পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং পশ্চিম বর্ধমান CMOH এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রচুর স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কথা ঘোষণা করেছে। এতে রাজ্যের সকল নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের জন্য অনলাইন আবেদনের সুযোগ রয়েছে। এই আবেদনের সম্পূর্ণ বৃত্তান্ত নিচে এই প্রতিবেদনে তুলে ধরা হলো।
নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং CMOH পশ্চিম বর্ধমান।
Advt. no. DH&FWS/ASL/22-23/135
পদের বিবরণী
১) পদের নাম : স্টাফ নার্স।
মোট শূন্যপদ : ৩০ টি। (UR – ১৭ টি, SC – ৭ টি, OBC A – ২ টি, OBC B – ২ টি, ST – ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে। সেইসাথে West Bengal Nursing Council এর একজন রেজিস্টার্ড নার্সিং প্রার্থী হতে হবে।
বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : ২৫,০০০ টাকা।
চাকরির স্থান : আসানসোল মিউনিসিপাল অথবা দুর্গাপুর মিউনিসিপালের অন্তর্গত Urban Health and Wellness Centre এ চাকরির সুবিধা দেওয়া হবে।
২) পদের নাম : কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ : ৩০ টি। (UR – ১৬ টি, SC – ৭ টি, OBC A – ৩ টি, OBC B – ৩ টি, ST – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা :
- চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council স্বীকৃত যেকোনো ইনস্টিটিউট থেকে ANM/GNM কোর্স পাশ করে থাকতে হবে।
- West Bengal Nursing Council এর একজন রেজিস্টার্ড নার্সিং প্রার্থী হতে হবে।
- বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
- পশ্চিম বর্ধমানের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা : ০১.০১.২০২২ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : ১৩,০০০ টাকা।
চাকরির স্থান : আসানসোল মিউনিসিপাল অথবা দুর্গাপুর মিউনিসিপালের অন্তর্গত Urban Health and Wellness Centre এ চাকরির সুবিধা দেওয়া হবে।
আবেদন ফি : Gen প্রার্থীদের ১০০ টাকা এবং SC/ ST/OBC পদপ্রার্থীদের ৫০ টাকা আবেদন মূল্য 8250999022@icici – এই UPI address এ জমা করে UTR নম্বরটি সেভ করে রেখে দিতে হবে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (https://hr.wbhealth.gov.in/ অথবা https://hr.wbhealth.gov.in/) অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করার পর, যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা দিয়ে প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।
আবেদন শেষ : 18-May-2023
প্রার্থী বাছাই পদ্ধতি
ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সিলেক্ট করা হবে।
চাকরির মেয়াদকাল : চাকরিপ্রার্থীকে শুরুতে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Apply Now |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |