সরকারি যে কোনো পরিষেবা মিলবে আপনার মোবাইলের এক ক্লিকেই! না মোটেই কিছু বাড়িয়ে বলছিনা। ভারত সরকারের National Government Services Portal শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ একাধিক বিষয়ের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও ত্রুটি সমাধানের সহজলভ্য একটি ঠিকানা হয়ে উঠেছে। বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পোর্টালে যেসব পরিষেবাগুলি পাবেন :
ভারত সরকারের National Government Services Portal এ রাজ্য কিংবা কেন্দ্র সরকারি প্রায় ১৩৫০০ টি পরিষেবা আপনার এবার হাতের নাগালেই। এখানে আপনি যেসব দপ্তরের সরকারি পরিষেবাগুলি পাবেন, তার একটি লিষ্ট নীচে দেওয়া হলো।
১) স্কলারশিপ এবং উচ্চশিক্ষায় আবেদনমূলক পরিষেবা।
২) স্বাস্থ্য এবং স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন যোজনামূলক পরিষেবা।
৩) বিদ্যুৎ ও জলের কানেকশন এবং জমির খাজনা প্রদান বিষয়ক পরিষেবা।
৪) বিভিন্ন সরকারি চাকরির আবেদনের সুযোগ।
৫) সরকারি চাকুরিজীবীদের পেনশন সম্পর্কিত পরিষেবা।
৬) সরকারি পরিষেবামূলক ত্রুটি অভিযোগ করার সুযোগ।
৭) আদালতে চলা কোনো মামলার বিবরণী।
৮) ভ্রমণে প্রয়োজনীয় বিভিন্ন আবেদনমূলক পরিষেবা।
৯) ব্যবসায় লাইসেন্স সম্পর্কিত পরিষেবা।
১০) ভিসা এববং পাসপোর্ট এর আবেদন বিষয়ক পরিষেবা।
এছাড়াও পাবেন, আধারের সাথে প্যান কার্ড এর লিংক, আধার কার্ডের অনলাইন স্ট্যাটাস চেক, কিষান সম্মাননিধি ও উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশনের আবেদন জাতীয় গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি।
কিভাবে মিলবে এই পরিষেবা :
আপনি যেকোনো রাজ্যের, যেকোনো শহর কিংবা গ্রামের বাসিন্দা হোন না কেন এই পোর্টালে শুধুমাত্র পিন কোড দিয়ে সার্চ করলেই জানতে পারবেন আপনার দরকারি পরিষেবাগুলি সম্পর্কে একগুচ্ছ তথ্য। আপনাকে শুধু আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ব্রাউজারে টাইপ করতে হবে https://services.india.gov.in/ সাইটটি। এখানে আপনি ভারতের সব রাজ্যের সবরকম দপ্তরের একগুচ্ছ পরিষেবামূলক তথ্য পেয়ে যাবেন। আপনি আপনার রাজ্যের নাম কিংবা শুধুমাত্র পিন কোড নম্বর দিয়েও সার্চ করে পরিষেবা পেতে পারেন।
উপসংহার
এই পোর্টাল জনসাধারণের জন্য একটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আপনি যদি কমন সার্ভিস সেন্টারের (CSC) একজন কর্মী হয়ে থাকেন তবে আপনার কাজে সময় ও পরিশ্রম অনেকটাই লাঘব করবে এই পোর্টাল। আপনাকে আর বিভিন্ন সরকারি ওয়েবসাইট এ গিয়ে হন্যে হয়ে ঘুরতে হবেনা, এই একটিমাত্র সাইটই আপনার সকল কাজের মুশকিলআসান প্রমাণিত হতে পারে। এছাড়া আপনার যদি মনে হয় কোনো সরকারি পরিষেবা এই পোর্টালে যুক্ত হওয়া উচিত, তাহলে আপনি সেটা যুক্ত করার আবেদনও জানাতে পারেন, আপনার পরামর্শ বিবেচনার পর সংযুক্ত হয়ে যাবে।
Important Links
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |