পশ্চিমবঙ্গ সরকার এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের তরফে সম্প্রতি একটি নোটিশ জারি করে কমল গুহ কৃষি বিপণন ভবনে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা ঘোষিত হয়েছে। রাজ্যের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিতভাবে আবেদন জানানোর প্রক্রিয়া ও শূন্যপদের বিবরণ সম্পর্কে আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা
West Bengal State Agricultural Marketing Board
Advertise no. WBSAMB/02/2023-2024
পদের বিবরণ
১) পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ : ২ টি।
শিক্ষাগত যোগ্যতা :
সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় স্নাতক এবং সেইসাথে,কম্পিউটারের বিভিন্ন কাজে দক্ষ হতে হবে। অর্থাৎ, MS Word, MS Excel, MS Power Point, Internet, Windowds, MS DOS ইত্যাদি বিভিন্ন এপ্লিকেশন এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 01.01.2023 অনুসারে উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ এবং সর্বাধিক ৪০ বছর হলে আবেদনযোগ্য।
মাসিক বেতন : চাকরিরত প্রার্থীদের প্রতিমাসে মোট ২০,০০০ টাকা দেওয়া হবে।
আবেদন ফি : এই পদে আবেদন জানাতে কোনো আবেদন ফি প্রদান করতে হবে না।
আবেদন পদ্ধতি : উপরিউক্ত পদের জন্য আপনি অফলাইন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন।
ইচ্ছুক চাকরিপ্রার্থীরা প্রথমে West Bengal State Agricultural Marketing Board এর CEO কে উদ্দেশ্য করে একটি সাদা কাগজে উক্ত পদে চাকরির আবেদন আবেদন লিখবেন। তারপর, সেই আবেদনপত্রের সঙ্গে নিজের বায়োডাটা যুক্ত করার পর, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এ সই করে একটি মুখবন্ধ খামের ওপরে উক্ত পদের নাম লিখে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা :
West Bengal State Agricultural Marketing Board, 729, Kamal Guha Krishi Bipanan Bhavan, Anandapur, Kolakata – 700107. অথবা, আপনি চাইলে ডকুমেন্টসগুলির পিডিএফ করে wbsambvc@gmail.com এই ই-মেল address এও পাঠাতে পারেন।
চাকরির ধরণ : এই পদে বাছাই হওয়া প্রার্থীদের সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : আপনার পাঠানো আবেদনের ভিত্তিতে প্রথমে, প্রথম পর্যায়ের বাছাই হবে, তারপর আপনাকে মনোনীত করা হলে, ইন্টারভিউতে ডাকা হবে।
আবেদন শেষ : 17 May 2023
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Click Here |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now