প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার মেয়াদ আগেই শেষ হয়েছে। যদি আপনার প্যান কার্ডটি এখনও লিঙ্ক করা না হয়ে থাকে, তবে আপনার প্যান কার্ডটি বাতিল বা বন্ধ হয়ে যাবে? কিভাবে এটি চেক করবেন সেটি আমরা আজকের প্রতিবেদনে দেখব।
প্যান কার্ড অন্যান্য নথির মতোই একটি গুরুত্বপূর্ণ নথি। ইনস্ট্যান্ট লোন আবেদন করলে প্যান কার্ড নম্বরটি প্রয়োজন হয়। জন্ম তারিখ সমর্থন প্রমানপত্র হিসাবে প্যান কার্ডটির প্রয়োজন হয়। আপনি পরিচয়পত্র হিসাবেও প্যান কার্ডটি ব্যবহার করতে পারেন।
আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হলে, আপনার আধার কার্ডের নাম, লিঙ্গ, এবং জন্ম তারিখটি একই হতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের এই তথ্যগুলি না মেলে, তবে একটি নথির মধ্যে যেকোনো তথ্যটি পরিবর্তন করতে হবে।
প্যান কার্ড বাতিল হলো কিনা কিভাবে চেক করবেন?
১) প্রথমে, আপনাকে ইনকাম ট্যাক্সের অফিশিয়াল https://www.incometax.gov.in/ ওয়েবসাইটে আসতে হবে
২) এরপর, বামদিকে Verify Your PAN এই অপশনে ক্লিক করুন,
৩) পরবর্তী পেজে, প্যান কার্ড নম্বর, নাম, জন্ম তারিখ ও মোবাইলে নম্বর বসিয়ে, Continue অপশনে ক্লিক করুন,
৪) এবার আপনি দেখতে পাবেন, আপনার প্যান কার্ড Active নাকি Deactivate অবস্থায় আছে।
Important Links
PAN Check Now | Click Here |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |