পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য Survey of India -তে চাকরির বিশেষ সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সাইন্স এবং টেকনোলজি বিষয়ক দপ্তরের অফিসিয়াল সাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং তাতে একাধিক গ্রূপ ডি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরুর কথা জানানো হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১.০৫.২০২৩ পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে সহজেই জেনে নেব Survey of India Recruitment 2023 এ কোথায় কিভাবে আবেদন করবেন এবং আবেদন সম্পর্কিত একাধিক তথ্য।
নিয়োগকারী সংস্থা
সার্ভে অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ সাইন্স এবং টেকনোলজি।
পদের বিবরণ
পদের নাম : মোটর ড্রাইভার-কাম মেকানিক।
শূন্যপদ : ২১ টি। (Gen – ৭ টি, SC – ২ টি, ST – ৪ টি, OBC – ৮ টি।)
মাসিক বেতন : লেভেল ২ অনুসারে, ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতা : আবেদনকারীকে হিন্দি অথবা ইংরেজি ভাষা জানতে হবে। বড় গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স পাহাড়ি এলাকায় চালানোর জন্যও বৈধ হতে হবে। সেইসাথে গাড়ির পার্টস সম্বন্ধে অভিজ্ঞতা, রিপেয়ারিং করার ক্ষমতা থাকা বাধ্যতামূলক।
*অটোমোবাইল নিয়ে কোনো ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স অথবা কোনো গ্যারেজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : ৩১.০৫.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
চাকরির স্থান : ভারতের যেকোনো জায়গায় চাকরি হতে পারে।
আবেদন পদ্ধতি : অফলাইনে ফর্মফিলাপ করে জমা করতে হবে। (নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করুন)
প্রার্থী বাছাই পদ্ধতি : মোটর ড্রাইভিং এবং রিপেয়ারিং এর দক্ষতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৩১.০৫.২০২৩
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Click Here |
Form Download | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |