Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পবাড়িতে ফ্রি WIFI দিচ্ছে মোদী, ৫টাকায়/- আনলিমিটেড ইন্টারনেট

বাড়িতে ফ্রি WIFI দিচ্ছে মোদী, ৫টাকায়/- আনলিমিটেড ইন্টারনেট

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর সেজন্যই দেশের নাগরিকদের অত্যন্ত সস্তাদরে ওয়াইফাই সুবিধা দেবে সরকার। ইতিমধ্যেই সরকার কর্তৃক PM-WANI প্রকল্প শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই দেশব্যাপী এই প্রকল্প ছড়িয়ে পরবে। তাই আপনি যদি PM-WANI যোজনার মাধ্যমে রোজগার করে স্বাবলম্বী হতে চান তাহলে জেনে নিন এই প্রকল্প সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই প্রতিবেদনে।

 

PM-WANI যোজনা কি এবং এর সুবিধা

PM-WANI প্রকল্পের মূল উদ্দেশ্য হল “গ্রামীণ উন্নয়ন কর্মসূচী” যার লক্ষ্য ভারতের দরিদ্রতম অঞ্চলের মানুষের জীবনযাত্রা এবং আয়ের উন্নতি করা। এই  জন্য ভারত জুড়ে Wi-Fi (ওয়্যারলেস ফিডেলিটি) হটস্পট বসানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি 9 ই ডিসেম্বর 2020-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন। এই প্রকল্পের দ্বারা আপনি আপনার বাড়িতে কিংবা দোকানে WIFI Hotspot বসিয়ে প্রতিমাসে মোটা টাকা রোজগার করতে পারেন।

 

যোজনায় রেজিস্ট্রেশন পদ্ধতি

এই প্রকল্পের মাধ্যমে আপনি নিজের বাড়ি কিংবা দোকানকে একটি PDO (Public Data Office) এ পরিণত করে তুলতে পারেন। এবার প্রশ্ন হলো এই PDO কি এবং কিভাবে এর থেকে রোজগার করা যাবে?

PDO হলো আপনার সেই বাড়ি বা দোকান যেখান থেকে যেকোনো মানুষ WIFI Hotspot ব্যবহার করতে পারবে। PDO এর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে https://pmwani.gov.in/wani/pdo?ln=en এই লিংকে ক্লিক করে ফরমটি ফিলাপ করতে হবে। ফরমটি সাবমিট করার পর স্ক্রিনে আপনার বাড়ির কাছাকাছি অবস্থিত PDOA ( Public Data Office Agent) এর নাম-ফোন নম্বর চলে আসবে। এবার আপনাকে তার সাথে যোগাযোগ করতে হবে।

 

কারা এই যোজনায় আবেদন জানাতে পারে ?

যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন জানাতে পারে। আর এই প্রকল্পের বিশেষ সুবিধা হলো, PDO হতে গেলে আপনাকে  কোনো লাইসেন্স ফি দেওয়ার প্রয়োজন নেই। তবে, এই প্রকল্পে আবেদনের জন্য আপনার বাড়িতে ব্রডব্যান্ড পরিষেবা থাকা বাধ্যতামূলক, যেমন বিএসএনএল, এমটিএনএল, জিও, ভোডাফোন বা ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেড ইত্যাদি। যদি আপনি একজন ব্রডব্যান্ড গ্রাহক না হয়ে থাকেন, তবে আপনাকে প্রথমে আপনার এলাকার ব্রডব্যান্ড অপারেটরের সাথে যোগাযোগ করতে হবে এবং তাকে জানাতে হবে, আপনি ব্রডব্যান্ড ব্যবহার করে এলাকায় PM-WANI প্রকল্পের PDO হিসেবে ব্যবসা করতে চান। এ ব্যাপারে PDOA আপনার যথাযথ সাহায্য করবে।

See also  কেন্দ্রের ৫টি সেরা প্রকল্পঃ আবেদন করলেই ৫হাজার/- থেকে ২লক্ষ/- টাকা পাবেন

 

PDO হতে গেলে কত টাকা বিনিয়োগ করতে হবে ?

এই প্রকল্পের আওতায় নিজেকে PDO হিসেবে রেজিস্টার করতে আপনাকে বেশি টাকা খরচ করতে হবেনা। আপনাকে প্রথমে আপনার এলাকার PDOA এর সাথে যোগাযোগ করতে হবে, তাকে আপনার রেজিস্ট্রেশনের জন্য সমস্ত ডিটেলস শেয়ার করতে হবে। তারপর PDOA -কে ৮,০০০ থেকে ১০,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট হয়ে গেলেই PDOA একটি PM-WANI Hotspot আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে এবং আপনি সহজেই সেটিকে আপনার বাড়িতে কিংবা দোকানে লাগিয়ে নিয়ে একজন PDO হিসেবে ব্যবসা শুরু করে দিতে পারেন।

 

PM-WANI রিচার্জ প্ল্যান এবং PDO এর কমিশন

PM-WANI Hotspot ব্যবহার করতে আপনাকে কোনো রিচার্জ করতে হবে না, এই রিচার্জটি শুধুমাত্র আপনার গ্রাহককেই করতে হবে। আপনাকে শুধুমাত্র আপনার ব্রডব্যান্ডের মাসিক রিচার্জটুকুই করতে হবে। গ্রাহকের রিচার্জের ৮৫ শতাংশ টাকা আপনার একাউন্টে প্রতি মাসে PDOA দ্বারা জমা হয়ে যাবে। ধরুন, আপনার গ্রাহকেরা মাসে মোট ১০০০ টাকা রিচার্জ করলো, এই অবস্থায় আপনি ওই রিচার্জের ৮৫ শতাংশ অর্থাৎ ৮৫০ টাকা কমিশন পেয়ে যাবেন। এই প্রকল্পের অন্তর্গত রিচার্জ প্ল্যানটি নিচে দেওয়া হলো :

 

রিচার্জ মূল্যসুবিধা
৫ টাকা আনলিমিটেড ১ দিন।
২৮ টাকা আনলিমিটেড ৭ দিন।
৪৮ টাকা আনলিমিটেড ১৫ দিন।
৯৮ টাকা আনলিমিটেড ৩ দিন।
৪৯৮ টাকা আনলিমিটেড ১৮০ দিন।
৮৯৮ টাকা আনলিমিটেড ৩৬৫ দিন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments