সামাজিক সুরক্ষা যোজনাঃ বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করা হয়েছে। যেমন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, রুপশ্রী ইত্যাদি প্রকল্প। আর এই সমস্ত প্রকল্পে আবেদন করলে ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা এমন কি ২৫ হাজার এবং ৩০ হাজার টাকাও পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে এমন একটি প্রকল্পের কথা বলবো যেটাতে আবেদন করলে মহিলারা এককালীন ২৫০০০ টাকা এবং ৬০ বছর বয়স হয়ে গেলে প্রত্যেক মাসে ১ হাজার টাকা করে পাবেন এবং সবশেষে আপনারা ২ লক্ষ ৫০০০০ টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন এবং ছাত্র-ছাত্রীদের জন্য পড়াশোনার খরচও দেওয়া হবে। এই প্রকল্পটির নাম হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। বর্তমানে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করবেন সবকিছুই এই প্রতিবেদনের মাধ্যমে আজকে জানিয়ে দেবো।
আবেদন করতে কি কি লাগবে?
- ভোটার কার্ড
- আধার কার্ড
- ব্যাংক একাউন্টের জেরক্স কপি
- পাসপোর্ট সাইজের দুই কপি ফটো
- লেবার কার্ড থাকলে তার জেরক্স
নমিনের কি কি লাগবে?
- ভোটার কার্ড
- আধার কার্ড
- ব্যাংক একাউন্টের জেরক্স কপি
- পাসপোর্ট সাইজের দুই কপি ফটো
`
কত টাকা করে দেওয়া হবে?
A. আবেদনকারী ৬০ বছরের উর্ধ্বে বয়স হলে | প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন |
B. দুর্ঘটনা কারণে মৃত্যু হলে | পরিবার পাবে এককালীন ২ লক্ষ টাকা |
C. স্বাভাবিক মৃত্যু হলে | পরিবার পাবে এককালীন ৫০ হাজার টাকা |
D. দুর্ঘটনা জনিত কারণে একটি চোখের দৃষ্টি ও একটি হাত অথবা পায়ের কর্ম ক্ষমতা হারালে | ১ লক্ষ টাকা |
ছাত্রছাত্রীরা কত টাকা পাবে?
A. একাদশ শ্রেণিতে পড়াশোনা করলে | ৪০০০ টাকা |
B. দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে | ৫০০০ টাকা |
C. ITI তে পাঠরত থাকলে | ৬০০০ টাকা |
D. স্নাতক স্তরে কলা/ বিজ্ঞান/ বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করলে | ১০০০০ টাকা |
E. শুধু স্নাতক স্তরে পড়াশোনা করলে | ৬০০০ টাকা |
F. `ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে | ৩০০০০ টাকা |
আবেদনের ক্ষেত্রে উল্লিখিত বিষয়ঃ
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- পরিবারের মাসিক আয় ৬৫০০ টাকার বেশি হলে চলবে না।
- আবেদনকারী কে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ
আপনি চাইলে অনলাইনে সামাজিক সুরক্ষা যোজনাতে আবেদন করতে পারেন। তাছাড়া অফলাইনেও এই প্রকল্পের আবেদন করা যায় তার জন্য আপনাকে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে আপনার পঞ্চায়েত অফিসে জমা দিয়ে আসতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে।
Important Links:
Official Website | Visit |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |