September Month Top 10 govt job: আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে। এর পাশাপাশি প্রত্যেকটি চাকরির নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরব।
1) Indian Army HQ MTS Recruitment:
পদের নাম- MTS (Messengers), MTS (Daftary), Cook, washerman, mazdoor, MTS (Gardener)
2) Railway Apprentice Recruitment:
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ২৪০৯ টি
আবেদনের লাস্ট ডেট- ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩
বয়সসীমা- ২৯ শে আগস্ট, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিন্ম ১৫ বছর এবং সর্বচ্চ ২৪ বছরের মধ্যে বয়স হওয়া লাগবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে সর্বনিন্ম ৫০% নম্বর নিয়ে এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI করা লাগবে।
Apply Now- Click Here
3) Delhi Police Constable Recruitment:
পদের নাম– Constable Male & Female
শূন্যপদ- এখানে ছেলেদের জন্য ৫০৫৬ টি শূন্যপদ রয়েছে এবং মেয়েদের জন্য ২৪৯১ টি শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ন হতে হবে। ছেলেদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা- ০১/০৭/২০২৩ তারিখ অনুসারে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে ৩ এবং ৫ বছরের বয়সের ছাড় পাবে।
Apply Now- Click Here
4) AAI Airport Recruitment:
পদের নাম– Handyman & Utility Agent
শূন্যপদ- এখানে Handyman এর জন্য ৯৭১ টি শূন্যপদ রয়েছে এবং Utility Agent এর জন্য ২৭ টি শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ১৮ শে সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স সর্বচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে ৩ এবং ৫ বছরের বয়সের ছাড় পাবে।
আবেদন প্রক্রিয়া- অফলাইন
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
HRD Department,
AI Airport Services Limited,
GSD Complex, Near Sahar Police Station,
CSMI Airport, Terminal-2, Gate No. 5,
Sahar, Andheri-East, Mumbai-400099.
5) SBI PO Recruitment:
পদের নাম– Probationary Officer
শূন্যপদ- এখানে মোট ২০০০ শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স ২১ বছর থেকে সর্বচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে ৩ এবং ৫ বছরের বয়সের ছাড় পাবে।
Apply Now- Click Here
6) Food SI Recruitment:
পদের নাম– Food Sub Inspector
শূন্যপদ- এখানে মোট ৪৮০ শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ২০ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। OBC প্রার্থীরা ৩ বছরের এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে এবং PWD প্রার্থী হয়ে থাকলে তারা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
Apply Now- Click Here
7) RBI Bank Assistant Recruitment:
পদের নাম– RBI Assistant
শূন্যপদ- এখানে মোট ৪৫০ শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ০৪ অক্টোবর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য 50% নম্বরসহ যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৭ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ২৯ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।
Apply Now- Click Here
8) Forest Department ldc Recruitment:
পদের নাম– Lower Division Clerk (LDC)
শূন্যপদ- এখানে মোট ৭ শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ২৯ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের –
১) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
২) ইংরেজি টাইপিং স্পিড 30 wpm এবং হিন্দি টাইপিং স্পিড 25 wpm থাকতে হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ৩০ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ৩২ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- অফলাইন
9) Indian Military Academy Recruitment:
পদের নাম– MT Driver, LDC, Cook Special, Waiter
শূন্যপদ- এখানে মোট ১৭ শূন্যপদ রয়েছে।
আবেদনের লাস্ট ডেট- ০৪ অক্টোবর, ২০২৩
শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য নুন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।
বয়সসীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া- এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
10) Indian Coast Guard Recruitment:
১) পদের নাম– নাবিক (General Duty)
শূন্যপদ- এখানে ২৬০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। কেবলমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবে।
২) পদের নাম– নাবিক (Domestic Branch)
শূন্যপদ- এখানে ৩০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্স নিয়ে পাশ করতে হবে। কেবলমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবে।
৩) পদের নাম– যান্ত্রিক
শূন্যপদ- এখানে ৬০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশের সাথে Electrical/Mechanical/Electronics/Telecommunication এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। কেবলমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবে।
বয়সসীমা- প্রতিক্ষেত্রেই আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে সর্বচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে ৩ এবং ৫ বছরের বয়সের ছাড় পাবে।
Apply Now- Click Here