Railway Ticket Counter Job: ভারতীয় রেলে ‘টিকিট কালেক্টর’ (TC) হল একটি গুরুত্বপূর্ণ চাকরি। এই চাকরিতে প্রায় প্রতি বছরই ভারতীয় রেল থেকে বহু সংখ্যক ভ্যাকান্সি বের হয়। এখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই চাকরি পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে জানিয়ে টিকিট কালেক্টর চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়সসীমা কি লাগে , নিয়োগ পদ্ধতি কেমন, পরীক্ষার সিলেবাস সহ সমস্ত বিস্তারিত বিষয়গুলি।
নিয়োগকারী সংস্থাঃ
- Indian Railway
- Railway Recruitment Board
পদের নাম- রেলওয়ে টিকিট কালেক্টর (TC)
বেতন- মাসে ৯,৩০০ থেকে ৩৪,৮০০০ টাকা এবং ৪,৬০০ টাকা গ্রেড পে
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। OBC প্রার্থীরা ৩ বছরের এবং SC/ST প্রার্থীরা ৫ বছরের বয়সের ছাড় পাবে এবং PWD প্রার্থী হয়ে থাকলে তারা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করা থাকলে এই পোষ্টের জন্য আবেদন করা যায়। তবে উচ্চ শিক্ষিতরাও এই পোষ্টের জন্য আবেদন করতে পারে।
সিলেকশন প্রসেসঃ
নিম্নলিখিত ধাপে টিকিট কালেক্টর পোষ্টের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়-
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশন
- মেডিক্যাল টেস্ট
পরীক্ষার সিলেবাসঃ
রেলওয়ে টিকিট কালেক্টর চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হয় মোট 120 নম্বরের, যার জন্য সময় থাকে 90 মিনিট। নীচে লিখিত পরীক্ষার সিলেবাস আলোচনা করা হল।
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
General Awareness | 25 | 25 |
General Intelligence and Reasoning | 15 | 15 |
Arithmetic | 20 | 20 |
Technical Ability | 30 | 30 |
General Science | 30 | 30 |
Total | 120 | 120 |
চাকরির সুবিধাঃ
রেলওয়ে টিকিট কালেক্টর চাকরিতে যেসমস্ত সুবিধা পাওয়া যায় সেগুলো হল-
- Provident Fund
- Gratuity
- Medical Facility
- Railway Pass
আবেদন পদ্ধতিঃ
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে বাড়িতে বসে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। প্রতিটি প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং কপিটা ডাউনলোড করে নিতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে।
আবেদন ফিঃ
Unreserved candidate | 500/- |
SC/ST/OBC candidate | 250/- |
Important Links:
Official Website | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |