SSB Constable Recruitment 2023– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? ডিফেন্সে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। সশস্ত্র সীমাবলে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।
(SSB Constable Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।
নিয়োগকারী সংস্থা | SASHASTRA SEEMA BAL/SSB |
পদের নাম | কনস্টেবল (general Duty) |
শুন্যপদ | Total 111 |
আবেদন পদ্ধতি | Online |
আবেদনের শেষ তারিখ | 19-11-2023 |
পদের বিবরন ও শুন্যপদ- (SSB Constable Recruitment 2023)
পদের নাম- কনস্টেবল (general Duty) – এখানে শুধুমাত্র স্পোর্টস কোটা থেকে আবেদন করা যাবে ।
বেতন- যদি আপনি এখানে আবেদন করেন, এবং এই পদে চাকরি পান তাহলে – পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে মাইনে পাবেন।
ভ্যাকান্সি- এখানে মোট ১১১টি শুন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়া শুধুমাত্র স্পোর্টস কোটা থেকে আবেদন করা যাবে। এছাড়া কোন কোন স্পোর্টস থেকে নিয়োগ করা হচ্ছে, সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন।
বয়স ও ছাড়
এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ২৩ বছর অবধি। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বয়সের ছাড়
OBC | 03 Years |
SC/ST | 05 Years |
প্রার্থী বাছাই পদ্ধতি – (SSB Constable Recruitment 2023)
আবেদনকারীদের ২টি ধাপের মাধ্যমে বাছাই করা হবে। স্পোর্টস কোটা ইন্টারন্যাশনাল প্রার্থী/মেডেল জয়ী প্রার্থী এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল অনুযায়ী নম্বর প্রেফারেন্স থাকবে। এছাড়া এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ হাইট, ওয়েট, মাঠ, রান পাশ করতে হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। SSB- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন।
আবেদন ফি
UR/OBC | Rs 100/- |
SC/ST/Female | No Fee |
অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় আবেদন ফি পেমেন্ট করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | — |
আবেদন শুরু | 21.10.2023 |
আবেদনের শেষ তারিখ | 19.11.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক
Official Notice | Download PDF |
Apply Link | Click Here |
More Details | Click Here |