সশস্ত্র সীমা বল (SSB) এর অফিসিয়াল সাইটে SSB Recruitment 2023 এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তাতে কনস্টেবল ট্রেডসম্যান শূন্যপদে নিয়োগের আবেদন জমা নেওয়ার কথা বলা হয়েছে। সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থী এই পদে আবেদন করার প্রক্রিয়া জেনে নিন।
নিয়োগকারী সংস্থা
Sashastra Seema Bal (SSB)
অফিসিয়াল ওয়েবসাইট : ssbrectt.gov.in
পদের বিবরণ :
পদের নাম : কনস্টেবল ট্রেডসম্যান।
মোট শূন্যপদ : ৫৪৩ টি। (UR – ২৬৫ টি, EWS – ৪৪ টি, OBC – ১৩৭ টি, SC – ৬৩ টি, ST – ৩৪ টি।)
মাসিক বেতন : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
আবেদন পদ্ধতি : নিচে দেওয়া সকল পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা SSB এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssbrectt.gov.in এ গিয়ে ফর্ম ফিলাপ করে নিজেদের আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর প্রাপ্ত সংশাপত্রটি প্রিন্ট আউট করে অথবা পিডিএফ হিসেবে সেভ করে অত্যন্ত যত্নে নিজেদের কাছে রেখে দেবেন চাকরিপ্রার্থীদের।
আবেদন ফি : UR/ EWS/ OBC প্রার্থীদের জন্য ১০০/- টাকা। SC/ ST/ Ex-Serviceman/ Female প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে না।
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা :
পদের নাম | মোট শূন্যপদ |
ড্রাইভার | ৯৬ টি। |
ভেটেরিনারি | ২৪ টি। |
কার্পেন্টার | ০১ টি। |
ব্ল্যাকস্মিথ | ০৩ টি। |
পেইন্টার | ০৩ টি। |
ওয়াশারম্যান (শুধুমাত্র পুরুষ) | ৫৮ টি। |
বার্বার (শুধুমাত্র পুরুষ) | ১৯ টি। |
সাফাইওয়ালা (শুধুমাত্র পুরুষ) | ৮১ টি। |
টেইলার | ০৪ টি। |
গার্ডেনার | ০৪ টি। |
কবলার | ০৫ টি। |
কুক | ১৬৬ টি। |
ওয়াটার ক্যারিয়ার | ৭৯ টি। |
চাকরির খবর : ভারতীয় রেলে কয়েকশো কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন শুরু।
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | বয়স | শিক্ষাগত যোগ্যতা |
কনস্টেবল ড্রাইভার (পুরুষ) | ২১ – ২৭ বছর | মাধ্যমিক পাশ এবং সেইসাথে বড় গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স চালাতে জানতে হবে। |
কনস্টেবল ভেটেরিনারি | ১৮ – ২৫ বছর | মাধ্যমিক পাশ এবং কোনো পশু হাসপাতালে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। |
কনস্টেবল (কার্পেন্টার, ব্ল্যাকস্মিথ, পেইন্টার) | ১৮ – ২৫ বছর | মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ITI পাশ হতে হবে। |
কনস্টেবল ( ওয়াশারম্যান, বার্বার, সাফাইওয়ালা, টেইলার, গার্ডেনার, কবলার, কুক, ওয়াটার ক্যারিয়ার) | ১৮ – ২৩ বছর | মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ITI পাশ হতে হবে। |
প্রার্থী বাছাই পদ্ধতি
১) লিখিত পরীক্ষা।
২) শারীরিক যোগ্যতা, ক্ষমতা ও স্কিল টেস্ট।
৩) ডকুমেন্ট ভেরিফিকেশান।
৪) মেডিক্যাল টেস্ট।
Event | Date |
---|---|
আবেদন শুরু | মে/ জুন 2023 (Expected) |
আবেদন শেষ | পরে জানানো হবে |
পরীক্ষার তারিখ | পরে জানানো হবে |
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Click Here |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |