আপনার বাড়িতে কি এখনো কাঁচা টয়লেট রয়েছে? পাকা টয়লেট করতে পারছেন না অর্থের অভাবে? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পাকা টয়লেট করে দেয়া হচ্ছে। আপনি এর জন্য আপনার হাতের ফোন থেকে একদম বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন জেনে নিই….
কারা কারা এই পাকা টয়লেট পাবেন?
১)যাদের বাড়িতে এখনো পাকা টয়লেট হয়নি কাঁচা টয়লেট রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন,
২)আপনারা যারা APL,BPL,SC,ST,OBC, জেনারেল সমস্ত কাস্ট এই প্রকল্পের আবেদন করতে পারবেন ।
এই প্রকল্পের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
১)আধার কার্ড,
২)ব্যাংকের পাস বইয়ের প্রথম পেজ এর ছবি,
৩)APL,BPL,SC,ST,OBC সার্টিফিকেট (এক্ষেত্রে জেনারেল কাস্ট আবেদন করতে পারবেন, তাদের এসব কোন ডকুমেন্ট এর প্রয়োজন নেই),
৪)মোবাইল নাম্বার ও ইমেইল আইডি।
অনলাইনে কিভাবে আবেদন করবেন?
১)এর জন্য আপনাকে আসতে হবে https://sbm.gov.in/ এই ওয়েবসাইটে,
২)ওয়েবসাইটে আসার পরে এখানে Citizen Registration এর ফর্ম পাবেন এই ফর্ম আপনাকে ফিলাপ করতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার, নাম, জেন্ডার, এড্রেস, স্টেট ও ক্যাপচা বসিয়ে Submit অপশনে ক্লিক করবেন,
৩)এরপরে এখানে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বার হচ্ছে আপনার লগইন আইডি এবং আপনার ফোন নাম্বারের লাস্টের চারটি সংখ্যা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগইন করতে হবে।(প্রথমবার লগইন করার পরে এখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে, তো আপনি আপনার পাসওয়ার্ড টা চেঞ্জ করে নেবেন) ।
৪)লগইন করার পরে আপনি বাঁদিকে উপরের ১টা অপশন পাবেন New Application, আপনাকে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার সামনে গ্রামীণ টয়লেট যোজনা আবেদন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এখানে আপনার সমস্ত তথ্য যেমন নাম এড্রেস ব্লক পঞ্চায়েত ব্যাংকের পাস বই ইত্যাদি দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ কি করে করবেন তার ভিডিও আপনি নিচে থেকে দেখে নিতে পারবেন।
ফর্ম ফিলাপ হয়ে গেলে এখানে আপনি একটা এপ্লিকেশন নাম্বার পাবেন সেটা আপনি নোট করে নেবেন, পরবর্তীতে কাজে লাগবে।
আবেদনের স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
আপনার আবেদনটি কি অবস্থায় আছে সেটা দেখার জন্য আপনাকে View Application অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।
Important Links
Apply Link | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |