Tuesday, October 3, 2023
Homeপ্রকল্প০১ই অগাস্ট থেকে দেশের এই ১০টি নিয়ম বদলে যাচ্ছে, জেনে নিন কি...

০১ই অগাস্ট থেকে দেশের এই ১০টি নিয়ম বদলে যাচ্ছে, জেনে নিন কি কি

এই আগস্ট মাসের শুরু থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে। অনেক প্রকল্পে টাকা পেতে গেলে আপনাকে কিছু কিছু নিয়ম চেঞ্জ করতে হবে, আধার কার্ড লিঙ্ক করতে হবে । এছাড়া সরকারি চাকরির ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বেড়েছে এবং কমে গেছে। লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা সহ আগস্ট মাস থেকেই পরিবর্তন করা হচ্ছে একাধিক নিয়ম। যার প্রভাব পড়বে সরাসরি গরিব ও মধ্যবিত্তদের পকেট এর উপর। চলুন জেনে নিই কি কি পরিবর্তন হতে চলেছে?

 

আগস্ট মাসে আধার কার্ড রান্নার গ্যাস সর্ষের তেল ফ্রি রেশন প্রকল্পের টাকা সহ একাধিক নিয়ম বদলে যাচ্ছে এই আগস্ট মাস থেকেই

 

(আধার লিঙ্ক) লক্ষীর ভান্ডারে টাকা পাবে না প্রচুর মহিলারা

বর্তমানে আপনি বা আপনার পরিবার যদি লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে আগস্ট মাসেই লক্ষীর ভান্ডার প্রকল্পে শুধুমাত্র আঁধার সংযুক্তিকরণের কারণেই প্রায় কয়েক লক্ষ মহিলা টাকা পাবে না। জানা যাচ্ছে শীঘ্রই এই সমস্ত মহিলারা যদি আধার আপডেট না করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী মাস থেকে এই সমস্ত মহিলাদের বন্ধ হয়ে যাবে। তবে খুশির খবর প্রচুর বিধবা মহিলা যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন তারা বিধবা ভাতার সাথে সাথে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকাও পাবেন।

 

আধার আপডেট

জুন মাসের ১৪ তারিখ পর্যন্ত আঁধার আপডেট করার লাস্ট ডেট দেওয়া হয়েছিল, তবে বর্তমানে এই ডেটকে বাড়িয়ে ১৪ই সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এই আগস্ট মাসেও আপনারা আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন। যদি ১০ বছরের পুরনো কোন আধার কার্ড থাকে, সেই আধার কার্ড কে চালু রাখতে হলে আপনার সচিত্র পরিচয় পত্র বা বাসস্থানের ঠিকানা সহ অন্যান্য ডকুমেন্ট আপডেট করতে হবে এই আধার কার্ডে। এই মুহূর্তে আধার কার্ড আপডেট ফ্রিতে হচ্ছে পরবর্তীতে করলে এর জন্য কিছু টাকা লাগতে পারে।

See also  ১৩৫০০ চাকরি ও পরিষেবার সন্ধান এবার এক ক্লিকেই! জেনে নিন পদ্ধতি।

 

জন্ম সার্টিফিকেট এ নতুন আইন

কেন্দ্রীয় সরকার এবার জন্মের শংসাপত্রের ক্ষেত্রে নিয়ে আসছে আইনি বদল। এই নিয়ে এর আগের যে আইনটি ছিল সেটা বদলে তারা নতুন আইন নিয়ে আসতে চাইছে। যার সংশোধনী বিলও পেশ হয়েছে সংসদে। সংসদে নতুন যে বিল পেশ করা হয়েছে সেটি হল রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩ ।

 

কি কি সুবিধা হবে

বার্থ সার্টিফিকেট দেখিয়ে এবার থেকে ভর্তি হওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানে, আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। কেউ যদি নিজের নাম তুলতে চান ভোটার তালিকায় তখনও কাজে লাগবে এই শংসাপত্র। এর ফলে আধার পেতেও সুবিধা হবে। বার্থ সার্টিফিকেট লাগবে বিয়ের সময়ও। বিয়ের রেজিস্ট্রেশনেও আবশ্যিক হচ্ছে জন্মের শংসাপত্র। সরকারি চাকরিতে যোগ দেয়ার সময়ও দেখাতে হবে এই শংসাপত্র।

 

আলু পেঁয়াজের দামে পরিবর্তন

হুগলি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মালদহ, মেদিনীপুর সহ একাধিক জেলাতে আলু পেঁয়াজের চাষ হয়। গত কয়েকদিন ধরেই বাজারে আলুর দাম বেশ কিছুটা কম ছিল।। এখন 50 কেজির আলুর বস্তা প্রায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিতে হচ্ছে সাধারণ উপভোক্তাদের। বর্তমানে এক কেজি আলু ২০ থেকে ২৩ টাকা তেও কোথাও পাওয়া যাচ্ছে।

পেঁয়াজের ক্ষেত্র আগে ২৪ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রায় ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজি ।

 

ফ্রি রেশনে পরিবর্তন

ইতিমধ্যে যে সমস্ত পরিবাররা বিনামূল্যে রেশন পেতেন তাদের প্রত্যেককে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা নির্দেশ দেয়া হয়েছে। লিংক না করলে বিনামূল্যে রেশন বন্ধ হবে আগস্ট থেকেই।

এর আগে পাঁচ বছরের নিচের শিশুর ক্ষেত্রে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক বাধ্যতামূলক ছিল না।। কিন্তু এই মুহূর্তে যদি লক্ষ্য করে দেখা যায় সেক্ষেত্রে দেখবেন, পাঁচ বছরের নিচে শিশুদেরও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হচ্ছে। যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই

See also  ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা - 3.5 লক্ষ টাকার ছাড়

 

ITR ফাইল 

যে আয়কর দাতারা তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ৩১ জুলাই পর্যন্ত দিতে পারবেন না, তাদের জন্য বিলম্বিত ITR ফাইল করার শেষ সুযোগ হতে পারে। বিলম্বিত ITR ফাইলিং এর উইন্ডো ১ই আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। যদি কোন করদাতা ৩১ জুলাই এর মধ্যে ITR রিটার্ন না জমা দিতে পারেন, সেক্ষেত্রে তিনি বিলম্বিত ITR ফাইল করার সুযোগ পাবেন ।

 

ব্যাংকিং পরিষেবায় পরিবর্তন

অগাস্ট মাস থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তন করেছে। জানানো হয়েছে ব্যাংকটি রিওয়ার্ড প্রোগ্রাম সুদের হার এবং বিভিন্ন ক্রেডিট কার্ড অফারের জন্য বার্ষিক চার্জ সংশোধন করতে চলেছে। এই পরিবর্তন গুলি ক্রেডিট কার্ড এর ব্যবহার ও খরচকে প্রভাবিত করতে পারে। এ বিষয়ে গ্রাহকেরা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড সংক্রান্ত অফিসিয়াল সাইটে আরো তথ্য পেয়ে যাবেন

 

MSME এর জন্য সরকারি উদ্যোগ

আসন্ন অগাস্ট মাসে সরকার MSME সমর্থন করতে আর্থিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ শুরু করতে পারে। এই উদ্যোগ গুলির মধ্যে MSME এর জন্য ঋণ ভর্তুকি এবং কর সুবিধা পাওয়া যেতে পারে। ছোট ব্যবসার উদ্যোক্তারা এক্ষেত্রে বিরাট সুবিধা পেতে পারেন। এ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে সমস্ত বিষয়টা, এটা জানা দিতে পারে অগাস্ট মাসেই।

 

যুবশ্রী বেকার ভাতার নতুন নিয়ম

ইতিমধ্যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পের ১৫০০/- টাকা করে বেকার ভাতা পাচ্ছ, তাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে, প্রত্যেককেই Annexure-3 ফর্ম অনলাইনে ফিলাপ করে জমা করতে হবে। না হলে পরবর্তী মাসে টাকা পেতে অসুবিধা হতে পারে, ফর্ম ফিলাপের লাস্ট ডেট আগস্ট মাসের ৭ তারিখ রাখা হয়েছে।

 

কিছু কিছু জিনিসের দাম বেড়েছে এবং কিছু জিনিসের দাম কমেছে?

বাড়ানো হয়েছে সিগারেটের দাম, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার কিছু কিছু জায়গায় টমেটোর দাম ১৫০ টাকা থেকে প্রায় ২০০ টাকার কাছে পৌঁছে গেছে। তবে কাঁচা লঙ্কার দাম তুলনামূলক অনেকটাই কমেছে, আগে ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল কাঁচা লঙ্কা, তবে এই মুহূর্তে ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

See also  ইমামদের ভাতা বেড়ে হল ৩০০০ টাকা, মোয়াজ্জেম দের ২০০০ টাকা। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এছাড়াও সোনা-রুপো ও আর্টিফিশিয়াল গয়না, প্লাটিনাম, রান্না ঘরের বৈদ্যুতিক চিমনি, আমদানি করা খেলনা তাছাড়াও একাধিক গাড়ি সংস্থার পক্ষ থেকে গাড়ির দাম বাড়ানোর কথা জানানো হয়েছে।। এরই সাথে সাইকেল, সোনার বাট দিয়ে তৈরি করা গহনাসহ বেশ কয়েকটি জিনিসের দাম বাড়ানো হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments