Sunday, December 3, 2023
Homeসরকারি চাকরিনিজের গ্রাম পঞ্চায়েতে চাকরি, আবেদন চলছে - WB Gram Panchayat CRP-EP Job...

নিজের গ্রাম পঞ্চায়েতে চাকরি, আবেদন চলছে – WB Gram Panchayat CRP-EP Job Recruitment 2023

WB Gram Panchayat CRP-EP Job Recruitment 2023:– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। রাজ্যের আনন্দধারা প্রকল্পে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(WB Gram Panchayat CRP-EP Job Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।    

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

নিয়োগকারী সংস্থা District Mission Management Unit, Puruliya
পদের নাম CommunitrT Resource Persons- Enterprise Promotion (CRP-EP)
শুন্যপদ Total 17
আবেদন পদ্ধতি Offline
আবেদনের শেষ তারিখ 10.11.2023
বিজ্ঞপ্তি নং ADVERTISEMENT No. 05/2023

 

পদের বিবরন ও শুন্যপদ- (WB Gram Panchayat CRP-EP Job Recruitment 2023)

পদের নাম- Community Resource Persons- Enterprise Promotion (CRP-EP)

ভ্যাকান্সি- এখানে মোট 17 জনকে নিয়োগ করা হচ্ছে। 

বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে ৩,০০/- টাকা প্রতিদিন হিসেবে বেতন পাবেন। এই পদে কোনো ফিক্সড মাইনে নেই ।

সেরা খবর-  Power Grid Recruitment 2023, Apply Online For Officer Trainee Post

কোথায় নিয়োগ হচ্ছে? Purulia- I, Purulia- II ব্লকে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র এই ব্লকের মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।  

 

শিক্ষাগত যোগ্যতা

এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এবং SHG গ্রুপের সদস্যরা আবেদন করতে পারবেন। যেকোন শাখার গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করতে পারবেন, যদি কমার্স নিয়ে পড়েন তাহলে অগ্রাধিকার পাবেন। বেসিক কম্পিউটার নলেজ এবং স্মার্টফোন চালানো জানতে হবে। গ্রামের বাইরে নূন্যতম ১৫দিন কাজ করতে ইচ্ছুক হতে হবে।  

 

বয়স ও ছাড়

এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২৫ বছর থেকে সর্বচ্চ ৪৫ বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বয়সের ছাড় 

OBC 03 Years
SC/ST 05 Years

 

প্রার্থী বাছাই পদ্ধতি – (WB Gram Panchayat CRP-EP Job Recruitment 2023)

এখানে ২টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী সিলেক্ট করা হবে। ৪০ নম্বরের লিখিত পরিক্ষা হবে, সময় পাবেন ৬০ মিনিট। এরপর ইন্টারভিউ হবে ১০ নম্বরের।

সেরা খবর-  WB Hospital Recruitment 2023, Apply For Senior Resident Post

লিখিত পরীক্ষার সিলেবাস

Subject Question Mark
Logic 10 10
Math 10 10
Total  20 20

 

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট আউট করে, ভালোভাবে ফিলাপ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স করে, আবেদন ফর্মের সাথে এটাচ করে মুখবন্ধ খামে ভরে, 10.11.2023 তারিখ, বিকেল ৩টের আগে Purulia- I, Purulia- II ব্লকে জমা করে আসুন। 

আবেদন ফর্মের সাথে কি কি ডকুমেন্ট দেবেন?

  1. Residential Certificate issued by concerned Prodhan / BDO.
  2. Photocopy of Admit Card/ Certificate of Madhyamik or Equivalent exam for age proof.
  3. Print out of NRLM portal page of concerned SHG in which she belongs to.
  4. Photocopy of Marksheet in support of all educational qualification (i.e. MP, HS, Degree Course etc.)
  5. Photocopy of Computer certificate
  6. Photocopy of other experiences
  7. Photocopy of entrepreneurship related documents.

 

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত 30.10.2023
আবেদন শুরু 30.10.2023
আবেদনের শেষ তারিখ 10.11.2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

🌐Application Form Download PDF
📄Official Notice Download PDF
More Details Click Here

এরকম চাকরির খবর আরও পেতে আমাদের Whatsapp চ্যানেল ফলো করুন = Follow Us

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -