Railway New Recruitment Notification Out 2023:- আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।
(Railway New Recruitment Notification Out 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।
নিয়োগকারী সংস্থা | Railway Recruitment Cell, West Central Railway |
পদের নাম | Various |
শুন্যপদ | Total 08 |
আবেদন পদ্ধতি | Online |
আবেদন শুরু | 07-10-2023 |
পদের বিবরন ও শুন্যপদ- (Railway New Recruitment Notification Out 2023)
১) পদের নাম- Group C ও D,
ভ্যাকান্সি- এখানে মোট ৮ জনকে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা- গ্রুপ C পদের বেলায়, ৫০% নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। গ্রুপ D পদের বেলায়, মাধ্যমিক পাস যোগ্যতা সাথে NCVT বোর্ডের ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন।
বেতন- এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে, আপনাকে প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে। রেলে গ্রুপ C ও D পদের আলাদা আলাদা মাইনে রয়েছে।
বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ৩০ বছর অবধি। ০১-১০-২০২৩ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি (Railway New Recruitment Notification Out 2023)
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। https://wcr.indianrailways.gov.in/ – এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু তারিখ | 07-10-2023 |
আবেদন শেষ তারিখ | 06-11-2023 |
প্রয়োজনীয় লিঙ্ক
📄Official Notice | Click Here |
🌐Apply Link | Click Here |
More Details | Click Here |