Rail Police Recruitment 2023: যাদের রেল পুলিশ হওয়ার শখ আছে আজকের এই প্রতিবেদনটি তাদের জন্য। কেন্দ্র সরকারের তরফ থেকে ২০২৪ সালের আগেই এক বিরাট শূন্যপদে রেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, যেখানে কনস্টেবল এবং SI পদে নিয়োগ হবে। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো মোট কত শূন্যপদ থাকতে পারে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি লাগবে, শারীরিক মাপজোক কি লাগবে ইত্যাদি তথ্যাবলী।
আবেদন কবে থেকে শুরু হবে?
২০২৪ সালের আগেই রেল পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে।
নিয়োগকারী সংস্থাঃ
- Department of Indian Railway
- Central Government of India
পদের নাম- RPF Constable
মোট শূন্যপদ- ১২ হাজারের কাছাকাছি শূন্যপদ থাকতে পারে।
বয়সসীমা- ১৮ থেকে ২৫ বছর (SC/ST রা ৫ বছরের ছাড় পাবে এবং OBC রা ৩ বছরের ছাড় পাবে)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ
সিলেকশন প্রসেসঃ
প্রথমে CBT এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। তারপর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিকাল মেজারমেন্ট টেস্ট (PMT) হবে। তারপর সব পরীক্ষায় পাশ করলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে জয়েনিং হবে।
Physical Efficiency Test:
Constable Male-
- 1600 meters run in 5 minute 45 second
- Long jump- 14 feet
- High jump- 4 feet
Constable Female-
- 800 meters run in 3 minute 40 second
- Long jump- 9 feet
- High jump- 3 feet
Physical Measurement Test:
Height-
UR/OBC Candidate | Male- 165 cm Female- 157 cm |
SC/ST Candidate | Male- 160 cm Female- 152 cm |
Gorkhas, Garhwali, Marathas, Dogras Candidate | Male- 163 cm Female- 155 cm |
Chest-
UR/OBC Candidate (Only Male) | Unexpended- 80 cm Expended- 85 cm |
SC/ST Candidate (Only Male) | Unexpended- 76 cm Expended- 81 cm |
Gorkhas, Garhwali, Marathas, Dogras Candidate (Only Male) | Unexpended- 80 cm Expended- 85 cm |
পদের নাম- RPF Sub Inspector (SI)
মোট শূন্যপদ- ৮ হাজারের কাছাকাছি শূন্যপদ থাকতে পারে।
বয়সসীমা- ২০ থেকে ২৫ বছর (SC/ST রা ৫ বছরের ছাড় পাবে এবং OBC রা ৩ বছরের ছাড় পাবে)
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন
সিলেকশন প্রসেসঃ
প্রথমে CBT এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। তারপর ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিকাল মেজারমেন্ট টেস্ট (PMT) হবে। তারপর সব পরীক্ষায় পাশ করলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে জয়েনিং হবে।
Physical Efficiency Test:
Sub Inspector Male-
- 1600 meters run in 6 minute 30 second
- Long jump- 12 feet
- High jump- 3 feet 9 inch
Sub Inspector Female-
- 800 meters run in 4 minute
- Long jump- 9 feet
- High jump- 3 feet
Physical Measurement Test:
Same as constable PMT test
CBT Exam Syllabus:
General Awareness (GA) | 50 Marks |
Mathematics | 35 Marks |
General Intelligence (GI) | 35 Marks |
আবেদন পদ্ধতিঃ
সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে বাড়িতে বসে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। সে ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। প্রতিটি প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং কপিটা ডাউনলোড করে নিতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে।
আবেদন ফিঃ
SC/ST/PWD candidate | 250/- |
General/OBC candidate | 500/- |
Important Links:
Official Website | Visit |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |