Monday, December 4, 2023
Homeসরকারি চাকরিভারতীয় রেলে ট্রেনিং ও প্রতিমাসে স্টাইপেন্ড, মাধ্যমিক পাশে - Railway BLW Apprentice...

ভারতীয় রেলে ট্রেনিং ও প্রতিমাসে স্টাইপেন্ড, মাধ্যমিক পাশে – Railway BLW Apprentice Recruitment 2023

Railway BLW Apprentice Recruitment 2023:- আপনি কি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে ও মেয়ে সহ পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালো ভাবে পড়ুন।

(Railway BLW Apprentice Recruitment 2023) এখানে কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে? সেই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বয়স, বেতনই বা কত? নিয়োগ কিভাবে করা হবে? প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে ইত্যাদি – বিস্তারিত আলোচনা করছি।      

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

নিয়োগকারী সংস্থা Banaras Locomotive Works, Varanasi (UP)
পদের নাম Apprentice
শুন্যপদ Total 374
আবেদন পদ্ধতি Online
আবেদন শেষ তারিখ 25.11.2023

 

পদের বিবরন ও শুন্যপদ- (Railway BLW Apprentice Recruitment 2023)

১) পদের নাম- ITI & Non-ITI Apprentice

এই সমস্ত ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে- Fitter, Carpenter, Painter, Machinist, Welder, Electrician

সেরা খবর-  অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ চলছে, HS পাশে - Darjeeling Anganwadi Helper Recruitment 2023

ভ্যাকান্সি- এখানে মোট 374 জনকে নিয়োগ করা হচ্ছে।

বয়স- ১২-১০-২০২৩ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।  

Non ITI 22 Years
ITI 24 Years

 

শিক্ষাগত যোগ্যতা

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ITI Apprentice প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে সাথে, সংশ্লিষ্ট ট্রেডে  NCVT বোর্ডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
Non-ITI Apprentice প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এই পদে ITI সার্টিফিকেট লাগবে না।

আরও বিস্তারিত জানতে সংস্থার অফিশিয়াল নোটিশ দেখুন। (Railway BLW Apprentice Recruitment 2023)  

 

নিয়োগ প্রক্রিয়া

এখানে ৩টি ধাপের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। শিক্ষাগত যোগ্যতার (Railway BLW Apprentice Recruitment 2023) উপরে থাকবে ৩০ নম্বর, এরপর হবে, ১৫ নম্বরের কম্পিউটার প্রাক্টিক্যাল টেস্ট, সবশেষে, ৫ নম্বরের ইন্টারভিউ হবে। মোট এই ৫০ নম্বরের উপর যোগ্য প্রার্থীদের সিলেক্ট করা হবে।

Step Mark
Education Qualification 30
Computer Practical Test 15
Viva Voice Test/Interview 05
Total 50
সেরা খবর-  WB Hospital Recruitment 2023, Apply For Senior Resident Post

 

আবেদন পদ্ধতি (Railway BLW Apprentice Recruitment 2023)

১) প্রথমে, Apprenticeship.gov.in- ওয়েবসাইট থেকে প্রার্থীদের নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশন ID পাবেন। ২) সেই রেজিস্ট্রেশন ID দিয়ে https://apprenticeblw.in/- এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।   ৩) অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করে এবং আবেদন ফি পেমেন্ট করে ফর্ম ফিলাপ সম্পূর্ণ করতে হবে। ৪) ফর্ম ফিলাপের পর একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন।       

আবেদন ফি

Gen / OBC  Rs.100/-
SC / ST / PwD  No Fee
All Female  No Fee

অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা UPI এর মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করবেন।  

 

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু তারিখ 26-10-2023
আবেদন শেষ তারিখ 25.11.2023

 

প্রয়োজনীয় লিঙ্ক

📄Official Notice Click Here
🌐Apply Link RegistrationLogin
More Details Click Here

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

- Advertisment -