Typing Work From Home Jobs:- আমাদের জীবনে মোবাইল ফোন এক অভিন্ন অঙ্গ হয়ে পড়েছে। কিন্তু এই মোবাইল শুধু বিনোদনের জন্য নয়, এবার থেকে আপনার হাতের মোবাইলটি দিয়ে ডলারে ইনকাম করতে পারবেন। writerslabs.com – সেরকমই একটি সুযোগ করে দিয়েছে। এবার টাইপিং ওয়ার্ক করে প্রচুর ইনকাম করুন। বাড়িতে বসে মোবাইলে, পেজ দেখে টাইপিং করে প্রচুর ইনকাম করতে পারবেন ।
আপনি যদি স্টুডেন্ট হোন, হাউসওয়াইফ হোন, বা কোন কাজ করেন – সবকিছুর পাশাপাশি, পার্ট টাইম কাজ করতে পারবেন। কারন এটি ওয়ার্ক ফ্রম হোম (Typing Work From Home Jobs) সাথে ওয়ার্ক ফ্রম মোবাইল। আপনি যেকোন জায়গায় বসবাস করুন না কেন, ছেলে হোন, বা মেয়ে, নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায়- এই কাজটি করতে পারবেন। চলুনে জেনে নিই, কিভাবে?
কি কাজ করতে হবে?
এখানে কিছু নির্দিষ্ট পেজ থাকবে, (Typing Work From Home Jobs) এই পেজে যা লেখা থাকবে, সেটা দেখে দেখে কম্পিউটার বা মোবাইল দিয়ে টাইপ করতে হবে। প্রতি পৃষ্ঠা(পেজ) টাইপ করার জন্য আপনি এখানে টাকা পাবেন। এই টাকা ব্যাঙ্কে তুলতে পারবেন। ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু সহ এখানে প্রচুর ভাষা রয়েছে – আপনি আপনার মাতৃভাষায় এখানে কাজ করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা – Typing Work From Home Jobs
writerslabs.com – এখানে আপনি যদি কাজ করতে চান, তাহলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন যেকোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। এর সাথে ইংরেজি ও অন্যান্য ভাষা সম্পর্কে ভালো জ্ঞ্যান থাকতে হবে। এবং সেই ভাষায় টাইপ করার সক্ষমতা থাকতে হবে। আপনি এখানে মোবাইল থেকেও টাইপ করতে পারবেন, তবে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে ভালো হয়।
বিশেষ সুবিধা – Typing Work From Home Jobs
Free registration |
On time payments |
The highest wages |
Working from home according to your schedule |
Orders in the fields you choose |
24/7 full support |
পেমেন্ট কিভাবে পাবো?
এখানে প্রতি পেজে ২ ডলার থেকে ২৬ ডলার পর্যন্ত পেমেন্ট করা হয়, ভারতীয় টাকায় যা ১৬০টাকা/- থেকে ২,১৬৫/- টাকা পর্যন্ত। যখন আপনার ইনকাম ৫০ ডলার হয়ে যাবে, তখন PayPal, Payoneer – এর মাধ্যমে টাকা ব্যাঙ্কে নিতে পারবেন।
কিভাবে কাজ করবেন?
১) প্রথমে আপনাকে, https://writerslabs.com/signup – এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করে, একটি একাউন্ট বানাতে হবে। যেখানে আপনার ব্যাক্তিগত তথ্য, ইমেল, ফোন নম্বর দিতে হবে। এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কশীট আপলোড করতে হবে।

২) তারপর একটা টেস্ট দিতে হবে, যার মধ্যে English MCQ Test, Essay Writing রয়েছে।
৩) একবার টেস্টে পাস করে গেলে, এখানে কাজ শুরু করতে পারবেন।