Mamata Banerjee new announcement: এই মুহূর্তে সবার জন্য খুশির খবর! ভাতার টাকা বাড়ানো হয়েছে, এবার আর ৫০০ টাকা বা ১০০০ টাকা নয়, এবার সরাসরি ১৫০০ টাকা এবং ৩০০০ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব বর্তমানে কাদের কাদের টাকা বাড়ানো হয়েছে, কত টাকা করে বাড়ানো হয়েছে, কবে থেকে টাকা পাবেন ইত্যাদি বিষয়গুলি।
মুখ্যমন্ত্রীর ঘোষণাঃ
নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ইমাম মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্তে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফার অর্গানাইজেশন রাজ্যের ইমাম সংগঠনগুলি নিয়ে আয়োজন করে একটি সমাবেশের। সেই অনুষ্ঠান থেকে ইমাম মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পুরোহিতদেরও ৫০০ টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বড় ঘোষণা মমতার। ৫০০ টাকা বাড়লো মোয়াজ্জেম ইমাম ও পুরোহিতদের ভাতা। মমতা বলেন “আমার ক্ষুদ্র সামর্থ্য তার মধ্যে আমি বলছি- ওয়াকাপ কে বলবো ইমামদের ও মোয়াজ্জামদের জন্য ৫০০ টাকা করে বাড়াতে এবং পুরোহিতদের জন্য ৫০০ টাকা বাড়াতে।
এখন কে কত টাকা পাবেন?
এতদিন ইমামরা মাসে ২৫০০ টাকা করে ভাতা পেতেন সেটা বেড়ে হলো ৩ হাজার টাকা। আর মোয়াজ্জেমরা ভাতা পেতেন মাসে ১ হাজার টাকা করে, সেটা বেড়ে এবার থেকে ১৫০০ টাকা পাবেন সুতরাং এখানেও বাড়ানো হলো ৫০০ টাকা।
ইমাম | ২৫০০+৫০০=৩০০০ টাকা |
মোয়াজ্জেম | ১০০০+৫০০=১ টাকা |
Important Links
Whatsapp Group | Join Now |
Telegram Channel | Join Now |
Chakrir Khabor 24/7 App | Download |