Friday, June 2, 2023

ই-শ্রম কার্ড থাকলেই পাবেন, প্রতিমাসে ৩,০০০/- টাকা.. National Pension Scheme

National Pension Scheme/NPS

National Pension Scheme/NPS: যদি আপনার কাছে ই-শ্রম কার্ড থাকে তাহলে, আপনি প্রতিমাসে ৩,০০০/- টাকা পেতে পারেন খুব সহজেই। ন্যাশনাল পেনশন স্কিম (NPS) কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করলেই, এই বেনিফিট খুব সহজেই নিতে পারবেন। চলুন জেনে নিই, এর স্কীমে আবেদনের যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করবেন? ডকুমেন্ট কি কি লাগবে? এবং কিভাবে টাকা পাবেন?

 

National Pension Scheme/NPS কি?

ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) -এর প্রধান উদ্দেশ্য হল অবসর গ্রহণ করার আগে সঞ্চয় করা। এটা কেন্দ্র সরকারের ঘরে জমা হয়। তাই সঞ্চয় থাকে একেবারে সুরক্ষিত। প্রকল্পটি এমনভাবে করা হয়েছে যে অবসর গ্রহণ করার পরে একটি ভালো পরিমান অর্থ ফেরৎ পাওয়া যায়।

আরও পড়ুন- রাজ্য সরকারের ফ্রি ট্রেনিং করে চাকরি

National Pension Scheme যোগ্যতা

বয়স- এই স্কীমে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ৪০ বছর হওয়া চাই।

আপনাকে খুচরা ব্যবসায়ী/দোকানদার বা self-employed হতে হবে, কোনো চাকরিজীবী বা কোন প্রভিডেন্ট ফান্ডে পেলে বা EPF/NPS/ESIC নাম থাকলে আবেদন করতে পারবেন না।

বার্ষিক ইনকাম- সব মিলিয়ে আপনার ব্যাবসার বার্ষিক টার্ন-ওভার ১.৫ কোটি বা তার কম হতে হবে।

 

NPS স্কীমে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে?

বয়স অনুযায়ী নূন্যতম ৫৫/- টাকা থেকে ২০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে, আবেদনকারীর বয়স ৬০ বছর বয়স না হওয়া পর্যন্ত, এই স্কীমে জমা করতে হবে। এবং আপনি যেই পরিমান টাকা জমা করবেন, সেই একই পরিমান টাকা কেন্দ্র সরকার আপনার হয়ে জমা করবে।

ধরুন, মাসে আপনি যদি ১০০/- টাকা এই স্কীমে জমা করেন, তাহলে কেন্দ্র সরকারও আপনার হয়ে আরও ১০০/- টাকা জমা করবে। তার মানে আপনি জমা করলেন ১০০/- টাকা কিন্তু আপনার একাউন্টে জমা হল ২০০/- টাকা। 

এক্সাক্টলি প্রতিমাসে কত টাকা জমা করতে হবে, সেটা আপনি নীচের চার্ট দেখে মিলিয়ে নিন,

National Pension Scheme

 

কি কি ডকুমেন্ট প্রয়োজন?

  • আধার কার্ড বা প্যান কার্ড,
  • সেভিংস ব্যাঙ্ক একাউন্ট অথবা জনধন একাউন্ট ।

আরও পড়ুন- ই-শ্রম কার্ড থাকলেই পাবেন ৫০হাজার/- টাকা 

National Pension Scheme সুবিধা?

এটি একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন স্কিম, যার অধীনে গ্রাহক 60 বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে 3000/- টাকার ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন এবং গ্রাহক মারা গেলে, সুবিধাভোগীর পত্নী এই পেনশনের ৫০% হিসেবে প্রতিমাসে ১৫০০/- টাকা পাবেন। গ্রাহকের স্ত্রী মারা গেলে এই পেনশনের টাকা অন্য কোনো ফ্যামিলি মেম্বার পাবেন না।

 

আবেদন পদ্ধতি

এই ওয়েবসাইটের https://enps.nsdl.com/eNPS মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আধার কার্ডে OTP ভেরিফিকেশন করে, মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর, বাকি ডিটেইলস যেমন এড্রেস, ব্যাঙ্ক একাউন্টের বিবরন দিয়ে ফর্ম ফিলাপ করুন।

আরও পড়ুন- থাকা-খাওয়া সহ, কেন্দ্র সরকারের ফ্রি ট্রেনিং, স্টাইপেন্ড ও চাকরি

গুরুত্বপূর্ণ লিংকস :

Official Website Click Here
Apply Link Click Here
Whatsapp Group Join Now
Telegram Channel Join Now
Chakrir Khabor 24/7 App
Download

 

 

কোনোপ্রকার হেল্প প্রয়োজন হলে, বা এইরকম আরও আপডেট পেতে, আমাদের হোয়াটস্যাপ গ্রুপে জয়েন হোন- Join Now

Related Article

ই-শ্রম কার্ডের ব্যালান্স কিভাবে চেক করবেন ? অনলাইনে ফোন থেকে চেক করুন

আপনাদের কাছে কি ই-শ্রম কার্ড আছে যদি থেকে থাকে তাহলে আপনি আপনার ই-শ্রম কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন? অথবা আপনি কিভাবে দেখতে পাবেন কেন্দ্র...

ই-শ্রম কার্ড থাকলে, প্রতিমাসে ৫০০/- টাকা পাবেন.. ভরণ পোষন যোজনা 2023

আপনার কাছে কি কেন্দ্র সরকারের ই-শ্রম কার্ড আছে? যদি না থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিন, কারন এবার থেকে মাসে মাসে ৫০০ টাকা করে কেন্দ্র...

ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিচ্ছেন মমতা – 3.5 লক্ষ টাকার ছাড়

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প  আপনি যদি বেকার হয়ে থাকেন, এবং নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে...

বাংলার আবাস যোজনা 2023। নতুন ঘরের জন্য আবেদন করুন শহর ও গ্রামে ।

বাংলার আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হল, দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি...

প্রধানমন্ত্রীর PM-WANI যোজনায় করুন আবেদন এবং বাড়িতে বসেই WIFI দিয়ে মাসে রোজগার করুন ২০,০০০ টাকারও বেশি।

ডিজিটাল ইন্ডিয়া বিপ্লবের পর, এখন ভারত সরকার ওয়াইফাই বিপ্লব আনতে চলেছে। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর...

পশ্চিমবঙ্গের লক্ষাধিক মহিলাদের চাকরি দেবে মমতা, উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম চালু

বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো সম্প্রতি রাজ্য সরকার দ্বারা চালু হওয়া একটি বিশেষ প্রকল্প নিয়ে। এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাই নয়, এবার রাজ্যের...
- Advertisment -

Most Popular