Thursday, June 1, 2023

SSC এর ১৬০০ শুন্যপদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে আবেদন

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১৬০০ শুন্যপদে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনি উচ্চমাধ্যমিক পাশে খুব সহজেই আবেদন করতে পারবেন। চলুন জেনে নিই, বয়স, বেতন কাঠামো, আবেদন ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে ।

 

নিয়োগকারী সংস্থা

  • Staff Selection Commission,
  • Government of India,
  • Ministry of Personnel, Public
  • Grievances & Pensions

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ 09-05-2023 
আবেদনের লাস্ট ডেট 08-06-2023
ভুল সংশোধন 14-06-2023 to 15-06-2023
CBT 1 Aug, 2023
CBT 2 পরে জানানো হবে

 

পদের বিবরন

১) পদের নাম- Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

মাসিক বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা প্রতিমাসে।

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া যারা উচ্চমাধ্যমিক পরিক্ষা দিয়েছেন, তারাও আবেদনযোগ্য, যদি তাদের রেজাল্ট ০১/০৮/২০২৩ তারিখের আগে প্রকাশিত হয়।

 

২) পদের নাম- Data Entry Operator (DEO)

মাসিক বেতন- পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা প্রতিমাসে।

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া যারা উচ্চমাধ্যমিক পরিক্ষা দিয়েছেন, তারাও আবেদনযোগ্য, যদি তাদের রেজাল্ট ০১/০৮/২০২৩ তারিখের আগে প্রকাশিত হয়।

 

৩) পদের নাম- Data Entry Operator, Grade ‘A

মাসিক বেতন- পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা প্রতিমাসে।

শিক্ষাগত যোগ্যতা- কোনো স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন।

 

মোট শুন্যপদ- ১৬০০টি, 

বয়স- ০১/০৮/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ ST-০৫ বছর এবং OBC-০৩ বছর বয়সের ছাড় পাবেন।

জন্মতারিখ- আবেদনকারীর জন্মতারিখ হতে হবে ০২/০৮/১৯৯৬ তারিখের পর থেকে ০১/০৮/২০০৫ তারিখের আগে।

 

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করে একটি একাউন্ট বানাতে হবে। এরপর, একাউন্ট লগইন করে পোষ্ট বাছাই করে,কালার ফটো ও সিগনেচার আপ্লোড করে আবেদন করতে হবে। ফোটোর সাইজ হবে ২০ থেকে ৫০কেবির মধ্যে এবং সিগনেচার ১০ থেকে ২০কেবির মধ্যে।

আবেদনের শেষ তারিখ- ০৮ই জুন ২০২৩।

আবেদন ফি- জেনারেল/OBC শুধুমাত্র ছেলেদের জন্য ১০০/- টাকা ফি ধার্য করা হয়েছে, SC/ST/PWD ও মহিলা প্রার্থীদের কোনো ফি নেই।

প্রার্থী বাছাই পদ্ধতি- এখানে ৩টি ধাপে প্রার্থী বাছাই করা হবে, CBT-I ২) CBT-II ৩) স্কিল টেস্ট । সিলেবাস ও পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন।

পরীক্ষা সেন্টার- Asansol, Burdwan, Durgapur, Kalyani, Kolkata, Siliguri (West Bengal)

 

Important Links

Official Notice Download
Official Website Click Here
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App Download

Related Article

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...

পশ্চিমবঙ্গে ২০০০ শুন্যপদে বন সহায়ক নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন চলছে

পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে ২০০০ শুন্যপদে বন সহায়ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনি নূন্যতম অষ্টম শ্রেণী...
- Advertisment -

Most Popular