PM কিষাণ সম্মান নিধি যোজনা কী, কীভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন?

0
31
PM Kishan Yojana

PM Kisan Yojana: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-KISAN) হল একটি সরকারী প্রকল্প যা ভারতে ২০১৯ সালে ফেব্রুয়ারী মাসে চালু করা হয়েছিল৷ এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা৷ আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্বন্ধে সম্পূর্ণ তথ্য তুলে ধরব। 

 

PM কিষাণ সম্মান নিধি যোজনা কী? 

PM-KISAN প্রকল্প হল ভারত সরকারের একটি উদ্যোগ যা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের লক্ষ্য সারা দেশে কৃষকদের পরিবারকে প্রতি বছর 6,000 টাকা আয় সহায়তা প্রদান করা। প্রতিটি 2,000 টাকার তিনটি কিস্তিতে তহবিলগুলি সরাসরি যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই প্রকল্পটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্ত করে যাদের দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে।

 

এই প্রকল্পে আবেদনের জন্য কি যোগ্যতা লাগে? 

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই নিন্মলিখিত বিষয় গুলি পুরন করতে হবে। 

১) কৃষককে ভারতের নাগরিক হতে হবে।

২) কৃষককে আবাদি জমির মালিক হতে হবে।

৩) জমির নথিতে কৃষকের নাম থাকতে হবে।

৪) কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। 

৫) কৃষকের একটি বৈধ আধার কার্ড থাকতে হবে।

 

কিভাবে আবেদন করবেন? 

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদন করতে হবে সম্পূর্ণ অনালাইনে। এর জন্য আপনাকে নীচের ধাপগুলি অতিক্রম করতে হবে। 

১) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক প্রতিবেদনের নীচে দেওয়া আছে।

২) হোমপেজে “নিউ ফার্মার রেজিস্ট্রেশন” লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) প্রয়োজনীয় বিবরণগুলি ফিলাপ করতে হবে, যেমন আধার নম্বর, নাম এবং মোবাইল নম্বর।

৪) আবেদনপত্র সঠিক ভাবে পুরন করা হলে কৃষকের সাবমিট করতে হবে। এরপর আর্থিক সাহায্য সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিতরণ করা হবে।

See also  যুবশ্রী প্রকল্প/বেকার ভাতা প্রকল্প: অনলাইন আবেদন পদ্ধতি

 

কিভাবে স্ট্যাটাস চেক করবেন? 

কৃষকরা নীচের ধাপগুলির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন- 

১) প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে।

২) হোমপেজে “বেনিফিশিয়ারি স্ট্যাটাস” লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে, যেমন আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।

৪) অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে “গেট ডেটা” অপশনে ক্লিক করতে হবে। 
 

আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে? 

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সরকার প্রান্তিক কৃষকদের সাহায্য করে এবং যোগ্য কৃষকদের 6000 টাকার আর্থিক সহায়তা প্রদান করে। এই সহায়তা কৃষকদের ফসলের বীজ, সার এবং তাদের ফসল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সংগ্রহে সহায়তা করার জন্য দেওয়া হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের জন্য আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট গুলি প্রয়োজন৷

  • আধার কার্ড
  • বাসস্থান/নাগরিকত্বের প্রমাণ
  • জমির মালিকানার দলিল
  • আবেদনকারী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
  • পরিচয় প্রমাণপত্র
🌐 Apply NowClick Here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here