Security Guard Free Training: কেন্দ্র সরকারের ফ্রি সিকিউরিটি গার্ডের ট্রেনিং, স্কলারশিপ ও চাকরি

0
153
Security Guard Free Training

Security Guard Free Training: আজকে আমি আপনাদেরকে বলবো কেন্দ্র সরকারের সিকিউরিটি গার্ডের ট্রেনিং নিয়ে আপনি কিভাবে চাকরি পেতে পারেন? এই ট্রেনিং টি সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে ট্রেনিং চলাকালীন আপনি টাইপিং করবেন এছাড়াও ট্রেনিং শেষে কোন প্রাইভেট সংস্থায় আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার। এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন আমরা বিস্তারিত আলোচনা করছি এই রকম আরো চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চাকরির খবর  অ্যাপ টা কে ডাউনলোড করে রাখুন।

 

সিকিউরিটি গার্ডের কাজ কি?

আশাকরি সিকিউরিটি গার্ডের কাজ সম্পর্কে আপনারা সবাই জানেন। বিভিন্ন প্রাইভেট কম্পানির বাইরে যে সমস্ত সিকিউরিটি গার্ড থাকে যেখানে নাম এন্ট্রি এবং তাছাড়া নাম এক্সিট এই সমস্ত দেখাশোনা করা হয় আপনার কাজটা ঠিক এরকম হবে।

শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আপনি এই ট্রেনিং নিতে পারবেন।

বয়স- মিনিমাম ১৮ বছর, যে কোন ব্যাক্তি ছেলে ও মেয়ে সবাই এই ট্রেনিং নিতে পারবেন।

 

এই ট্রেনিং নিতে গেলে আপনাকে কোথায় আবেদন করতে হবে?

কেন্দ্রীয় সরকারের একটি কর্মমুখী প্রকল্প প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (p m k v y )। এই প্রকল্পে বিভিন্ন সেক্টরে আপনাকে ট্রেনিং দেয়া হয় যার মধ্যে সিকিউরিটি গার্ডের একটি ট্রেনিং রয়েছে। আপনি এই প্রকল্পে থেকে সিকিউরিটি গার্ডের ট্রেনিং দিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

 

চাকরি ও স্কলারশিপ?

এই ট্রেনিং চলাকালীন আপনি স্টাইপেন্ড পাবেন এবং এই ট্রেনিং সম্পূর্ণ হয়ে গেলে আপনি সার্টিফিকেট পাবেন । এছাড়াও যেখান থেকে অর্থাৎ যে সেন্টার থেকে আপনি ট্রেনিং-টা নেবেন, সেই সেন্টার থেকে আপনাকে যে কোন একটা প্রাইভেট ফার্মে চাকরির ব্যবস্থা করে দেবে।

 

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কি ও এই প্রকল্পের উদ্দেশ্য কি?

এই প্রকল্পের উদ্দেশ্য ভারতের সমস্ত বেকার ছেলে ও মেয়েদের স্কিল ডেভলেপমেন্টের ট্রেনিং করিয়ে একটি চাকরি পাইয়ে দেওয়া । একটা চাকরি করতে গেলে বেসিক যে সমস্ত স্কিল জানতে হয় সেই ট্রেনিং গুলো আপনাকে এখানে দেওয়া হয় । 

See also  প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 2023.. Pradhan Mantri Kaushal Vikas Yojana Online Apply 2023 | PMKVY

তবে ট্রেনিং এর শেষে ১০০% চাকরির গ্যারান্টি কেন্দ্র সরকার নেয় না, তবে এদের কিছু কোম্পানি, সংস্থার সাস্থে চুক্তি করা থাকে, সেখানে ভ্যাকান্সি থাকলে এরা জব প্রোভাইড করে ।

 

কতদিনের ট্রেনিং হয়?

এই কোর্সের ট্রেনিং হয় 3 মাস, আবার কোনটায় 6 মাস। এক্ষেত্রে বলে রাখি, অনেক ট্রেনিং সেন্টার আবাসিক হয়। মানে, এখানে থাকা ও খাওয়া দেয় সরকার থেকে বিনামূল্যে,  এবং ট্রেনিং করিয়ে চাকরি দেয়। 

 

ভর্তি কিভাবে হবেন/Apply কিভাবে করবেন?

এখানে অনলাইনে আবেদন করা যায় না।  আপনাকে অফলাইনে আবেদন করতে হবে 

১) প্রথমত, ট্রেনিং সেন্টারের ফোন নম্বর জোগাড় করে ফোন করুন, এবং জেনে নিন এখন কোন কোন কোর্সে এডমিশন চলছে, তারপর সব ডিটেইলস জেনে, ডকুমেন্টস নিয়ে সেন্টারে গিয়ে এডমিশন হয়ে আসুন

২) অনেকক্ষেত্রে, ইন্টারনেটে দেওয়া সেন্টারের ফোন নম্বরে ফোন লাগে না, বা ফোনের উত্তর দেয় না। সেক্ষেত্রে আপনি সরাসরি সেন্টারে গিয়ে, যোগাযোগ করুন। 

সারা বছর সেন্টারে এডমিশন চলে, তবে সব কোর্সে সব সময় ভর্তি হয়না, একটা ব্যাচ কমপ্লিট হয়ে, বেরোতে সময় লাগে।  এক্ষেত্রে আপনার পছন্দসই কোর্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। তবে নিয়মিত সেন্টারে খোজ নিলে পরের ব্যাচে আপনি অবশ্যই ভর্তি হতে পারবেন। 

 

আপনার লোকেশনের ট্রেনিং সেন্টার খুজবেন কিভাবে?

১) প্রথমত, আপনার লোকেশনের নাম দিয়ে তারপর PMKVY Center লিখুন Google এ, যদি আপনার সার্চ করা লোকেশনে ওই ট্রেনিং সেন্টার থাকে তাহলে, তার আড্রেস, ফোন নম্বর চলে আসবে। 

২) PMKVY – এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে, “Find Training Center” অপশনটিতে ক্লিক করে, Search by Location অপশনটি সিলেক্ট করে নিতে হবে।  তারপর আপনার  “State” এবং “District” বসিয়ে সার্চ করলে, আপনার জেলায় যতগুলি PMKVY ট্রেনিং সেন্টার রয়েছে, সবকটার নাম, এড্রেস, ফোন নম্বর, কোর্স ডিটেইলস চলে আসবে। 

See also  আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 

Important Links:- 

🌐 PMKVY WebsiteClick Here
🌐  Search Training CenterClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here