WB Health New Recruitment 2023 – রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। ইন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে একাধিক শূন্য পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদনের বিশদ তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পরুন।
সংশ্লিষ্ট অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে, নিজ দায়িত্বে আবেদন করবেন। চলুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই, আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ সময় ইত্যাদি তথ্য সম্পর্কে।
WB Health New Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | District Health & Family Welfare Samiti |
পদের নাম | Various |
Vacancy | Total 44 |
Apply Process | Online |
Last Date | 31.10.2023 |
Job Type | Govt Job |
পদের বিবরন
১) পদের নাম – পিয়ার সাপোর্ট
শিক্ষাগত যোগ্যতা – এই পদে (WB Health New Recruitment 2023) আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, সাথে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ– এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ১০,০০০/- টাকা।
২) পদের নাম – কাউন্সেলর
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে, এই সমস্ত বিষয়ে Social work/ Sociology / Psychology, এর সাথে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে।
শূন্যপদ– এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ২০,০০০/- টাকা।
৩) পদের নাম – অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সাইন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, সাথে Optometry and Ophthalmic Technique ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ থাকলে তাহলে এখানে আবেদন করা যাবে।
শূন্যপদ– এই পদে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ১৮,০০০/- টাকা।
৪) পদের নাম – স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করতে চাইলে, ইচ্ছুক প্রার্থীদের, GNM / B.SC নার্সিং কোর্স পাশ করতে হবে।
শূন্যপদ– এই পদে ৪১ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা – আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য বয়স লাগবে সর্বচ্চ ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন – প্রতিমাসে বেতন হবে ২৫,৫০০/- টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশ | 06.10.2023 |
আবেদন শুরু | 06.10.2023 |
ইন্টারভিউ এর তারিখ | 31.10.2023 |
নিয়োগ প্রক্রিয়া – WB Health New Recruitment 2023
এখানে ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি – WB Health New Recruitment 2023
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি – Download PDF | Download Now |
আরও চাকরির খবর | Click Here |
এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us