AdBlock Detected

It looks like you're using an ad-blocker!

Our team work realy hard to produce quality content on this website and we noticed you have ad-blocking enabled.

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে মহিলারা পাবেন ৬ হাজার টাকা, জানুন বিস্তারিত

Pradhan Mantri Matru Vandana Yojana: প্রতিটি শিশুই দেশের ভবিষ্যৎ। তাই কেন্দ্র সরকার চাইছে শিশুদের সঙ্গে দেশের সকল গর্ভবতী মায়েদের সুস্থ রাখতে। এই কারণে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য গর্ভবতী মায়ের স্বাস্থ্যর জন্য আর্থিক সহায়তা এবং সদ্যোজাতের সুস্থতা। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। 

 

দেশের মহিলাদের উন্নতি স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রের একাধিক প্রকল্পের সহায়তায় দেশের মহিলা জনসাধারণ উপকৃত হচ্ছেন। ঘর ও বাইরে পারদর্শিতার ছাপ রাখছেন তাঁরা। পরিবারে কন্যা সন্তানের জন্মের পর নগদ অর্থের সাহায্য মেলে সরকারের তরফে। আবার কন্যার পড়াশোনা যাতে মাঝপথে না থামে, তার জন্যও স্কলারশিপের ব্যবস্থা করেছে কেন্দ্র। এর পাশাপাশি, গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের ব্যবস্থা করেছে মোদী সরকার।

কেন্দ্রীয় সরকার দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘মাতৃত্ব বন্দনা যোজনা’ নামক একটি বিশেষ প্রকল্পের সূচনা করেছে। দেশের বেশ কিছু রাজ্যে অন্তঃসত্ত্বা মহিলারা গর্ভাবস্থায় প্রয়োজনীয় যত্ন পান না। উপরন্তু নানান বঞ্চনার শিকার হতে হয় তাঁদের। যার ফলে অপুষ্টিতে আক্রান্ত শিশুর জন্ম বাড়ছে ক্রমশ। আর এই সমস্যার প্রতিকারে এবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার। নতুন এই প্রকল্পে দেশের মহিলারা কেন্দ্রের তরফে ৬ হাজার টাকার অর্থসাহায্য পাবেন। তবে তার জন্য বেশ কিছু শর্ত মানতে হবে।

 

কারা আবেদন করতে পারবেন?

দেশের সব রাজ্যের গর্ভবতী মহিলারা আবেদন করতে পারবেন। গর্ভবতী মহিলাদের পাশাপাশি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন, এই রকম মহিলারাও আবেদন করতে পারবেন। তবে, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা পাওয়া যাবে একবারই। শুধুমাত্র প্রথমবার গর্ভবতী হলেই নেওয়া এটা পাওয়া যাবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

 

আবেদনের শর্তঃ

কেন্দ্রের তরফে চালু হওয়া ‘মাতৃত্ব বন্দনা যোজনায়’ আবেদন করতে হলে মহিলাদের বয়স হতে হবে ১৯ বছর অথবা তার বেশি। সরকার সরাসরি এই টাকা মহিলাদেরই দিয়ে থাকে। পরিবারের অন্য কোনও সদস্য এই টাকা নিতে পারবেন না।

See also  বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

 

কত টাকা পাওয়া যাবে? 

এই প্রকল্পে পাওয়া যায় ৫ হাজার টাকা। তিনটি কিস্তিতে পাওয়া যাবে এই টাকা। এই টাকা জমা পড়বে ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন দুটি যোজনা মিলে প্রথমবার গর্ভবতী হওয়া গ্রামীণ মহিলাদের অ্যাকাউন্টে ৬৪০০ টাকা এবং শহরের মহিলাদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ১০০০ টাকা গর্ভবতী হবার ১৫০ দিনের ভেতর, দ্বিতীয় কিস্তিতে ২০০০ টাকা ১৮০ দিনের ভেতরে, তৃতীয় কিস্তিতে ২০০০ টাকা ডেলিভারি হবার পর এবং শিশুর প্রথম টিকাকরণ হবার পর টাকা দেওয়া হবে।

 

কিভাবে আবেদন করতে হবে?

এই প্রকল্পে আবেদন করতে চাইলে আগ্রহী মহিলাদের অনলাইনে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট -এ ভিজিট করে আবেদন জানাতে হবে। অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলাপ করে সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। 

🌐 Official WebsiteClick Here

 

Sharing Is Caring:

Leave a Comment