ভারতীয় রেলের তরফ থেকে Railway Apprentice Recruitment 2023 এর বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকশো শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশ যোগ্যতার সকল পরীক্ষার্থী এই পদে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, কি কি বিষয়ে নজর রেখে আবেদন করবেন, তা নিচে আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা
- South East Central Railway
- Advertisement No. P/BSP/Rect.Act.App/2023-2024/E-72152
পদের বিবরণ
শূন্যপদ : ৫৪৮ টি। (UR – ২১৫ টি, EWS – ৫৯ টি, OBC -১৪৮ টি, SC – ৮৫ টি, ST – ৪১ টি।)
পদের নাম :
1) কার্পেন্টার – ২৫ টি শূন্যপদ।
২) কোপা – ১০০ টি শূন্যপদ।
৩) ড্রাফটসম্যান – ৬ টি শূন্যপদ।
৪) ইলেক্ট্রিশিয়ান – ১০৫ টি শূন্যপদ।
৫) ইলেক্ট্রনিক (মেকানিক) – ৬ টি শূন্যপদ।
৬) ফিটার – ১৩৫ টি শূন্যপদ।
৭) মেসিনিস্ট – ৫ টি শূন্যপদ।
৮) পেইন্টার – ২৫ টি শূন্যপদ।
৯) প্লাম্বার – ২৫ টি শূন্যপদ।
১০) শিট মেটাল ওয়ার্ক – ৪ টি শূন্যপদ।
১১) ষ্টেনোগ্রাফের (ইংলিশ) – ২৫ টি শূন্যপদ।
১২) ষ্টেনোগ্রাফের (হিন্দি) – ২০ টি শূন্যপদ।
১৩) টার্নার – ৮ টি শূন্যপদ।
১৪) ওয়েল্ডার – ৪০ টি শূন্যপদ।
১৫) ওয়ারমান – ১৫ টি।
১৬) ডিজিটাল ফোটোগ্রাফার – ৪ টি শূন্যপদ।
চাকরির খবর : SSC এর ১৬০০ শুন্যপদে চাকরি, উচ্চমাধ্যমিক পাশে আবেদন
শিক্ষাগত যোগ্যতা : চাকরিপ্রার্থীকে অবশ্যই ন্যূনতম ৫০% নাম্বার সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বৃত্তি : প্রশিক্ষণরত প্রার্থীদের ছত্তিসগড় রাজ্যের নিয়মানুযায়ী বৃত্তি প্রদান করা হবে।
বয়সসীমা : ০১.০৭.২০২৩ অনুসারে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৫ এবং সর্বাধিক ২৪ বছর হলে আবেদনযোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি : আবেদনকারীকে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি : মাধ্যমিক এবং ITI কোর্সে পাওয়া নম্বর, ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্টের ভিত্তিতে প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ – ৩ জুন, ২০২৩।
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Click Here |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |