Food SI পদে চাকরি করলে কি কি কাজ করতে হয়? জানুন বিস্তারিত

0
69
WB Food SI Job Profile

WB Food SI Job Profile : দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। ২৩ শে আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে রাজ্যের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব Food SI পদে চাকরি করতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে, ডিউটি এর সময় কতক্ষন, কোথায় গিয়ে কাজ করতে হবে ইত্যাদি বিষয়গুলি। 

 

কি কি কাজ করতে হয়?

Food SI পদে চাকরি করলে আপনাকে নিন্মলিখিত কাজগুলি নিয়মিত করতে হবে-

  • এই পদে চাকরি করলে নিয়মিত রেশন কার্ড পরীক্ষা করতে হয়। যেমন- ভুল রেশন কার্ড সংশোধন, ভুয়ো রেশন কার্ড বাতিল, নতুন রেশন কার্ডের অনুমোদন ইত্যাদি কাজগুলি আপনাকে নিয়মিত করতে হবে। কারণ বহু ক্ষেত্রে দেখা যায়, গ্রাহকরা তাদের পরিবারের মৃত ব্যক্তির নামে রেশনে খাদ্য দ্রব্য নিয়ে থাকেন। Food SI দের কাজ হল এই সমস্ত মিথ্যে বা ভুয়ো কার্ড তথ্য প্রমাণ নিয়ে বাতিল করে দেওয়া।
  • রেশন ডিলার এর দোকানে দোকানে গিয়ে সাপ্তাহিক রিপোর্ট পাঠাতে হবে। আপনার আন্ডারে বেশ কিছু রেশন ডিলার থাকবে। সেই সব রেশন ডিলাররা ঠিকঠাক মতো খাদ্য দ্রব্যের মজুদ করছে কিনা, খাদ্য দ্রব্য নষ্ট হচ্ছে কিনা, খাদ্য দ্রব্য ঠিকঠাক ভাবে বন্টন করছে কিনা, মাপে কম দিচ্ছে কিনা এই বিষয়গুলো আপনাকে নজরে রাখতে হবে।
  • Food SI এর আন্ডারে যে সমস্ত গোডাউন আছে সেই সমস্ত গোডাউন এ ভিজিট করতে হবে। এছাড়া কোন ফুড প্রক্রিয়াকরণ ফ্যাক্টরি থাকলে সেখানেও আপনাকে ভিজিট করে সবকিছু নজরে রাখতে হবে। 
  • প্রয়োজন অনুসারে ধান, গম ইত্যাদি খাদ্যশস্য কেনা। পাশাপাশি প্যাকেট জাতীয় খাদ্যের কারখানা গুলিতে খাদ্যের গুণমান যথাযথ রাখা হচ্ছে কিনা সেটাও Food SI রা দেখে থাকেন।
  • কোন রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার যাচাই করা এবং ফুড ইন্সপেক্টরের কাছে এর রিপোর্ট পেশ করা।
  • বন্যা, খরা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করতে হয়।
See also  রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

 

ডিউটির সময়ঃ 

Food SI এর ক্ষেত্রে দু ধরনের ডিউটি থাকে–

(1) অফিস ডিউটি- সকাল 10.00 টা থেকে বিকেল 5.00 টা পর্যন্ত। যেখানে কম্পিউটারে কাজ করা, কাগজপত্র এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় পাঠানো ইত্যাদি কাজ হয়ে থাকে।

(2) ফিল্ড ডিউটি- বেশিরভাগ Food SI কে এই ফিল্ড ডিউটিতে নিয়োগ করা হয়। কাজের কোন সময়সীমা নেই, যখন যেখানে প্রয়োজন সেখানে একজন Food SI কে যেতে হয়। 

 

পোস্টিং এর স্থানঃ

Food SI দের মূলত রাজ্য সরকারের বিভিন্ন ধরনের খাদ্য সংক্রান্ত বিভাগগুলিতে পোস্টিং দেওয়া হয়। এর মধ্যে রয়েছে খাদ্য ভবন, জেলা হেড কোয়ার্টার এবং কৃষি মান্ডি ইত্যাদি দফতর। রাজ্যের ভিতরেই যে কোনো স্থানে পোস্টিং দেওয়া হয়।

 

প্রোমোশনঃ

এখানে কাজে যোগ দেওয়ার পর থেকে মোটামুটিভাবে ৯ বছরের মধ্যে ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়। এরও পরে, চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়। ইন্সপেক্টর পদ থেকে চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন পেতেও মোটামুটি আরও ৯-১০ বছর সময় লেগে যায়। 

 

Food SI দের ছুটিঃ 

সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকে বাকি শনি এবং রবিবারদুদিন ছুটি। বাড়ির কাছাকাছি পোস্টিং হলে অফিসে কাজ সেরে ছুটির পর বাড়ি চলে আসা যায়। 

 

Important Links

Official NoticeDownload
Official WebsiteClick Here
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 AppDownload

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here