Wednesday, May 31, 2023

কেন্দ্রীয় সংস্থায় শতাধিক ক্লার্ক এবং গ্ৰুপ সি পদে চাকরি। মাধ্যমিক পাশে আবেদন করুন।

National Council of Educational Research and Training (NCERT) সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শতাধিক ক্লার্ক এবং অন্যান্য গ্রূপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরিপ্রার্থী অন্তত মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। আগামী ১৯.০৫.২০২৩ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। এই প্রতিবেদনে থাকলো সেইসব পদে আবেদন বিষয়ে যাবতীয় তথ্যসমূহ।

 

নিয়োগকারী সংস্থা

National Council of Educational Research and Training (NCERT)

Advertise no. 11-4/2019-20/E.II(R-II)/Rectt(D)

 

পদের বিবরণ

১) পদের নাম : লোয়ার ডিভিশন ক্লার্ক।

মোট শূন্যপদ : ৮৪ টি। (UR – ৩৬ টি, SC – ১১ টি, OBC – ২৬ টি, EWS – ৬ টি, ST – ৫ টি।)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে ইংলিশে মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল – ২ (PB – ১) অনুযায়ী বেতন হবে  ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ১৯০০ টাকা।

 

২) পদের নাম : অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ : ৪৬ টি। (UR – ২৩ টি, SC – ৫ টি, OBC – ১২ টি, EWS – ৪ টি, ST – ২ টি।)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন করে থাকলে এবং সেইসাথে ইংলিশে মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে ৩০ টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ৩০ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল  ৬ (PB – ২) অনুযায়ী বেতন হবে  ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ৪২০০ টাকা।

 

৩) পদের নাম : টেকনিশিয়ান গ্রেড- ১

মোট শূন্যপদ : ১৩ টি। (UR – ৮ টি, OBC – ৪ টি, ST – ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Electronics/Communication -এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স, সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে কোনো নামকরা media organisations / industry -তে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল  ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে  ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।

 

৪) পদের নাম : ল্যাব অ্যাসিস্ট্যান্ট।

মোট শূন্যপদ : ৩৪ টি। (UR – ১৫ টি, SC – ৩ টি, OBC – ১০ টি, ST – ৬ টি।)

শিক্ষাগত যোগ্যতা : Physics, Chemistry, Biology, Geography, Zoology, Psychology, Home Science, Language, Botany, Mathematics, Science and Computer Science – উল্লেখ্য যেকোনো বিষয়ে গ্রাজুয়েট হতে হবে এবং ল্যাবের যন্ত্রপাতি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

*কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল  ৪ (PB – ১) অনুযায়ী বেতন হবে  ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৪০০ টাকা।

 

৫) পদের নাম : ড্রাইভার গ্রেড- ৩

মোট শূন্যপদ : ৯ টি। (UR – ৫ টি, SC – ১ টি, EWS – ১ টি, OBC – ২ টি।)

শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সেইসাথে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা সহ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

*গাড়ি ঠিক করার কাজ জানলে অগ্রাধিকার পাবেন। 

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল  ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে  ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।

 

৬) পদের নাম : প্রোজেকশনিস্ট।

মোট শূন্যপদ : ১ টি। (UR)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে Electronics/Communication -এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স, সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে কোনো নামকরা media organisations / industry -তে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্চনীয়।

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল  ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে  ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।

 

৭) পদের নাম : ফটোগ্রাফার গ্রেড- ২

মোট শূন্যপদ : ২ টি। (UR – ১ টি, OBC – ১ টি।)

শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ এবং সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে photography/videography/Cinematography -তে ডিপ্লোমা কোর্স, সেইসাথে photographer/videographer/movie/TV Cameraman হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স সীমা : উক্ত পদে আবেদন করতে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ এবং সর্বাধিক ২৭ বছর হলে আবেদনযোগ্য। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন : লেভেল  ৫ (PB – ১) অনুযায়ী বেতন হবে  ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত এবং গ্রেড পে – ২৮০০ টাকা।

 

 

আবেদন ফি : উপরিউক্ত সবকটি পদের জন্য Unreserved/OBC/EWS পদপ্রার্থীদের ১০০০ টাকা তবে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ১২০০ টাকা জমা করতে হবে। তবে SC/ ST/ PwBD/ Ex Service-men প্রার্থীদের কোনো ফি প্রদান করতে হবে না।

 

আবেদন পদ্ধতি : উপরিউক্ত পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা National Council of Educational Research and Training (NCERT) এর অফিসিয়াল recruitment ওয়েবসাইট https://ncertnt.samarth.edu.in/ এ গিয়ে, অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে, ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পর প্রাপ্ত সংশাপত্রটি প্রিন্ট আউট করে অথবা পিডিএফ হিসেবে সেভ করে অত্যন্ত যত্নে নিজেদের কাছে রেখে দেবেন।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :

  • লিখিত পরীক্ষা। (CBT)
  • স্কিল টেস্ট।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ।

 

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Apply Now
Official Notification Download Now
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

 

Related Article

দুয়ারে সরকারে ১০ হাজার চাকরি বিজ্ঞপ্তি। আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা? ইত্যাদি । Amar Karmadisha Praklpa 2022

 চাকরির খবর ২৪৭ঃ শুধু বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে ‘দুয়ারে সরকার’ক্যাম্পের কাজ - এতদিন আমরা এটাই জানতাম। কিন্তু এবার থেকে এই ক্যাম্পেই চাকরি দেবে রাজ্য...

রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে চাকরি! কোন ক্ষেত্রে কত প্রার্থী নিয়োগ করা হবে? দেখুন তালিকা।

গত ৩০শে মে ২০২৩ তারিখ-মঙ্গলবার, মুখ্যমন্ত্রী এক লাইভ মিটিং-এ জানান, যে ভবিষ্যতে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার শুন্যপদে চাকরি দেবেন । তার সাথে...

বন সহায়ক 2023 কাট অফ মার্ক কত আসতে পারে? Ban Sahayak 2023 Cutt Of Marks

Ban Sahayak 2023 Cutt Of Marks Ban Sahayak 2023 Cutt Of Marks:  আশা করি আপনারা বন সহায়ক পদের চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানেন। অনেকে আবেদনও করেছেন...

বন সহায়ক পদের ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর.. Ban Sahayak Interview Suggestion 2023

Ban Sahayak Interview Suggestion: বন সহায়ক পদের ইন্টারভিউতে আসা কিছু কমন প্রশ্নের সাজেশন ও তার উত্তর বলে দেব। আশা করি এর মধ্যে থেকে কোনো...

ইন্ডিয়ান রেলে গ্রুপ C স্টাফ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন থেকে সম্প্রতি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে...

ইন্ডিয়ান পোষ্টে ১২ হাজার GDS নিয়োগ, মাধ্যমিক পাশে

নিয়োগকারী সংস্থা Government of lndia Ministry of Communications Department of Posts (GDS Section) NOTIFICATIONNO:No.17-31/2023-GDS Dated: 20.05.2023   গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ ২২ই মে ২০২৩ লাস্ট ডেট ১১ই জুন ২০২৩ কারেকশন...
- Advertisment -

Most Popular