Railway TTE Recruitment: Indian Rail Recruitment Board এর তরফ থেকে ২০২৪ এর আগেই ৭৭৮৪ শূন্যপদে রেলের টিকিট কালেক্টর অর্থাৎ TTE নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। যেখানে ভারতের নাগরিকরা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, এক্সাম প্যাটার্ন কেমন আছে, সিলেকশন প্রসেস, সিলেবাস সবকিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।
আবেদন কবে থেকে শুরু হবে?
২০২৩ এর শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে।
নিয়োগকারী সংস্থাঃ
- Indian Railway
- Railway Recruitment Board
পদের নাম-Travelling Ticket Examiner (TTE)
মোট শূন্যপদ- ৭৭৮৪+
বয়সসীমা- নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। (OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবে)
শিক্ষাগত যোগ্যতা-কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে।
বেতন- মাসে ৫২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত
সিলেকশন প্রসেসঃ
- কম্পিউটার বেস টেস্ট (CBT)
- শারীরিক পরীক্ষা (PET)
- মেডিকেল টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
CBT Exam এর সিলেবাসঃ
General Awareness | ২৫ টি প্রশ্ন | ২৫ নম্বর |
General Intelligence & Reasoning | ১৫ টি প্রশ্ন | ১৫ নম্বর |
Mathematics | ২০ টি প্রশ্ন | ২০ নম্বর |
Technical | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
General Science | ৩০ টি প্রশ্ন | ৩০ নম্বর |
মোট ১২০ টি প্রশ্ন থাকবে এবং ১২০ এর মধ্যে পরীক্ষা হবে। মোট সময় থাকবে ৯০ মিনিট। প্রতি ৩ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নাম্বার নেগেটিভ হবে।
আবেদন পদ্ধতিঃ
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে বাড়িতে বসে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। প্রতিটি প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং কপিটা ডাউনলোড করে নিতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে।
আবেদন করার জন্য নিচের স্টেপ গুলি ফলো করুন।
- নীচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক এ ক্লিক করে সেখানে visit করুন।
- TTE Recruitment 2023 Section টি সিলেক্ট করুন।
- একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ ইন করুন যদি আপনার ইতিমধ্যেই RRB ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে।
- সঠিক ব্যক্তিগত, শিক্ষাগত এবং যোগাযোগের বিশদ সহ আবেদনপত্রটি পূরণ করুন। জমা দেওয়ার আগে ভালোভাবে চেক করুন।
- আপনার পাসপোর্ট আকারের ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথির স্ক্যান করা কপি আপলোড করুন।
- অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।
▪️ সমস্ত বিবরণ দুবার চেক করে আবেদন জমা দিন। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিন।
আবেদন ফিঃ
Unreserved candidate | 500/- |
SC/ST/OBC candidate | 250/- |
Important Links:
Official Website | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |