নিজের ব্যবসা শুরু করতে চান? কেন্দ্র সরকার দিচ্ছে ১৫ লক্ষ/- টাকা লোন

0
30

নিজের ব্যবসা শুরু করতে চাইছেন? কিন্তু মূলধন বা পুজি পাবেন কোথায়? কোনো চিন্তা নেই, এবার কেন্দ্র সরকার ভারতীয় বেকার দের ব্যবসা শুরু করার জন্য ৫ লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিচ্ছে, বিনা গ্যারান্টারে। কিভাবে এই লোন পাবেন? কিভাবে এপ্লাই করবেন? কি কি ডকুমেন্ট লাগবে? চলুন জেনে নিই

 

NBCFDC General Loan Scheme

এই লোনের নাম হল- NBCFDC General Loan Scheme, এটি অনগ্রসর শ্রেণীর ভারতীয় নাগরিকদের, ব্যবসা শুরু করে নিজের পায়ের দাড়ানোর জন্য একটি সাধারণ ঋণ প্রকল্প। কৃষি ও সহযোগী কার্যক্রম, ক্ষুদ্র ব্যবসা/কারিগর ও ঐতিহ্যবাহী পেশা, পরিবহন সেক্টর এবং পরিষেবা সেক্টর, এবং প্রযুক্তিগত ও পেশাগত ট্রেড/কোর্সগুলির মতো আয়-উৎপাদনকারী ব্যাবসা শুরু করার জন্য ₹15 লক্ষ/- টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

 

সুদের হার-

লোনের পরিমানসুদের হার
₹ 5.00 লাখ পর্যন্ত ঋণবার্ষিক 6%
₹5.00 লাখের বেশি ₹10.00 লাখ পর্যন্ত ঋণবার্ষিক 7%
₹10.00 লাখ থেকে ₹15.00 লাখ পর্যন্ত ঋণবার্ষিক 8%

 

যোগ্যতা-

আবেদনকারীকে অবশ্যই একজন উদ্যোক্তা/Entrepreneur হতে হবে,
আবেদনকারীকে অবশ্যই একটি অনগ্রসর শ্রেণীর (OBC/ST) হতে হবে।
আবেদনকারীর মোট বার্ষিক পারিবারিক আয় বার্ষিক ₹3 লাখের কম হতে হবে।

 

আবেদন প্রক্রিয়া

লোন নিতে ইচ্ছুক ব্যক্তি অনইলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন, নীচে আবেদনের লিঙ্ক দেওয়া আছে।

অফলাইনে আবেদন করতে চাইলে, পশ্চিমবঙ্গের নির্দিষ্ট অফিসে গিয়ে আবেদন ফর্ম ও নিম্নলিখিত ফর্ম জমা করতে হবে।

অনলাইনে আবেদন করতে চাইলে, অনলাইনে ফর্ম ফিলাপ করে নিম্নলিখিত ডকুমেন্টের ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে।

 

কি কি ডকুমেন্ট লাগবে?

  • পরিচয়ের প্রমাণ (আধার কার্ড),
  • আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি,
  • ইনকাম সার্টিফিকেট অথবা AAY বা BPL কার্ড,
  • আবাসিক শংসাপত্র,
ভূমিহীন কৃষি শ্রমিক এবং এক হেক্টরের কম জমির অধিকারী প্রান্তিক কৃষকদের বার্ষিক পারিবারিক আয় 1.50 লক্ষ টাকার নিচে বলে গণ্য করা হবে।
ক্ষুদ্র কৃষকদের অর্থাৎ যাদের জমি এক থেকে দুই হেক্টরের মধ্যে রয়েছে তাদের বার্ষিক পারিবারিক আয় 3.00 লক্ষ টাকার নিচে বলে গণ্য করা হবে।
See also  পুরোনো কয়েন/নোট বিক্রি করুন লাখ টাকায়-এইভাবে

 

Important Links

 

Connect With US

Whatsapp GroupJoin Now
Telegram ChannelJoin Now
Chakrir Khabor 24/7 App
Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here