Railway Apprentice Recruitment: Eastern Railway এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মোট ৩১১৫ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা, যারা রেলের শিক্ষানবিশ বিভাগে প্রশিক্ষণ নিয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তারা এখানে নুন্যতম যোগ্যতায় আবেদন করতে পারবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরব।
নিয়োগকারী সংস্থা-
EASTERN RAILWAY
Railway Recruitment Cell
56, C. R. Avenue
Kolkata – 700 012
আবেদনের তারিখঃ
আবেদন শুরু | ২৭ সেপ্টেম্বর, ২০২৩ |
আবেদন শেষ | ২৬ অক্টোবর, ২০২৩ |
পদের বিবরন
পদের নাম- Apprentices
মোট শূন্যপদ- ৩১১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেসমস্ত চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনে ইচ্ছুক, তাদের সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্নহতে হবে। তার সঙ্গে প্রার্থীদের অবশ্যই ITI পাশ করে থাকতে হবে।
বয়স সীমা- ২৬.১০.২০২৩ তারিখ অনুসারে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছর। তবে OBC শ্রেণীভুক্ত প্রার্থীরা ২৭ বছর পর্যন্ত ও SC/ST শ্রেণীর প্রার্থীরা ২৯ বছর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে।
প্রশিক্ষণের স্থান- প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল ডিভিশনে প্রশিক্ষণ দেওয়া হবে। যথা- হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল এবং জামালপুর। প্রতিটি ডিভিশনে আলাদা আলাদা ট্রেডে নিয়োগ হবে।
সিলেকশন প্রসেসঃ
- একাডেমিক যোগ্যতা
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল টেস্ট
আবেদন পদ্ধতিঃ
আবেদন শুরু হলে প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রার্থীদের পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার লিঙ্ক প্রতিবেদনের নীচে দেওয়া আছে। আবেদনপত্র সঠিক ভাবে ফিলাপ করে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
আবেদন ফিঃ
General/OBC/EWS | ১০০ টাকা |
SC/ST/Women/PWD | কোন ফি লাগবে না |
Important Links:
🌐 Official Notification | Download |
🌐 Apply Now | Click Here |