স্বাধীনতা দিবসেই মোদি ঘোষণা করলেন বিশ্বকর্মা যোজনা! কারা পাবেন টাকা?

0
63
Vishwakarma Yojana

Vishwakarma Yojana: স্বাধীনতা দিবসে  সুখবর দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, সাধারণ মানুষকে টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার লালকেল্লাতে জাতীয় পতাকা উত্তোলন করেন।  এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি জানান কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প শুরু হতে চলেছে। আর এই প্রকল্পে টাকা পাবেন দেশের অত্যন্ত সাধারণ মানুষ। এই প্রকল্পের নাম বিশ্বকর্মা যোজনা যা আগামী বিশ্বকর্মা পুজোর দিন শুরু হবে। কারা কারা এই প্রকল্পে কী সুবিধা পাবেন তাও জানান প্রধানমন্ত্রী। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেব। 

 

কি কি সুবিধা থাকবে?  

প্রধানমন্ত্রী জানান, আগামী মাসে বিশ্বকর্মা জয়ন্তীতে ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে নতুন প্রকল্প তৈরি হয়েছে, যার নাম ‘বিশ্বকর্মা যোজনা’। তিনি আরও বলেন- 

  • OBC শিল্পীদের উন্নতিতে প্রায় ১৪ হাজার কোটির বিনিয়োগ করবে সরকার।
  • কলোনি,ঝুপড়ি,ভাড়াবাড়িতে থাকেন এমন ব্যক্তিদের জন্য সহজ শর্তে ঋণ দেবে কেন্দ্র। 
  • দরিদ্র শ্রমিক শ্রেণির মানুষজন যাতে সহজ শর্তে ঋণ পান, সেই ব্যবস্থা করবে সরকার 
  • সব মিলিয়ে ১৩,০০০ কোটি থেকে ১৫,০০০ কোটি টাকা সাহায্য করবে সরকার।
  • সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকদের সাহায্য করবে। এই তালিকাতে থাকবেন স্বর্ণকার, কামার, নাপিত ও চর্মশিল্পিরাও।

 

তিনি আরও বলেন- 

  • মুদ্রা যোজনার মাধ্যমে যুবক-যুবতীরা ব্যবসা শুরু করার জন্য সরকারের কাছ থেকে ২০ লক্ষ কোটি টাকা পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আট কোটি মানুষ ব্যবসা শুরু করেছে। প্রতিটি ব্যবসায় ১ থেকে ২ জনের কর্মসংস্থান হয়েছে।
  • আমরা লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি বন্ধ করেছি এবং দরিদ্রদের কল্যাণে আরও বেশি অর্থ ব্যয় করেছি। এর আগে কেন্দ্র সরকার রাজ্যকে ৩০ লক্ষ কোটি টাকার তহবিল দিয়ছে। 
  • নতুন নতুন প্রকল্পের মাধ্যমে, যুবশক্তিকে আরও শক্তিশালী করা এই সরকারের কাজ।
See also  যুবশ্রী প্রকল্প/বেকার ভাতা প্রকল্প: অনলাইন আবেদন পদ্ধতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here