AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

পুরোনো কয়েন/নোট বিক্রি করুন লাখ টাকায়-এইভাবে

আপনার কাছে কি পুরোনো নোট বা কয়েন আছে? বিক্রি করতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর, সঠিক কালেক্টর সঠিক জায়গায় বিক্রি করতে পারলে, আপনার পুরোনো নোট বা কয়েনটির দাম হতে পারে কয়েক লাখ টাকা। চলুন এই কয়েন বা নোট বিক্রি করার সঠিক পদ্ধতি জেনে নিই।

 

কার কাছে বিক্রি করলে, দাম বেশি পাবেন?

১) মূলত এই কয়েন/নোট-গুলি ডিলার/দালাল বা কালেক্টর-রা কিনে থাকে,

২) আপনি যদি ডিলার/দালালের কাছে এই কয়েন/নোট বিক্রি করেন, সেক্ষেত্রে দাম বেশি পাবেন না, কারন তারা কম দামে কিনে, সেগুলোকে কয়েকগুন বেশি দামে কালেক্টর/কয়েন সংগ্রহকারীদের কাছে বিক্রি করবে,

৩) আপনি সরাসরি কালেক্টর/কয়েন সংগ্রহকারীদের কাছে কয়েন বিক্রি করতে পারেন, কিন্তু আপনি জানবেন কি করে কারা এই কয়েন/নোট কেনে? কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন?

এর জন্য অনলাইনে দুটি মাধ্যম খুবই জনপ্রিয়- 1) India Mart 2) OLX

 

India Mart/OLX-এ কিভাবে কয়েন বিক্রি করবেন?

এটি পুরোনো জিনিসপত্র কেনাবেচার একটি অনলাইন সংস্থা- 

১) প্রথমে, India Mart/OLX-এর এই ওয়েবসাইটে আপনার ফোন নম্বর ও OTP-এর সাহায্যে একটি একাউন্ট বানান,

২) তারপরে আপনার কাছে যেই কয়েন/নোটটি আছে, তার ছবি তুলে এখানে একটি বিজ্ঞাপন দিন, বিজ্ঞাপন দেবার সময় আপনার লোকেশন এবং কয়েন/নোটটি যে দামে বিক্রি করতে চান, সেই দাম উল্লেখ করে দিন,

৩) এরপরে আপনার বিজ্ঞাপনটি ভারত এবং বিদেশের খরিদ্দার-রা দেখে, কেউ কিনতে ইচ্ছুক হলে India Mart/OLX এর ওয়েবসাইটে অথবা সরাসরি ফোন কলে আপনার সাথে যোগাযোগ করবে,

৪) তারপরে আপনি তার সাথে দামদামি করবেন, দাম ঠিক হলে আপনার লোকেশনে এসে কয়েন দেখে ভেরিফি করে পছন্দ হলে, সেটি কিনে নিয়ে যাবে, আপনি ক্যাশ টাকা বা অনলাইনের মাধ্যমে সরাসরি ব্যাঙ্কে পেমেন্ট পেয়ে যাবেন।

 

কয়েন/নোটের সঠিক মূল্য কত, কিভাবে জানবেন?

১) দেখুন, এর কোনো ফিক্সড রেট হয়না,

See also  Land Aadhaar Link: এখনি আপনার জমির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিন।

২) যত পুরোনো কয়েন বা নোট, তত দাম বেশি,

৩) এছাড়া যে কয়েন কিনছে সে কত দাম দিতে পারে-তার উপরও কয়েনের দাম নির্ভর করে,

একটি ২ টাকা নোটের দাম কয়েক লক্ষ টাকা দিয়ে কিনেছেন একজন বিদেশী খরিদ্দার, এমনও শোনা গেছে । এই ব্যাপারে আপনার জানাশোনা কেউ বিশেষজ্ঞ থাকলে তার কাছ থেকে পরামর্শ নিন।

 

Sharing Is Caring:

Leave a Comment