SSC GD Upcoming Vacancy 2023: ২০২৩ এর শেষে এবার প্রচুর শূন্যপদে GD কনস্টেবল নিয়োগ হবে। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব বিজ্ঞপ্তিতে মোট কত শূন্যপদ থাকতে পারে, কবে নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কারা আবেদন করতে পারবে ইত্যাদি বিষয়গুলি।
নিয়োগকারী সংস্থা-
Staff Selection Commission (SSC)
আবেদন কবে শুরু হবে?
২৪ শে নভেম্বর, ২০২৩ থেকে মোটামুটি ২৮ শে ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
পদের নাম- GD (General Duty)
মোট শূন্যপদ- এখানে মোট ৩০ থেকে ৪০ হাজার মত শূন্যপদ থাকতে পারে।
শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। তাছাড়া উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন যোগ্য তবে সে ক্ষেত্রে বাড়তি সুযোগ-সুবিধা পাওয়া যায় না।
বয়স সীমা- SSC GD কনস্টেবল আবেদনের জন্য ন্যূনতম ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে সরকারের নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে।
বেতন- এই পদে চাকরি পেলে তাদের মাসিক বেতন থাকবে level 2 অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
SSC GD এর বিভিন্ন পোস্টঃ
GD কন্সটেবেল এর বিভিন্ন পোস্ট রয়েছে। যেমন-
- Border security force (BSF)
- Central industrial security force (CISF)
- Central reserve police force (CRPF)
- Indo-Tibetan Border Police (ITBP)
- Sashastra Seema Bal (SSB)
- National Investigation Agency (NIA)
- Secretariat Security Force (SSF)
সিলেকশন প্রসেসঃ
এখানে প্রার্থীদের নিন্মলিখিত ধাপগুলির মাধ্যমে নিয়োগ করা হয়-
১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
২) শারীরিক মান পরীক্ষা (PST)
৩) শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
৪) মেডিকেল পরীক্ষা
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সিলেবাসঃ
নতুন লিখিত পরীক্ষার প্যাটার্ন অনুসারে, মোট ৮০ টি প্রশ্ন থাকবে যার মোট ১৬০ নম্বর থাকবেন এবং মোট সময় থাকবে ৬০ মিনিট। নীচে পরীক্ষার বিস্তারিত সিলেবাস আলছনান করা হল।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
General Intelligence and reasoning | 20 | 40 |
General Awareness and General Knowledge | 20 | 40 |
Elementary Mathematics | 20 | 40 |
English/Hindi | 20 | 40 |
Total | 80 | 160 |
শারীরিক দক্ষতা পরীক্ষার প্যাটার্নঃ
প্রার্থীদের নীচে দেওয়া সময়ের মধ্যে রেস ক্লিয়ার করতে হবে-
ছেলে | মেয়ে |
5 km in 24 min | 1.6 km in 8½ min |
শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট পরীক্ষার প্যাটার্নঃ
উচ্চতা-
Caste | ছেলে | মেয়ে |
General, SC & OBC | 170 cm | 157 cm |
ST | 162.5 cm | 150 cm |
বুকের মাপ-
General, SC & OBC দের 80 cm এবং ফুলিয়ে 85 cm, ST দের 76 cm এবং ফুলিয়ে 81 cm । এখানে মেয়েদের বুকের মাপ লাগবে না।
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে ssc এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। তারপর নিজেদের ছবি এবং সই আপলোড করতে হবে। তারপর সাবমিট করে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক প্রতিবেদনের নীচে দেওয়া আছে।
আবেদন ফিঃ
GENERAL/OBC/EWS | 100/- |
SC/ST/FEMALE | NO Fees |