November Best Govt Job 2023:- নভেম্বর মাসের শুরু আজ থেকে। আপনি কি জানেন? বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2023? আজকের এই আর্টিকেলে আপনাদের মোট 6টি সরকারি চাকরির খবর দেব। যেখানে পশ্চিমবঙ্গের যেকোন নাগরিক খুব সহজেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবে।
আলোচনা করব, কোন কোন পদে নিয়োগ চলছে? ভ্যাকান্সি, বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে। প্রতিটি চাকরিতে আবেদন করার লিঙ্ক দিয়ে দেব, সেখানে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করবেন এবং আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। তো, চলুন জেনে নিই..
1) Banaras Locomotive Works Railway Apprentice Recruitment 2023
পদের নাম- ITI & Non-ITI Apprentice
এই সমস্ত ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে- Fitter, Carpenter, Painter, Machinist, Welder, Electrician
ভ্যাকান্সি- এখানে মোট 374 জনকে নিয়োগ করা হচ্ছে।
বয়স- ১২-১০-২০২৩ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
Non ITI | 22 Years |
ITI | 24 Years |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
ITI Apprentice | প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে সাথে, সংশ্লিষ্ট ট্রেডে NCVT বোর্ডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে। |
Non-ITI Apprentice | প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এই পদে ITI সার্টিফিকেট লাগবে না। |
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শেষ তারিখ– 25.11.2023
📄Official Notice | Click Here |
🌐Apply Link | Registration – Login |
এই চাকরির ফর্ম ফিলাপ ভিডিও
2) IB/Intelligence Bureau Recruitment 2023
পদের নাম- Security Assistant/Executive & MTS/Gen
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতূল্য যোগ্যতা থাকা চাই, সাথে লোকাল ল্যাঙ্গয়েজ জানতে হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা ভালো জানতে হবে।
বয়স (As on 25.11.2023)
Security Assistant/Executive | Upto 27 Years |
MTS/Gen | Upto 25 Years |
মোট শুন্যপদ
Security Assistant/Executive | Total 362 |
MTS/Gen | Total 315 |
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শেষ তারিখ– 13.11.2023
📄Official Notice | Download PDF |
🌐Apply Link | Click Here |
3) AAI Cargo Logistic & ALLIED Services Company LTD
পদের নাম- Assistant (Security)
ভ্যাকান্সি- এখানে মোট 436 জনকে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কিন্তু জেনারেল/OBC কাস্টের প্রার্থীদের উচ্চমাধ্যমিকে সবমিলিয়ে গড়ে ৬০% নম্বর এবং SC/ST কাস্টের প্রার্থীদের সবমিলিয়ে গড়ে ৫০% নম্বর পেলে তবেই আবেদন করতে পারবেন।
বয়স- এই পদে আবেদন করতে চাইলে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বচ্চ ২৭ বছর অবধি। ০১-১০-২০২৩ তারিখ অনুযায়ী অবশ্যই বয়স হিসাব করে নেবেন। এছাড়া, সরকারি নিয়মানুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ-15.11.2023
📄Official Notice | Download PDF |
🌐Apply Link | Click Here |
এই চাকরির ফর্ম ফিলাপ ভিডিও – Step By Step দেখে নাও
4) Assam Rifles Recruitment 2023
পদের নাম- Technical & Tradesmen
শিক্ষাগত যোগ্যতা- এখানে পদে অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ যোগ্যতা চাওয়া হয়েছে।
বয়স- পদ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছর এবং ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
মোট শুন্যপদ- 161 Total
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের লাস্ট ডেট- 19.11.2023
📄Official Notice | Download PDF |
🌐Apply Link | Click Here |
5) Asha Karmi New Recruitment 2023
পদের নাম- Asha Karmi
শিক্ষাগত যোগ্যতা- এখানে প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাশ থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়স- যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করা। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের বিশেষ বয়সের ছার ও রয়েছে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের লাস্ট ডেট- 24.11.2023
📄Official Notice | Download PDF |
🌐Application Form | Download PDF |
6) Odisha Forest Guard Recruitment 2023
পদের নাম- ফরেস্ট গার্ড, ফরেস্টার, লাইভস্টক ইন্সপেক্টর।
বয়স- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে বয়স থাকলেই এখানে আবেদন করা যাবে। ওড়িশা ছাড়া অন্যন্য রাজ্যের চাকরি প্রার্থীরা জেনারেল ক্যান্ডিডেটস হিসেবে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সর্ব প্রথম ভারতীয় নাগরিক হতে হবে তার সঙ্গে ফরেস্ট গার্ড পদের জন্য মাধ্যমিক বা তা সমতুল্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে। এ ছাড়া আর যে দুটি পদ আছে সেই পদের ক্ষেত্রে আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে আবেদন করতে পারেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের লাস্ট ডেট- 25.11.2023
📄Official Notice | Download PDF |
🌐Apply Link | Click Here |