কেন্দ্রের ৫টি সেরা প্রকল্পঃ আবেদন করলেই ৫হাজার/- থেকে ২লক্ষ/- টাকা পাবেন

0
28

বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু আছে। পুরুষ-মহিলা, ছাত্র-ছাত্রী ও প্রবীণ প্রত্যেকের জন্যই আলাদা আলাদা প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্পে নানান রকমের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। আমরা কিন্তু অনেকেই জানিনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের এমন পাঁচ-ছয়টি প্রকল্প রয়েছে, যেখানে আপনি আবেদন করলে ১,০০০/- টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। কেন্দ্রীয় সরকারের এমন কি কি প্রকল্প রয়েছে? আজকের এই প্রতিবেদনে আমরা জানবো। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? সবকিছু বিস্তারিত জেনে নেব।



কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রকল্প

১) জীবন জ্যোতি বীমা যোজনা :

বর্তমানে ১৮ থেকে ৫০ বছর বয়সের সকল ব্যক্তিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করতে পারবেন । এক্ষেত্রে আগ্রহ ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার ।

কত টাকা পাওয়া যায় ?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা তে আবেদন করলে দুর্ঘটনার কারণে যদি আবেদনকারীর মৃত্যু হয় সে ক্ষেত্রে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা প্রদান করা । তবে ১৮ বছরের নিচে যাদের বয়স তারা এই প্রকল্পের যোজনাতে আবেদন করতে পারবেন না । এই বিনিময় প্রকল্পে আবেদন করলে বাৎসরিক কিছু টাকা জমা করতে হয়।

আবেদন পদ্ধতি :

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনাতে আবেদন করতে হলে কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট – janasuraksha.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর ফর্ম ডাউনলোড করে সেই ফর্মে নিজের নাম ঠিকানা আধার কার্ডের নাম্বার সহ যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। তাছাড়া আবেদনের জন্য আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন : https://financialservices.gov.in/



 

২) প্রধানমন্ত্রীর কৃষাণ সম্মান নিধি যোজনা :

বর্তমানে চাষী ভাইদের আর্থিক সহায়তা করার জন্য এবং চাষের অগ্রগতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মাননীধি যোজনা । এই যোজনার মাধ্যমে বছরের 6000 টাকা করে কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হয় । বর্তমানে পশ্চিমবঙ্গসহ আমাদের দেশে যে সমস্ত চাষী ভাইরা বসবাস করেন এবং যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মানিত যোজনাতে আবেদন করে রেখেছেন এই জুলাই মাসেই তাদের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে ২০০০ টাকার একটা কিস্তি দিয়ে দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে ।

See also  রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি প্রকল্প, পাবেন ৫০০ থেকে ৩০০০০ টাকা

 

৩) বালিকা সমৃদ্ধি যোজনা :

বর্তমানে কন্যা সন্তানদেরকে সুরক্ষিত সুনিশ্চিত জীবন প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান , যেখানে কন্যা সন্তানদেরকে পড়াশোনা থেকে শুরু করে সার্বিক উন্নয়নের জন্য একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় । ইতিমধ্যেই নতুন নতুন অনেক প্রকল্প তৈরি করা হচ্ছে কন্যা সন্তানদের জন্য । তার মধ্যে অন্যতম হলো ” বালিকা সমৃদ্ধি যোজনা “। এই যোজনার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করার সময় কন্যা সন্তানের মাকে ৫০০ টাকা আর্থিক সাহায্য করা হয় সাথে ওই কন্যা সন্তান প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার জন্য ৩০০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত বাৎসরিক অনুদান পেয়ে থাকে ।



৪) প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা :

গর্ভবতী মহিলাদের সুরক্ষা প্রদান করা এবং নবজাতক শিশুদের ভবিষ্যতের আলো দেখার জন্য সারা ভারতবর্ষ জুড়ে মহিলাদের জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই যোজনার মাধ্যমে গর্ভবতী মহিলাদের ব্যাংক একাউন্টে এককালীন ৬০০০ থেকে ৬৪০০ টাকা পর্যন্ত প্রদান করা হয় । আবেদন করার তিন মাসের মধ্যেই সমস্ত টাকা তারা তাদের ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন । আপনার শিশুর বয়স যদি এক বছর ছয় মাসের নিচে হয় তাহলে আপনিও এই প্রকল্পে এখনো আবেদন করতে পারবেন।

আবেদন কিভাবে করবেন ?

আবেদন করার জন্য নিকটবর্তী আশা সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ফরম ফিলাপের মাধ্যমে আবেদন করতে হবে ।



৫) প্রধানমন্ত্রী আবাস যোজনা :

পশ্চিমবঙ্গসহ সারা দেশ জুড়ে দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবার যাদের মাথার ওপর ছাদের ব্যবস্থা নেই বা যারা কাঁচা বাড়ি , টিনের বাড়ি অথবা টালির চাল , সেই সমস্ত পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদেরকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তরফ থেকে তৈরি করা হয়েছে “প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প ” ।

See also  Amar Karmadisha Prakolpo: মমতার নতুন প্রকল্প, 'আমার কর্মদিশা', ১০হাজার চাকরির সুযোগ

এই প্রকল্পে জায়গা বিশেষে সুবিধাভোগী পরিবারদের নতুন বাড়ি তৈরি করার জন্য ১ লক্ষ ২০ হাজার এবং ১ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে ।

তিনটি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হয় । ২০১৮ সালের SECC গণনা অনুযায়ী যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত হয়েছে সর্বপ্রথম তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হবে , যার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here