Wednesday, May 31, 2023

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ৫০হাজার/- টাকা ।। আবেদন চলছে অনলাইনে

-শ্রম কার্ড থাকলে আপনি এবার কেন্দ্র সরকার দিচ্ছে ৫০ হাজার টাকা লোন। আপনি যদি Street Vendor (রাস্তার পাশে দোকানী)হন, তাহলে আপনি কেন্দ্র সরকারের পক্ষ থেকে নূন্যতম ১০হাজার/- টাকা ও সর্বচ্চ ৫০হাজার/- টাকা লোন পেতে পারেন সেবানিধি (PM Sevanidhi) প্রকল্পে। চলুন জেনে নিই কিভাবে এখানে আবেদন করবেন?

 

কারা PM Sevanidhi প্রকল্পে আবেদনযোগ্য?

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • অবশ্যই Street Vendor হতে হবে (রাস্তার পাশে সবজি, ফুল, ফল বিক্রেতা বা যেকোন দোকান)।

 

সেবানিধি প্রকল্পের সুবিধা

  • এখানে আপনি ব্যবসা বাড়ানোর জন্য নূন্যতম ১০হাজার/- টাকা ও সর্বচ্চ ৫০হাজার/- টাকা লোন পাবেন। 
  • নিয়মিত ঋণ পরিশোধে করলে ইনসেন্টিভ পাবেন।
  • ডিজিটাল ট্রাঞ্জাকশন (অনলাইনে পেমেন্ট অ্যাকসেপ্ট) করলে, রিওয়ার্ড পাবেন।
  • লোন নেবার জন্য এখানে কোনো কিছু মর্টগেজ বা বন্ধক রাখতে হবে না এবং কোনো গ্যারান্টার লাগবে না।

 

আরও পড়ুন- থাকা-খাওয়া সহ, কেন্দ্র সরকারের ফ্রি ট্রেনিং, স্টাইপেন্ড ও চাকরি

 

কত টাকা লোন পাব?

এখানে ৩ ধরনের লোন সিস্টেম রয়েছে। 

1st term Loan- 10,000/-
2nd term Loan- 20,000/-
3rd term Loan- 50,000/-

 

এই লোনের সুদ কত?

টাইম মতো লোনের কিস্তি পরিশোধ করলে ৭% হারে সুদ দিতে হবে ।

 

কি কি ডকুমেন্ট লাগবে?

  • আধার কার্ড,
  • ভেন্ডিং সার্টিফিকেট, ID কার্ড,
  • ভোটার কার্ড,
  • ব্যাঙ্ক একাউন্ট ।

 

আরও পড়ুন- মোদি দিচ্ছে ১২হাজার টাকা, বাড়িতে পাকা টয়লেট বানানোর জন্য

 

আবেদন পদ্ধতি?

সেবানিধি প্রকল্পে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আধার কার্ডে OTP ভেরিফিকেশন বা বায়োমেট্রিক এর মাধ্যমে Ekyc করতে হবে। এর জন্য আপনার আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে।

 

স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি

প্রথমে আপনাকে https://pmsvanidhi.mohua.gov.in/ এই ওয়েবসাইটে আসতে হবে,

২) এরপরে, ডান সাইডে একদম উপরে LOGIN অপশনে ক্লিক করে Applicant অপশনে ক্লিক করতে হবে,

৩) তারপর, মোবাইল নম্বর এবং OTP বসিয়ে Submit এ ক্লিক করে, পরবর্তী পেজে যাবেন,

৪) এরপরে, Do you have Aadhaar Card ? অপশনে Yes-এ ক্লিক করবেন। তারপর Vendor Categories সিলেক্ট করে, Survey Reference Number (SRN) * বসাবেন। তারপর, Certificate of Vending (CoV) বা Vending Identity Card (ID Card) এর নম্বর বসিয়ে পরবর্তী পেজে যেতে হবে।

৫) পরবর্তী পেজে আধার নম্বর বসিয়ে OTP বা বায়োমেট্রিকের সাহায্যে EKYC করবেন।

৬) এরপরের পেজে ডকুমেন্ট আপলোড করে ফর্মটি সাবমিট করে দেবেন। তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

এরপরে আবেদন এপ্রুভ না রিজেক্ট হল সেটা চেক করার জন্য, একই মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখে নেবেন। আবেদন এপ্রুভ হবার পর, ব্যাঙ্ক বা সরকার থেকে ভেরিফিকেশনে আসতে পারে, তার কিছুদিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক একাউন্টে লোনের টাকা ঢুকে যাবে।

 

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Apply Now
Official Notification Download Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প 2022 | ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা’, 3.5 লক্ষ টাকার ছাড়

 চাকরির খবর ২৪৭ঃ  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে বিনামূল্যে ১০ থেকে...

বাংলার আবাস যোজনা ২০২২-২৩ । নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে । কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় জমা দেবেন?

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...

সুখবর! কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য নিয়ে এলো দারুন একটি প্রকল্প। দেখে নিন কিভাবে আবেদন জানাবেন।

ভারতের "আজাদি কা অমৃত মহোৎসব" -কে স্মরণীয় করে রাখতে এবছর বাজেট অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন "মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট" নামক একটি প্রকল্পের ঘোষণা...

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন, প্রতিমাসে ৩,০০০/- টাকা.. National Pension Scheme

National Pension Scheme/NPS National Pension Scheme/NPS: যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে, আপনি প্রতিমাসে ৩,০০০/- টাকা পেতে পারেন খুব সহজেই। ন্যাশনাল পেনশন স্কিম (NPS)...
- Advertisment -

Most Popular