সকল নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের জন্য অনলাইন আবেদনের সুযোগ রয়েছে। এই আবেদনের সম্পূর্ণ বৃত্তান্ত নিচে এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

 

নিয়োগকারী সংস্থা

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং CMOH পশ্চিম বর্ধমান।

Advt. no. DH&FWS/ASL/22-23/135

পদের বিবরণী

১) পদের নাম : স্টাফ নার্স।

মোট শূন্যপদ : ৩০ টি। (UR – ১৭ টি, SC – ৭ টি, OBC A – ২ টি, OBC B – ২ টি, ST – ২ টি।)

শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে। সেইসাথে West Bengal Nursing Council এর একজন রেজিস্টার্ড নার্সিং প্রার্থী হতে হবে।

 

বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : ২৫,০০০ টাকা।

চাকরির স্থান : আসানসোল মিউনিসিপাল অথবা দুর্গাপুর মিউনিসিপালের অন্তর্গত Urban Health and Wellness Centre এ চাকরির সুবিধা দেওয়া হবে।

 

২) পদের নাম : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ : ৩০ টি। (UR – ১৬ টি, SC – ৭ টি, OBC A – ৩ টি, OBC B – ৩ টি, ST – ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা :

  1. চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে ANM/GNM কোর্স পাশ করে থাকতে হবে।
  2. West Bengal Nursing Council এর একজন রেজিস্টার্ড নার্সিং প্রার্থী হতে হবে।
  3. বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
  4. পশ্চিম বর্ধমানের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

 

বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : ১৩,০০০ টাকা।

চাকরির স্থান : আসানসোল মিউনিসিপাল অথবা দুর্গাপুর মিউনিসিপালের অন্তর্গত Urban Health and Wellness Centre এ চাকরির সুবিধা দেওয়া হবে।

 

আবেদন ফি : Gen প্রার্থীদের ১০০ টাকা এবং SC/ ST/OBC পদপ্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য 8250999022@icici – এই UPI address এ জমা করে UTR নম্বরটি সেভ করে রেখে দিতে হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (https://hr.wbhealth.gov.in/ অথবা https://hr.wbhealth.gov.in/) অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করার পর, যাবতীয় ডকুমেন্টস  আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।

আবেদন শেষ : 18-May-2023

 

প্রার্থী বাছাই পদ্ধতি

ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সিলেক্ট করা হবে।

চাকরির মেয়াদকাল : চাকরিপ্রার্থীকে শুরুতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Apply Now
Official Notification Download Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

 

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...
- Advertisment -

Most Popular