নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরির খবর 24/7। বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোন মহিলা থেকে থাকে, তাহলে এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে, যেখানে আপনি আবেদন করলে ৫০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। আজ এই আর্টিকেলে এমন ৬ টি প্রকল্প সম্পর্কে আপনাদের বলব, যেখানে খুব সহজে আবেদন করে, ৫০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সরাসরি আপনার ব্যাংক একাউন্টে পেতে পারেন।
১/- মহিলা সমৃদ্ধি যোজনা
এই প্রকল্পে আবেদন করলে মহিলাদেরকে ব্যবসা করার জন্য এককালীন ৩০০০০ টাকা পর্যন্ত লোন তাদের ব্যাংক একাউন্টে দেয়া হয়ে থাকে। যে লোনের উপর সর্বোচ্চ 10 হাজার টাকা ছাড়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ৩০০০০ টাকা লোন নিলে আপনাকে ২০ হাজার টাকা মেটাতে হবে।
আবেদন পদ্ধতি?
B.D.0 অথবা ব্লক অফিসে SC/ST/OBC বিভাগে আবেদন করা যায়।
২/ মাতৃ সুরক্ষা যোজনা
কেন্দ্র সরকারের এই প্রকল্পে সারাদেশ জুড়ে বসবাসকারী মহিলা ও শিশুদের সার্বিক উন্নয়নের জন্য এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের ব্যাংক একাউন্টে ৬০০০ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয়।
আবেদন পদ্ধতি?
নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা আশা সেন্টারে যোগাযোগ করতে হবে।
৩/ স্বাস্থ্য সাথী প্রকল্প
পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের স্বাস্থ্য বীমার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি চিকিৎসা প্রকল্প চালু করা হয়েছে যার নাম হল স্বাস্থ্য সাথী। এই প্রকল্পে প্রত্যেক পরিবারকে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
আবেদন পদ্ধতি?
দুয়ারে সরকার ক্যাম্প অথবা B.D.0 অফিস থেকে আবেদন করা যেতে পারে।
৪/ লক্ষীর ভান্ডার প্রকল্প
রাজ্যে বসবাসকারী মহিলাদের কে হাত খরচ দেওয়ার জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে, এই প্রকল্পে প্রতি মাসে ৫০০/- টাকা এবং ১০০০/- টাকা করে হাত খরচ দেয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে।
আবেদন পদ্ধতি?
দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে, সেখানেই জমা করতে হয়।
৫/ রুপশ্রী প্রকল্প
পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত দরিদ্র পরিবার গুলি বাৎসরিক ইনকাম ১.৫লক্ষ/- টাকার নিচে তাদের কন্যা সন্তানদের বিয়ের সাহায্যের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।
আবেদন পদ্ধতি?
সরাসরি B.D.0 অথবা S.D.0 অফিসে অথবা শহরে বাস করলে মিউনিসিপ্যালিটিতে এই প্রকল্পের জন্য আবেদন করা যায়।
৬/ বালিকা সমৃদ্ধি যোজনা
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে কন্যা সন্তান জন্মগ্রহণ করার সময় মাকে ৫০০ টাকা এবং সেই কন্যা সন্তান প্রথম থেকে দশম শ্রেণী পড়াশোনা করা পর্যন্ত বাৎসরিক হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়া হয় ।
আবেদন পদ্ধতি?
অঙ্গনওয়াড়ি,আশা সেন্টার অথবা স্বাস্থ্য কেন্দ্র থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যায়।