AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

৪৫০ টি শূন্যপদে RBI ব্যাঙ্কে চাকরির বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে?

RBI Bank Recruitment: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (RBI) ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ, মহিলা নির্বিশেষে সকল ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরব। 

 

নিয়োগকারী সংস্থা-

RESERVE BANK OF INDIA

 

আবেদনের তারিখঃ 

আবেদন শুরু১৩ সেপ্টেম্বর, ২০২৩ 
আবেদন শেষ ০৪ অক্টোবর, ২০২৩ 

 

 

পদের নাম- RBI Assistant

মোট শূন্যপদ- ৪৫০ টি।  

শিক্ষাগত যোগ্যতা- এখানে আবেদন করার জন্য 50% নম্বরসহ যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা- আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৭ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ২৯ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।

 

সিলেকশন প্রসেসঃ 

  • প্রিলিমিনারি পরীক্ষা 
  • মেইনস পরীক্ষা 
  • ল্যাঙ্গুয়েজ প্রোফেসিয়েন্সি টেস্ট

 

আবেদন পদ্ধতিঃ 

এখানে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক প্রতিবেদনের নীচে দেওয়া আছে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

 

আবেদন ফিঃ 

General/OBC/EWS৪৫০ টাকা  
SC/ST/Women/PWD৫০ টাকা 

 

Important Links:

Official NotificationDownload
Apply NowClick Here

 

See also  WBPSC Clerckship: WBPSC ক্লার্কশিপ পরীক্ষা নোটিশ, 5500 শুন্যপদ, মাধ্যমিক পাশে
Sharing Is Caring:

Leave a Comment