Tuesday, October 3, 2023
Homeপ্রকল্পপ্রত্যেকেই পাবে ২০০০০ থেকে ৫০০০০ টাকা, মোদির জনপ্রিয় প্রকল্পে আবেদন করুন

প্রত্যেকেই পাবে ২০০০০ থেকে ৫০০০০ টাকা, মোদির জনপ্রিয় প্রকল্পে আবেদন করুন

PM Svanidhi Yojana: আপনি যদি এই মুহূর্তে ব্যবসা করতে চান বা ছোট ব্যবসাকে আরও বড় করতে চান, সে ক্ষেত্রে মোদি সরকারের তরফ থেকে এই মুহূর্তে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। বর্তমানে ব্যবসা করার জন্য আপনাদের ব্যাংক একাউন্টে স্বল্প সুধে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। শুধু ২০ হাজার টাকা নয়, আপনি চাইলে ১০ হাজার টাকা, ৩০ হাজার টাকা এমনকি ৫০ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাংক একাউন্টে নিতে পারেন। মোদি সরকারের কোন প্রকল্পে আবেদন চলছে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে সবকিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।

করোনা মহামারিতে রাস্তার ব্যবসায়ী দের ব্যবসা, পুজি প্রায় শেষ হয়ে যায়। এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী তার স্বনির্ভর তহবিল স্কিম বা PM Svanidhi Yojana শুরু করেছিল। কেন্দ্র বিশেষ করে হকার বা রাস্তার বিক্রেতাদের জন্য এই প্রকল্পটি চালাচ্ছে। এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার নিজের ব্যবসা শুরু করার জন্য কোন গ্যারান্টি ছাড়াই ঋণ দিচ্ছে।

 

কত টাকা ঋণ পাবেন? 

PM Svanidhi Yojana এর অধীনে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। প্রথমত এই স্কিমের অধীনে যে কেউ ১০ হাজার টাকা ঋণ পাবেন যা শোধ করার পরেও দ্বিতীয় বার নেওয়া যেতে পারে। বিশেষ বিষয় হলো এই প্রকল্পে কেন্দ্র সরকার ভর্তুকিও দেয়।

 

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? 

PM Svanidhi Yojana এর সুবিধা হল ছোট সেলুন, ছোট জুতোর দোকান, পানের দোকান, ছোট সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, স্ট্রিট ফুড, চায়ের দোকান, রুটি তড়কা বা ডিম বিক্রিতা, ফেরিওয়ালা, ছোট ষ্টেশনারী বিক্রেতারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

 

আবেদন পদ্ধতিঃ 

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার কাছে তিনটি অপশন আসবে। আপনি কত টাকার লোন নিতে চান সেই অপশনটি সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি করবেন এবং ক্যাপচা দিয়ে ওটিপিটি (OTP)এন্ট্রি করবেন। তারপর আবেদনের ফর্মটি চলে আসবে, সেই ফর্মটি ফিলাপ করে আপনারা সাবমিট করে দেবেন। 

See also  ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

 

Important Links

Apply NowClick Here
Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 AppDownload
RELATED ARTICLES
- Advertisment -

আজকের সেরা খবরের লিস্ট

- Advertisment -