School Group D Recruitment 2023:– আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি পোষ্টে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।
(School Group D Recruitment 2023) এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।
নিয়োগকারী সংস্থা | Office of the Jhargram District Primary School Council |
পদের নাম | Lower Division Clerck & Group D |
শুন্যপদ | Total 04 |
আবেদন পদ্ধতি | Online |
আবেদনের শেষ তারিখ | 15.11.2023 |
বিজ্ঞপ্তি নং | Memo No : 615/JGM/DPSC/23 |
পদের বিবরন ও শুন্যপদ- (School Group D Recruitment 2023)
1) পদের নাম- Lower Division Clerck
ভ্যাকান্সি- এখানে মোট 02 জনকে নিয়োগ করা হচ্ছে। (Gen- 01, SC- 01)
বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, পে লেভেল ৬ অনুযায়ী 22,700/- টাকা থেকে 58,500/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকতে হবে।
সিলেকশন প্রসেস
এখানে ৩টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, শিক্ষাগত যোগ্যতার উপর সর্বচ্চ ৬০ নম্বর থাকবে, এরপর লিখিত পরীক্ষা হবে ৩০ নম্বরের, সবশেষে ইন্টারভিউ হবে ১০ নম্বরের, মোট এই ১০০ নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী সিলেক্ট করা হবে।
নম্বর বিভাজন
Subject | Mark |
Academic Qualification | 60 |
Written Test | 30 |
Interview | 10 |
Total | 100 |
Time | 45 Minutes |
লিখিত পরীক্ষার সিলেবাস
৩০ নম্বরের মাল্টিপল চয়েজ কোশ্চেন/MCQ থাকবে, এই সমস্ত বিষয়ে- বাংলা, ইংরেজি, অঙ্ক, GI, GK, কারেন্ট এফেয়ারস – প্রশ্নপত্র হবে মাধ্যমিক মানের। এখানে একটি প্রশ্ন ভুল করলে নেগেটিভ মার্ক থাকবে 0.25, মানে 4টি প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা যাবে।
2) পদের নাম- Group D
ভ্যাকান্সি- এখানে মোট 02 জনকে নিয়োগ করা হচ্ছে। (Gen- 01, SC- 01)
বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, পে লেভেল ১ অনুযায়ী 17,000/- টাকা থেকে 43,600/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে, কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে।
সিলেকশন প্রসেস
এখানে ৩টি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, রিডিং স্কিল যোগ্যতার উপর সর্বচ্চ ১০ নম্বর থাকবে, এরপর Writing Skill হবে ১০ নম্বরের, সবশেষে ইন্টারভিউ হবে ১০ নম্বরের, মোট এই ৩০ নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী সিলেক্ট করা হবে।
নম্বর বিভাজন
Subject | Mark |
Reading Skill | 10 |
Writing Skill | 10 |
Interview | 10 |
Total | 30 |
Time | 45 Minutes |
পরীক্ষার সিলেবাস
Reading Skill | Bengali 05 Marks, English 05 Marks (MCQ Type questions based on parqagraph reading) |
Writing Skill | Bengali 05 Marks, English 05 Marks |
বয়স ও ছাড়
উপরে যেকোন পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বচ্চ 40 বছর অবধি। 01.01.2023 তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বয়সের ছাড়
OBC | 03 Years |
SC/ST | 05 Years |
কোথায় নিয়োগ হচ্ছে?
ঝাড়গ্রাম জেলার District Primary School Council – থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। https://www.dpscjhargram.com/register এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন।
আবেদন ফি
Gen/OBC | Rs 300/- |
SC/ST/PWD | Rs 150/ |
ডকুমেন্ট
- Aadhar Card
- Qualification Cerificate (10th Or 8th pass marksheet)
- Proof of Date of Brith (Birth Certificate/School Leaving Certificate/10th Admit Card)
- Caste Certificate (If Avaiable)
- Passport Size Colour Photo
- Full Signature
- Screenshot of Fee Payment
অনলাইনে আবেদনের সময় এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে।
এই চাকরির ফর্ম ফিলাপ ভিডিও দেখুন
গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | 06.11.2023 |
আবেদন শুরু | 06.11.2023 |
আবেদনের শেষ তারিখ | 15.11.2023 till 6:00pm |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐Apply Link | Apply Link |
📄Official Notice | Download PDF |
More Details | Click Here |