National Council of Educational Research and Training (NCERT) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শতাধিক ক্লার্ক এবং অন্যান্য গ্রূপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরিপ্রার্থী অন্তত মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আগামী ১৯.০৫.২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। এই প্রতিবেদনে থাকলো সেইসব পদে আবেদন বিষয়ে যাবতীয় তথ্যসমূহ।
নিয়োগকারী সংস্থা
National Council of Educational Research and Training (NCERT)
Advertise no. 11-4/2019-20/E.II(R-II)/Rectt(D)
পদের বিবরণ
১) পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক।
মোট শূন্যপদ : ৮৪ টি। (UR – ৩৬ টি, SC – ১১ টি, OBC – ২৬ টি, EWS – ৬ টি, ST – ৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে ইংলিশে মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ২ (PB – ১) অনুযায়ী বেতন হবে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ১৯০০ টাকা।
২) পদের নাম : অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ : ৪৬ টি। (UR – ২৩ টি, SC – ৫ টি, OBC – ১২ টি, EWS – ৪ টি, ST – ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন করে থাকলে এবং সেইসাথে ইংলিশে মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৬ (PB – ২) অনুযায়ী বেতন হবে ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ৪২০০ টাকা।
৩) পদের নাম : টেকনিশিয়ান গ্রেড- ১
মোট শূন্যপদ : ১৩ টি। (UR – ৮ টি, OBC – ৪ টি, ST – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Electronics/Communication -এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স, সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে কোনো নামকরা media organisations / industry -তে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।
৪) পদের নাম : ল্যাব অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ : ৩৪ টি। (UR – ১৫ টি, SC – ৩ টি, OBC – ১০ টি, ST – ৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা : Physics, Chemistry, Biology, Geography, Zoology, Psychology, Home Science, Language, Botany, Mathematics, Science and Computer Science – উল্লেখ্য যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে এবং ল্যাবের যন্ত্রপাতি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
*কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৪ (PB – ১) অনুযায়ী বেতন হবে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৪০০ টাকা।
৫) পদের নাম : ড্রাইভার গ্রেড- ৩
মোট শূন্যপদ : ৯ টি। (UR – ৫ টি, SC – ১ টি, EWS – ১ টি, OBC – ২ টি।)
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা সহ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
*গাড়ি ঠিক করার কাজ জানলে অগ্রাধিকার পাবেন।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।
৬) পদের নাম : প্রোজেকশনিস্ট।
মোট শূন্যপদ : ১ টি। (UR)
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Electronics/Communication -এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স, সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে কোনো নামকরা media organisations / industry -তে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।
৭) পদের নাম : ফটোগ্রাফার গ্রেড- ২
মোট শূন্যপদ : ২ টি। (UR – ১ টি, OBC – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে photography/videography/Cinematography -তে ডিপ্লোমা কোর্স, সেইসাথে photographer/videographer/movie/TV Cameraman হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন : লেভেল – ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।
আবেদন ফি : উপরিউক্ত সবকটি পদের জন্য Unreserved/OBC/EWS পদপ্রার্থীদের ১০০০ টাকা তবে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১২০০ টাকা জমা করতে হবে। তবে SC/ ST/ PwBD/ Ex Service-men প্রার্থীদের কোনো ফি প্রদান করতে হবে না।
আবেদন পদ্ধতি : উপরিউক্ত পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা National Council of Educational Research and Training (NCERT) এর অফিসিয়াল recruitment ওয়েবসাইট https://ncertnt.samarth.edu.in/ এ গিয়ে, অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে, ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর প্রাপ্ত সংশাপত্রটি প্রিন্ট আউট করে অথবা পিডিএফ হিসেবে সেভ করে অত্যন্ত যত্নে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি :
- লিখিত পরীক্ষা। (CBT)
- স্কিল টেস্ট।
- ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ।
গুরুত্বপূর্ণ লিংকস :
Official Website | Apply Now |
Official Notification | Download Now |
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App |
Download |
কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now