AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন ৭-৯টি প্রকল্পে টাকা, এই চলতি জুলাই মাসে পাবেন?

 

বন্ধুরা এই চলতি জুলাই মাসে, লক্ষীর ভান্ডার সহ আরও অন্যান্য একাধিক প্রকল্পের টাকা যারা পাননি, তাদের জন্য দারুন সুখবর। আগামী ৫-৬ দিনের মধ্যে, পুরুষ ও মহিলাদের ব্যাংক একাউন্টে প্রায় ৭-৯টি প্রকল্পের টাকা ঢুকবে। চলুন জেনে নিই, কি কি সেই প্রকল্প? এবং এই প্রকল্পে কারা টাকা পাবেন? এবং কত টাকা করে ঢুকবে?

 

বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন ৭-৯টি প্রকল্পে টাকা এই চলতি জুলাই মাসে আপনাদের দেয়া হচ্ছে।

সংখ্যালঘু পুরোহিতদের এক হাজার টাকা করে দেয়া হবে পুরোহিত ভাতার, অথবা অলরেডি অনেকের একাউন্টে এই টাকা ঢুকে গেছে ।
লক্ষীর ভান্ডার প্রকল্পে ৫০০ থেকে ১০০০ টাকা করে বিগত ৬ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে যারা পাননি আগামী দু-একদিনের মধ্যেই পেয়ে যাবেন ।
ইমামদের ভাতা স্বরূপ এক হাজার টাকা করে দেয়া হবে ।
তপশিলি বন্ধু প্রকল্পে এসসিদের এক হাজার টাকা বিগত ৫/৭/২০২৩ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, যারা পাননি আগামী কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন ।
বেকার ভাতার পনেরশো টাকা যুবশ্রী প্রকল্পের অনলাইন ঢোকা শুরু হয়ে গেছে ।



জয় জোহার প্রকল্পে এসটি সম্প্রদায়ের বার্ধক্য ভাতার ১০০০ টাকা গত পাঁচ এবং 6 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এখনো টাকা দেওয়া চলছে।
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান্নিধি যোজনার ২০০০ টাকা, ২৭ শে জুলাই কৃষকদের ব্যাঙ্কে টাকা ঢুকবে ।
প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা ।
বার্ধক্য ভাতা এক হাজার টাকা ।
এছাড়া ও লোকপ্রসার, বিধবা ভাতা, কন্যাশ্র্‌ রূপশ্রী সহ আরো বেশ কয়েকটি প্রকল্পের টাকা চলতি মাসে অনেকেই পাবেন ।

 

See also  পুজোর আগেই ঢুকবে এই ১০ টি প্রকল্পের টাকা, জানুন বিস্তারিত
Sharing Is Caring:

Leave a Comment