Mobile Tower Installation: বর্তমানে আপনার বাড়িতে খালি জায়গা থাকলে সেখানে আপনি মোবাইল টাওয়ার বসানোর মাধ্যমে প্রতি মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন । আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি ফাঁকা জয়গায় মোবাইল টাওয়ার বসানো প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাতে পারবেন। বাড়ির ছাদেও আপনি টাওয়ার বসিয়ে উপার্জন করতে পারেন।
কি কি সুবিধা পাওয়া যায়?
যদি আপনার বাড়িতে কোনো ফাঁকা জায়গায় কিংবা ছাদে মোবাইল টাওয়ার থাকে তবে আপনি সেই টাওয়ারের ভাড়া হিসেবে মাসে ভালো রকম অর্থ বাড়িতে বসে উপার্জন করতে পারবেন। কিন্তু এইগুলি বসানোর প্রক্রিয়াতে কিছু আবশ্যিক শর্ত রয়েছে।
প্রথমত যে মোবাইল টাওয়ার টি কোম্পানি আপনার জায়গাতে বসাবে সেই টাওয়ারটি সম্পূর্ণরূপে কোম্পানি দ্বারা যাচাই করে নেওয়া হবে। এরপর কোম্পানি সেই জায়গার মালিকের সঙ্গে কিছু চুক্তি করবে, এবং এর পরিবর্তে কোম্পানি তাকে ভাড়া হিসেবে টাকা দেবে। এই ভাড়া বিভন্ন কোম্পানীর ক্ষেত্রে বিভিন্ন রকম যা ৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক কি করে আপনি আপনার জায়গাতে এই ধরনের টাওয়ার বসানোর জন্য অনুমোদন করবেন।
টাওয়ার বসানোর জন্য কয়েকটি দরকারি তথ্যঃ
যদি আপনি একটি মোবাইল টাওয়ার বসাতে চান তবে প্রথমত আপনার এমন একটি জায়গার মালিকানা থাকতে হবে যেখানে টাওয়ারটি নিরাপদে বসানোর যোগ্য। যেমন অধিক জনবহুল জায়গাতে মোবাইল টাওয়ার বসানোর অযোগ্য।
যে জায়গাটিতে মোবাইল টাওয়ার বসানো হবে সেই জায়গার অফিশিয়াল কাগজপত্র যেমন দলিল প্রয়োজন।
যদি ছাদে টাওয়ার বসাতে চান তবে সেপ্টি স্ট্রাকচার সার্টিফিকেট প্রয়োজনীয়।
যে জায়গাটিতে টাওয়ার বসানো হবে তার আশেপাশে কোন হাসপাতাল কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থাকা বাঞ্ছনীয় নয়।
বাড়ির ছাদে যদি টাওয়ার বসাতে চান তাহলে ছাদের পরিমাপ কমপক্ষে ৫০০ স্কোয়ার ফিট হতে হবে অথবা যদি আপনি জমিতে বসাতে চান তাহলে জমির পরিমাপ ১০০০-২০০০ স্কোয়ার ফিট হতে হবে।
যার নামে জমি বা বাড়ি আছে তার আঁধার কার্ড , প্যান কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর থাকা আবশ্যিক ।
আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ধরুন আপনি আপনার জায়গাতে টাওয়ার ইনস্টলেশন বা বসানোর অনুমোদন করলেন এবং সেই কোম্পানি আপনার কাছ থেকে যদি অর্থের দাবী করে তবে আপনাকে বুঝতে হবে যে সেই কোম্পানিটি একটি ভুয়ো কোম্পানি।
আপনি যদি কোম্পানির কাছে টাওয়ার বসানোর জন্য অনুমোদন করে থাকেন তবে সেই কোম্পানির কয়েকজন প্রতিনিধি এসে আপনার জায়গাটিকে ভালো করে পরীক্ষা করবেন এবং যদি তারা ভাবেন যে আপনার জায়গাটি মোবাইল টাওয়ার বসানোর যোগ্য তবে তারা আপনার সঙ্গে কিছু চুক্তি করবে এবং আপনাকে অর্থ প্রদান করবে।
আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন?
টাওয়ার দুই রকমের হয়। যেগুলো বাড়ির ছাদে বসানো হয় সেগুলো ছোটো টাওয়ার এবং জমিতে বসানো ভীষণ উচু টাওয়ার গুলোকে বড় টাওয়ার বলা হয়। ছোট টাওয়ার এবং বড় টাওয়ার আপনি যে ধরনের টাওয়ারই বসান না কেন তার জন্য আপনি কত টাকা রেন্ট পাবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার লোকেশনের ওপর। অর্থাৎ, আপনার রেন্ট একটি আমাউন্ট ফিক্সড থাকে না। আপনার বাড়ি বা জমি ভেরিফিকেশনের পর কোম্পানি নির্দিষ্ট করে প্রতিমাসে ঠিক কত টাকা রেন্ট হবে। সাধারণত এই রেন্ট ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ ছোট টাওয়ার এর ক্ষেত্রে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত এবং বড় টাওয়ারের ক্ষেত্রে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত রেন্ট দেয় কোম্পানি।
আবেদন প্রক্রিয়াঃ
যদি আপনি আপনার জায়গাতে এই ধরনের টাওয়ার বসাতে চান তবে আমরা বেশ কিছু কোম্পানির তথ্য দিচ্ছি তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি কোম্পানির হেল্পলাইন নাম্বারে কিংবা তাদের ইমেইল আইডিতে অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন। এছাড়া এই ওয়েবসাইটগুলিতে ঢোকা মাত্র একটি contact অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন form এর ইনফর্মেশন দেখতে পারবেন। এরপর তাতে ক্লিক করলে সেখানে আপনি একটি ফরম ওপেন হবে যেখানে আপনার land records ফিলাপ করতে হবে, যেমন আপনার প্রোফাইলের নাম, প্রপার্টি ধরন ইত্যাদি।
আপনি ফরমটি সাবমিট করা মাত্রই সেটি কোম্পানির অফিসে গিয়ে পৌঁছবে এবং সেখানে কোন অফিসার সেটি দেখে যদি মনে করেন যে আপনার প্রদত্ত লোকেশনটিতে একটি টাওয়ার বসানোর প্রয়োজন তবে তারা আপনার সঙ্গে কন্টাক্ট করবে। যদি সব কিছু ঠিক থাকে তবে তারা আপনার জায়গাতে মোবাইল টাওয়ার স্থাপন করবে এবং তার জন্য আপনাকে অর্থ প্রদান করবে। প্রতিবেদনের নীচে বেশ কিছু কোম্পানি এবং তাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে। আপনারা চাইলে সরাসরি সেখান থেকে আবেদন করতে পারেন।
Important Links
🌐 Jio Company | Click Here |
🌐 Bharati Infratel | Click Here |
🌐 Industowers | Click Here |
🌐 ATC India | Click Here |