রেশন কার্ডের টাকা এবার সরাসরি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, জানুন বিস্তারিত

0
21
Ration Card e Taka

Ration Card Scheme: এবার ফ্রি রেশনে মহাচমক। ফ্রি রেশনের বদলে এবার মিলবে টাকা। বিনামূল্যে রেশন প্রকল্পের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে। উপভোক্তাদের জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার। এবার ফ্রি রেশনের নানান দুর্নীতি, নানান অভিযোগের দিন শেষ, বড় চমক দিতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। 

 

কারা পাবেন এই টাকা? 

এই টাকা পরিবারের যিনি প্রধান সদস্য তার আধারের সঙ্গে সংযুক্ত একাউন্টের পাঠানো হবে। তার জন্য সবার প্রথমে পরিবারের যে প্রধান তার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে লিংক করে রাখতে হবে। অন্তর্দায় অন্ন যোজনার ফলে ৭.২৮ কোটি রেশন কার্ড ধারকদের মধ্যে ৯৯ শতাংশ আধার সংযুক্ত করা আছে। বহু রেশন কার্ড বাকি আছে আধার লিঙ্ক করার জন্য। আধার কার্ডের সাথে লিঙ্ক না করলে এই টাকা পাওয়া যাবে না।

 

কত টাকা করে দেওয়া হবে? 

ডিবিটির মাধ্যমে ৩৪ টাকা কেজি দরে ৫ কিলো অতিরিক্ত চালের টাকা দেওয়া হবে। ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে। ২২ লক্ষ বিপিএল পরিবারের জন্য অন্ন ভাগ্য যোজনার অন্তর্গত সবাই এই সুবিধা পাবে কিন্ত এই মুহূর্তে তারা পাবেন না যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই। 

 

কেন এই সিদ্ধান্ত? 

সরকারের বড় সিদ্ধান্ত অন্ন ভাগ্য যোজনার অন্তর্গত সবার টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করবে। এতদিন রেশনে দ্রব্য নিয়ে বহু মানুষ বিক্রি করে দিত। এবার এই সমস্যা দূর করতে বেছে বেছে উপযুক্ত প্রাপকরাই পাবে এই টাকা। যারা দরিদ্র সীমার নিচে আছে, যারা ফ্রি রেশন পাওয়ার যোগ্য তাদের জন্য ৫ কিলো অতিরিক্ত চাল কেনার জন্যই দেওয়া হবে এই টাকা।

 

এই টাকা পাওয়ার শর্ত কি? 

ফ্রি রেশনের বদলে সরাসরি ব্যাংকের একাউন্টে টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি শর্ত পালন করতে হবে। সেগুলি হল-

See also  কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে মহিলারা পাবেন ৬ হাজার টাকা, জানুন বিস্তারিত

১) আপনার রেশন কার্ডটি হবে আপনার পরিবারের প্রধানের সঙ্গে সংযুক্ত করা।

২) যেহেতু টাকা সরাসরি ব্যাংকের একাউন্টে মিলবে তাই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি লিংক করানো থাকতে হবে।

৩) এছাড়াও আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করানো থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here