আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৬০০ শুন্যপদে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনি উচ্চমাধ্যমিক পাশে খুব সহজেই আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই, বয়স, বেতন কাঠামো, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে ।
নিয়োগকারী সংস্থা
- Staff Selection Commission,
- Government of India,
- Ministry of Personnel, Public
- Grievances & Pensions
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | 09-05-2023 |
আবেদনের লাস্ট ডেট | 08-06-2023 |
ভুল সংশোধন | 14-06-2023 to 15-06-2023 |
CBT 1 | Aug, 2023 |
CBT 2 | পরে জানানো হবে |
পদের বিবরন
১) পদের নাম- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
মাসিক বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া যারা উচ্চমাধ্যমিক পরিক্ষা দিয়েছেন, তারাও আবেদনযোগ্য, যদি তাদের রেজাল্ট ০১/০৮/২০২৩ তারিখের আগে প্রকাশিত হয়।
২) পদের নাম- Data Entry Operator (DEO)
মাসিক বেতন- পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া যারা উচ্চমাধ্যমিক পরিক্ষা দিয়েছেন, তারাও আবেদনযোগ্য, যদি তাদের রেজাল্ট ০১/০৮/২০২৩ তারিখের আগে প্রকাশিত হয়।
৩) পদের নাম- Data Entry Operator, Grade ‘A
মাসিক বেতন- পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা প্রতিমাসে।
শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
মোট শুন্যপদ- ১৬০০টি,
বয়স- ০১/০৮/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ ST-০৫ বছর এবং OBC-০৩ বছর বয়সের ছাড় পাবেন।
জন্মতারিখ- আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ০২/০৮/১৯৯৬ তারিখের পর থেকে ০১/০৮/২০০৫ তারিখের আগে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করে একটি একাউন্ট বানাতে হবে। এরপর, একাউন্ট লগইন করে পোষ্ট বাছাই করে,কালার ফটো ও সিগনেচার আপ্লোড করে আবেদন করতে হবে। ফোটোর সাইজ হবে ২০ থেকে ৫০কেবির মধ্যে এবং সিগনেচার ১০ থেকে ২০কেবির মধ্যে।
আবেদনের শেষ তারিখ- ০৮ই জুন ২০২৩।
আবেদন ফি- জেনারেল/OBC শুধুমাত্র ছেলেদের জন্য ১০০/- টাকা ফি ধার্য করা হয়েছে, SC/ST/PWD ও মহিলা প্রার্থীদের কোনো ফি নেই।
প্রার্থী বাছাই পদ্ধতি- এখানে ৩টি ধাপে প্রার্থী বাছাই করা হবে, CBT-I ২) CBT-II ৩) স্কিল টেস্ট । সিলেবাস ও পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।
পরীক্ষা সেন্টার- Asansol, Burdwan, Durgapur, Kalyani, Kolkata, Siliguri (West Bengal)
Important Links
Official Notice | Download |
Official Website | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |