SBI তে বিনামূল্যে অনলাইন কোর্স: SBI তে চাকরি করার সুযোগ কার না থাকে, কিন্তু হাতে গোনা কয়েকজন বাদে সবার ভাগ্যে তো আর চাকরি জোটে না। এই সমস্যার সমাধানে SBI এগিয়ে এসেছে বেশ কিছু অনলাইন কোর্স নিয়ে, যার সাথে দিচ্ছে তারা চাকরির সুযোগ। আজ এই প্রতিবেদনে আমরা জেনে নেব তারা কোন কোন কোর্স চালু করেছে এবং সেখানে কিভাবে আবেদন করতে হবে।
কোর্সের মাধ্যম:
ইতিমধ্যেই State Bank সময় এবং বাজার উপযোগী ক্ষুদ্রঋণ, গ্রাহক পরিষেবা, অর্থনৈতিক ব্যবস্থা, ক্রেডিট কার্ড ইত্যাদি নানান বিষয়ের উপর ৩০ টিরও বেশি কোর্স নিয়ে এসেছে। অবশ্যই কোর্সগুলো হবে Online Mode এ।
সুবিধা:
Course গুলি সম্পূর্ণ করার পরে আপনার যোগ্যতার প্রমাণ হিসেবে একটি Certificate দেবে SBI, পরবর্তীকালে ব্যাঙ্কের চাকরি হোক বা যেকোনো পরীক্ষা হোক, এই সার্টিফিকেট থাকলে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি:
A. সবার আগে আপনাকে যেতে হবে State Bank of India এর Official Website এ।
B. সেখানে গিয়ে ‘Homepage’ এর নিচের দিকে Scroll করলেই বিভিন্ন কোর্সের নাম দেখতে পাবেন।
C. এবারে আপনি যে কোর্সের জন্য ইচ্ছুক, সেই কোর্সের নামের অপর Click করে আপনাকে সমস্ত Instruction ভালো ভাবে পরে নিজের নাম ন করতে হবে।
D. নাম নথিভুক্তির পরে এবার আপনার কাছে কোর্স মেটেরিয়াল সহ সমস্ত কিছু চলে আসবে এবং অভিজ্ঞ Guide দের নির্দেশ মেনে আপনি কোর্স সফলভাবে শেষ করার পর পেয়ে যাবেন প্রমাণ হিসেবে একটি সার্টিফিকেট যেটি থাকলে আপনি বিভিন্ন চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
Important Links:
Official Website | Downoad |
Online Course | Download |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |